ঢাকা , রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ , ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নুরের ওপর হামলার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ নুরের ওপর হামলা গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ- অ্যাটর্নি জেনারেল একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না সাত বছর পর চীন সফরে গেলেন নরেন্দ্র মোদি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর- তারেক রহমান অদৃশ্য অরাজকতায় ষড়যন্ত্রের আভাস পোরশায় সবজি বাজারে ঊর্ধ্বগতি, কিনতে ক্রেতাদের পকেট খালি ধানের প্রকৃত নামেই চাল বাজারজাত করতে হবে গোমস্তাপুরে হাঁস পালন করে ভাগ্য পরিবর্তন, তরুণদের অনুপ্রেরণা শরিফুল ইসলাম গোমস্তাপুরে বারোমাসি আম চাষে সাফল্যের গল্প নির্বাচনী রোডম্যাপ নিয়ে দু-একটি দল ধোঁয়াশা সৃষ্টি করছে-সালাহউদ্দিন আহমদ ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছে ইসি রোডম্যাপ ঘোষণা সুষ্ঠু নির্বাচন ভন্ডুলের নীল নকশা-তাহের আদালতের প্রতি ‘আস্থা’ নেই বলে জামিন চাননি লতিফ সিদ্দিকী বিচার-সংস্কার নির্বাচনের মুখোমুখি গ্রহণযোগ্য নয়-সাকি তথ্য ক্যাডারে অসন্তোষ হতাশা সিনিয়রদের নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে-মির্জা ফখরুল আমরা পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরতে চাই না : পররাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী রোডম্যাপ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ

ডিবি হেফাজতে জোর করে বিবৃতির বিষয়টিকে গুজব বললেন হারুন

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৪ ১০:৫৫:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৪ ১০:৫৫:২৩ পূর্বাহ্ন
ডিবি হেফাজতে জোর করে বিবৃতির বিষয়টিকে গুজব বললেন হারুন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কে বিবৃতি দিতে জবরদস্তি করা হয়েছে বলে যে অভিযোগ উঠেছে সেটিকে গুজব বলছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদতিনি জানান, নিরাপত্তা ও জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতে নিয়েছিল ডিবিতারা ভালো আছেন, সেটা তাদের পরিবারের সদস্যরাও এসে দেখে গেছেনশিগগিরই তাদের ছেড়ে দেয়া হবেগতকাল সোমবার বেলা পৌনে ৩টায় রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ের প্রধান ফটকে সাংবাদিকদের এসব কথা বলেন হারুন অর রশিদডিবিপ্রধান বলেন, কোটা সংস্কার আন্দোলন বন্ধে জোর করে ছয় সমন্বয়কদের দিয়ে বিবৃতি দেয়ার অভিযোগটি গুজবযারা এই গুজবটি ছড়িয়েছেন তাদের প্রতি অনুরোধ গুজব ছড়াবেন নাডিবি একটি আস্থার জায়গাসেখানে কাউকে আটকে রাখা হয় নাজোর করে বিবৃতি নেয়া হয় নাতারা বরং অনুভব করেছে সরকার তো সব দাবি মেনেই নিয়েছেতারা আমাদের কাছে লিখিতভাবে বলেছেযে কারণে তারা তাদের আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেহারুন বলেন, আমরাও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, ছাত্র ছিলামএই ছয় সমন্বয়ক যাদেরকে নিরাপত্তার স্বার্থে আমরা এখানে এনেছিতারা আমাদের সঙ্গে আছেএই সমন্বয়কারীদের ঘিরে অনেক গুজব চলছেআমরা তাদের পরিবারের সঙ্গে কথা বলেছিলামতাদের পরিবার ও সমন্বয়কদের নিরাপত্তাহীনতার কারণে আমরা নিয়ে এসেছিইতোমধ্যে আজকে ডিবি হেফাজতে থাকা ছয় সমন্বয়কের পরিবার কিন্তু বলেছে ওরা ভাল আছেওদের পরিবার কিন্তু কাল রাতে এসেছিলআজকেও ডিবিতে এসেছেনতারা নিজেরাও দেখেছেন ওরা কেমন আছেপুলিশ কর্মকর্তা হিসেবে আমরা মনে করি যদি কোনও ব্যক্তি নিরাপত্তাহীনতা বোধ করেন, আমাদের কাছে আসেন তাহলে আমাদের দায়িত্বের মধ্যে পড়ে তাদের দেখভাল করাসেটাই আমরা করছিগত রোববার রাতে ওই ছয় শিক্ষার্থীর পরিবার অভিযোগ করেছেন তাদের সঙ্গে তাদের সন্তানদের দেখা করতে দেয়া হয়নি, এখন তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হবে কিনা জানতে চাইলে হারুন আর রশিদ বলেন, এটা ঠিক নয়, গত রোববার রাতেও পরিবারের লোকজন ডিবিতে এসেছে, দেখা করেছেগতকাল ও দেখা করেছে, কথা বলেছে, সন্তুষ্টির প্রকাশ করেছেওরা যে ভালো আছে সেজন্য ধন্যবাদ দিয়েছেআপনারা জানেন, এই কোটাবিরোধী আন্দোলনটা করেছিল কোমলমতি শিক্ষার্থীরাতাদের ভেতরে ঢুকে একটি গোষ্ঠী জামায়াত-বিএনপি চক্র ধ্বংসাত্মকমূলক কাজ করেছেপুলিশ সদস্যকে ঝুলিয়ে হত্যা, মানুষ হত্যা করেছেরাষ্ট্রীয় স্থাপনাগুলোতে আগুন লাগিয়েছেআমরা মনে করি, যদি আবার চক্রান্তকারীরা ঘোলা পানিতে মাছ ধরার চেষ্টা করে তাহলে, এই সমন্বয়কদের নিরাপত্তাহীনতা তৈরি হতে পারেসেজন্য তাদের নিরাপত্তার বিষয়টি আমাদের দেখা দরকার
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স