ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫ , ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গাজায় ইসরায়েলি নির্মম গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ নড়াইলে সৌদি প্রবাসী হত্যা হামলা-ভাঙচুরের পর পুরুষশূন্য গ্রাম প্রেস সচিবের মন্তব্যকে ‘অযাচিত’ বলছে ভারত রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ‘কাফন মিছিল’ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা অনৈক্যের সুর রাজনীতিতে বাড়ছে অবিশ্বাস দলিতদের পরিবর্তনে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ- আনু মুহাম্মদ মালয়েশিয়ায় অভিযানে ১৬৫ বাংলাদেশি আটক জাবির থিসিসের ফলাফল বিপর্যয়ের অভিযোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জন হাসপাতালে ভর্তি চীনের অর্থায়নে পঞ্চগড়ে হাসপাতাল নির্মাণের দাবি যশোরে আগুনে পুড়লো ফার্মের ৪৪ হাজার মুরগি ঈদের পর থেকে বাজারে সবজির দাম বাড়তি চার মাসের সন্তানকে বিক্রি করে মোবাইল কেনেন মা! মানহীন কিন্ডারগার্টেনে ধ্বংস শিশুর ভবিষ্যৎ টিসিবির জন্য কেনা হবে ৫৪২ কোটি টাকার তেল সৌদি আরব-মরক্কো থেকে ৪৬৬ কোটি টাকার সার কিনবে সরকার জেলা হিসাবরক্ষণ কর্মকর্তাসহ ৫ জন দুদকের হাতে গ্রেফতার টিপাইমুখ বাঁধ দেয়ার প্রতিবাদ করায় ইলিয়াস আলী গুম হন- রিজভী কনটেইনারবাহী জাহাজ চলবে দুই বন্দরে
জ¦ালানি বিভাগ সংশ্লিষ্ট সূত্রের তথ্য *  ৭৬২ মিলিমিটার গ্যাস পাইপলাইন ইতোমধ্যে জিটিসিএলের নেটওয়ার্কে যুক্ত হয়েছে *ষদক্ষিণাঞ্চলে গ্যাস সরবরাহের জন্য দুই প্রান্তে ১১০ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন তৈরির উদ্যোগ নেয়া হয়েছে * ষপ্রকল্প বাস্তবায়নে সমীক্ষা পরিচালনা করলেও প্রয়োজনীয় অর্থের সংস্থান করতে পাচ্ছে না জিটিসিএল

অলস পড়ে আছে পদ্মা সেতুর গ্যাস পাইপলাইন

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৪ ১১:০০:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৪ ১১:০০:০৫ পূর্বাহ্ন
অলস পড়ে আছে পদ্মা সেতুর গ্যাস পাইপলাইন
অলস পড়ে রয়েছে বিপুল টাকায় নির্মিত পদ্মা সেতুর গ্যাস পাইপলাইন২০২২ সালের জুন থেকে পদ্মা সেতুতে যানবাহন চলাচল শুরু হয়এরও প্রায় তিন মাস আগে সম্পন্ন হয় গ্যাস পাইপলাইনের নির্মাণ কাজতবে ২০২৩ সালে তা রাষ্ট্রায়ত্ত গ্যাস সঞ্চালনকারী সংস্থা গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) কাছে হস্তান্তর করা হয়পদ্মা সেতুর ওপর নির্মিত ৭৬২ মিলিমিটার গ্যাস পাইপলাইনটি ইতোমধ্যে জিটিসিএলের নেটওয়ার্কে যুক্ত হয়েছেসংস্থাটি এর রক্ষণাবেক্ষণও করছে সংস্থাটিএখন দক্ষিণাঞ্চলে গ্যাস সরবরাহের জন্য দুই প্রান্তে ১১০ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন তৈরির উদ্যোগ নেয়া হয়েছেপরিকল্পনাধীন এ পাইপলাইনটি কুমিল্লার লাঙ্গলবন্দ থেকে শুরু হয়ে মাওয়া এসে যুক্ত হবে পদ্মা সেতুর পাইপলাইনেসেতু পার হয়ে জাজিরা থেকে লাইনটি টেকেরহাট হয়ে চলে যাবে গোপালগঞ্জ পর্যন্তপ্রাথমিক প্রাক্কলন অনুযায়ী এ সঞ্চালন লাইন নির্মাণে খরচ হতে পারে ২ হাজার ৩৬০ কোটি টাকাবর্তমানে প্রকল্পটি বাস্তবায়নের জন্য একটি সমীক্ষা পরিচালনা করলেও প্রয়োজনীয় অর্থের সংস্থান করতে পাচ্ছে না জিটিসিএল¦ালানি বিভাগ সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়
সংশ্লিষ্ট সূত্র মতে, সরকার দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পাইপলাইনের মাধ্যমে গ্যাসের সংযোগ দিতে চাচ্ছেমূল উদ্দেশ্য গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, সার কারখানা, বাণিজ্যিক ও শিল্পপ্রতিষ্ঠানগুলোতে গ্যাস সরবরাহওই লক্ষ্যে পদ্মা সেতুতে বসানো হয়েছে ৬ দশমিক ১৫ কিলোমিটার গ্যাস পাইপলাইনব্যয় হয়েছে ২৭৪ কোটি টাকারও বেশিতবে সেতুর দুই প্রান্তে সংযোগ না থাকায় পাইপলাইনটি কোনো কাজেই আসছে নাবরং দুই বছরের বেশি সময় ধরে অলস পড়ে আছেএমনকি পদ্মা সেতুর সংযোগ গ্যাস পাইপলাইনের কাজ কবে নাগাদ শুরু হবে তার কোনো দিনক্ষণও জানাতে পারছে না জিটিসিএল কর্তৃপক্ষবরং বলা হচ্ছে, প্রকল্পটিতে অর্থায়নের জন্য জিটিসিএল মন্ত্রণালয়ে পাঠিয়ে ছিলকিন্তু এখন পর্যন্ত মন্ত্রণালয় থেকে কোনো সাড়া পাওয়া যায়নিএখন অর্থায়নটাই হলো মূল সমস্যাএখানে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) অর্থায়ন করবে, নাকি বাংলাদেশ সরকার করবে, সে সম্পর্কে কোনো সুনির্দিষ্ট দিকনির্দেশনা পাওয়া যাচ্ছে নাএমন পরিপ্রেক্ষিতে আপাতত পদ্মা সেতুর ওপর নির্মিত গ্যাস পাইপলাইনটি ব্যবহার করা সম্ভব হচ্ছে নাপদ্মা সেতু বা এ ধরনের বড় বড় অবকাঠামো তৈরির ক্ষেত্রে সুদূরপ্রসারী পরিকল্পনা করতে হয়ভবিষ্যতে পদ্মা সেতুর ওপর দিয়ে গ্যাস সঞ্চালন যেন করা যায়, সেজন্যই এ পাইপলাইনটি তৈরি করে রাখা হয়েছেএখন লাঙ্গলবন্দ থেকে মাওয়া, মাওয়ার পর পদ্মা সেতু, পদ্মা সেতু পার হয়ে জাজিরা থেকে গোপালগঞ্জ পর্যন্ত গ্যাস সঞ্চালন লাইন হবেপদ্মা সেতুর ওপরে লাইনটি বানানো আছেযদি জিটিসিএল অর্থায়ন পায় অথবা সরকার যদি প্রকল্পটিতে প্রাধান্য দেয়, তাহলে দ্রুতই পাইপলাইনটি তৈরি করে ফেলা সম্ভব হবেসূত্র জানায়, লাঙ্গলবন্দ-গোপালগঞ্জ পাইপলাইনই নয়, দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গ্যাস সংযোগ দিতে জিটিসিএলের আরো পাঁচটি প্রকল্প পরিকল্পনাধীন রয়েছেপদ্মা সেতুর গ্যাস পাইপলাইন দিয়ে সেগুলোয় গ্যাস সরবরাহ করা হবেপ্রকল্পগুলো হলো পায়রা-বরিশাল ও বরিশাল-খুলনা সঞ্চালন লাইন, টেকেরহাট-ফরিদপুর ও টেকেরহাট-বরিশাল সঞ্চালন লাইন, খুলনা-গোপালগঞ্জ-টেকেরহাট সঞ্চালন লাইন, ভোলা-বরিশাল সঞ্চালন লাইন ও সাতক্ষীরা-খুলনা সঞ্চালন লাইনপ্রকল্পগুলোর মাধ্যমে নির্মাণ করা হবে ৫৮২ কিলোমিটার গ্যাস সঞ্চালন লাইনখরচ হবে প্রায় সাড়ে ৯ হাজার কোটি টাকা২০৩৪ সালের মধ্যে এগুলোর কাজ শেষ করার লক্ষ্য থাকলেও এখন পর্যন্ত কোনোটিতেই অর্থায়ন নিশ্চিত করতে পারেনি জিটিসিএলএদিকে জ¦ালানি বিশেষজ্ঞদের মতে, গ্যাসের সঞ্চালন পাইপলাইনের এসব প্রকল্প সরকারের অযৌক্তিক ও সমন্বয়হীন পরিকল্পনাউন্নয়নকে ঘিরে যদি এসব প্রকল্প নেয়া হয়, তাহলে সমন্বয়ের মাধ্যমে এসব প্রকল্প বাস্তবায়ন করতে হবেগ্যাসের নতুন সঞ্চালন লাইনে একদিকে যেমন গ্যাস দেয়া যাচ্ছে না, তেমনি সঞ্চালন লাইনের অভাবে বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রাখা হচ্ছেএ ছাড়া স্থানীয় গ্যাসের উৎসের বাড়তি জোগান নেইএলএনজিকে কেন্দ্র করে পাইপলাইনে বিপুল অংকের বিনিয়োগ আর্থিকভাবে ফলপ্রসূ হবে নাএতে জ¦ালানি বিভাগের চাপ আরো বাড়বেপাশাপাশি দুই বছরের বেশি সময় ধরে পদ্মা সেতুর গ্যাস সঞ্চালন পাইপলাইনটি অলস পড়ে থাকার কারণ হিসেবে প্রকল্পগুলো বাস্তবায়নে সমন্বয়হীনতাকে দায়ী করছেন অবকাঠামো বিশেষজ্ঞরামূলত কতটা গ্যাস উৎপাদন করা হয় আর কতটা আমদানি করা হয় তার ভিত্তিতে সরবরাহ পরিকল্পনা করা উচিতদক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রায় এক ডজন অর্থনৈতিক অঞ্চলের কথা বলা হচ্ছেসেখানে গ্যাস সরবরাহের সক্ষমতা রয়েছে কিনা সেটাও দেখা উচিতসামগ্রিকভাবে পদ্মা সেতুর গ্যাস পাইপলাইন নির্মাণে সমন্বয় বা পরিকল্পনার ঘাটতি আছেপদ্মা সেতুর গ্যাস পাইপলাইনে মোটা অংকের বিনিয়োগ হয়েছেকিন্তু এর সুফল প্রলম্বিত হয়ে যাচ্ছেএর বদলে তাৎক্ষণিকভাবে সুফল পাওয়া যাবে, এমন প্রকল্পে বিনিয়োগ করলে তা বাংলাদেশের অর্থনীতির জন্য বেশি ভালো হতোঅন্যদিকে এ বিষয়ে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদাউস জানান, ‘নির্মাণকাজ শেষ করে গ্যাস পাইপলাইনটি জিটিসিএলের কাছে হস্তান্তর করা হয়েছেএটির সব দায়-দায়িত্ব এখন তাদেরতারাই এর রক্ষণাবেক্ষণ করবেতবে পদ্মা সেতুর ওপরে থাকা গ্যাস পাইপলাইনটির মালিকানা সেতু কর্তৃপক্ষের কাছেই থাকবেএটি ব্যবহারের জন্য জিটিসিএলের কাছ থেকে ট্যারিফ আদায় করবে সেতু কর্তৃপক্ষএজন্য আলাপ-আলোচনা শুরু হয়েছেএ প্রসঙ্গে জিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ বণিক বার্তাকে বলেন, সেতু কর্তৃপক্ষ পাইপলাইনটি জিটিসিএলের কাছে হস্তান্তর করেছেএখন সেটির যেসব রক্ষণাবেক্ষণের প্রয়োজন হচ্ছে সেগুলো জিটিসিএলই করছে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স