ঢাকা , শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ , ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সরকার সংস্কার কমিশন করলেও নদীর ক্ষেত্রে প্রতিফলন নেই-আনু মুহাম্মদ বাড্ডায় কিশোর গ্যাংয়ের সংঘর্ষে নিহত ১ আইন-শৃঙ্খলা রক্ষায় বিপুল খরচেও কমানো যাচ্ছে না নানামুখী আতঙ্ক রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হওয়ার আশঙ্কা সেই শিশু আছিয়া না ফেরার দেশে ধর্ষণে আতঙ্ক -উদ্বেগ ভারতকে অযাচিত বিভ্রান্তিকর মন্তব্যের পুনরাবৃত্তি রোধ করতে বলল ঢাকা প্রধান উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন ২৬ মার্চ সালমান এফ রহমানসহ ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা খরায় পুড়ছে চা-বাগান উৎপাদন নিয়ে শঙ্কা ইফতারিতে দই-চিড়ার জাদু একরাতে দু’জনকে কুপিয়ে হত্যা এলাকায় আতঙ্ক স্বাভাবিক নিত্যপণ্যের বাজার, সংকট সয়াবিনে মামলা থেকে স্বামীর নাম বাদ দেয়ার কথা বলে স্ত্রীকে ধর্ষণ ছেঁউড়িয়ায় শুরু লালন স্মরণোৎসব দোহাজারীতে বাসচাপায় ৩ জন নিহত হেনস্তার পর ছাত্রীকে ফেলে দিলো দুর্বৃত্তরা ৫৬০ মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম ভ্যাট দেয় না বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান পরনের কাপড় টিভি ফ্রিজ খাট টাকা সব পুড়ে শেষ বস্তিতে আগুন
আজ যৌথসভায় আলোচনা হতে পারে কোটা সংস্কার আন্দোলন মোকাবিলায় ব্যর্থতার চুলচেরা বিশ্লেষণ

বিরোধীদের প্রতিরোধে যে বার্তা দিচ্ছে আ’লীগ

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৪ ১১:০৫:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৪ ১২:৫৩:৩৭ পূর্বাহ্ন
বিরোধীদের প্রতিরোধে যে বার্তা দিচ্ছে আ’লীগ
দলীয়প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে টানা চার মেয়াদে ক্ষমতায় থাকা দল আওয়ামী লীগ উন্নয়ন আর অগ্রযাত্রায় একধাপ এগিয়ে চলেছেপদ্মাসেতু ও মেট্টোরেলসহ অসংখ্য দৃশমান উন্নয়নে চমক দেখিয়ে সাহসিকতার পরিচয় দিয়েছেন শেখ হাসিনাপ্রশংসিত হয়েছেন দেশের গণ্ডি ছাড়িয়ে বহির্বিশ^ দরবারেওতবে সম্প্রতি শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের দেশজুড়ে ঘটে যাওয়া তাণ্ডবলীলা-সহিংস ঘটনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে আওয়ামী লীগএ নিয়ে আজকের যৌথসভায় চুলচেরা বিশ্লেষণ হতে পারেদলের নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের সঙ্গে আলাপকালে এমন আভাস পাওয়া গেছে
আজ মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা অনুষ্ঠিত হবেএই সভায় ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, ঢাকা জেলা আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক, ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রদের নিয়ে এই যৌথসভায় বসছে আওয়ামী লীগএতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরইতোমধ্যে গত রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন দলের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়াএকইসঙ্গে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন তিনিদলীয় সূত্রে জানা গেছে, ঢাকাসহ সারাদেশে রাজনৈতিক দুর্বলতা নিয়ে বড়-ছোট বৈঠক অব্যাহত রাখবে আওয়ামী লীগঢাকা শেষ করে সারাদেশের বিভিন্ন পর্যায়েও বৈঠক শুরু করবে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বতবে এই প্রথম কেন্দ্রীয় নেতৃত্বকে চাপ সৃষ্টি করছেন আওয়ামী লীগের কর্মী-সমর্থকরাকোনো কোনো কেন্দ্রীয় নেতার প্রতি আস্থা হারানোর মতো চিত্রও ফুটে উঠেছে কর্মী-সমর্থক একাংশের মধ্যেযদিও অনেকে বলছেন, শিক্ষার্থীদের কোটা আন্দোলন হাইজ্যাক করে বিএনপি-জামায়াত-জঙ্গিরা অপরাজনীতি করতে না পারে সে বিষয়ে ছাত্র-ছাত্রীদের সজাগ থাকতে হবেকোটা আন্দোলনকে পুঁজি করে বিএনপি-জামায়াত-জঙ্গি অশুভ শক্তির সন্ত্রাস, অগ্নিসংযোগ, নৈরাজ্য রাজনীতির বিরুদ্ধে জাতীয় ঐক্যমত গড়ে তোলার আহবান জানান কেন্দ্রীয় নেতারাতারা দেশে-বিদেশে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র রুখে দিতে ছাত্রসমাজের প্রতি আহবান জানানএ বিষয়ে কথা হয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এক সদস্যের সঙ্গেনাম প্রকাশ না করে তিনি বলেন, দুর্বলতা চিহ্নিত করা ও প্রতিকারের উপায় বের করার জন্যই এ সভা ডাকা হয়েছেতবে অন্য সময়ের মতোই এ সভাগুলো নিষ্ফল হবে বলে তিনি মনে করেনতিনি বলেন, আমরা প্রায় সবসময়ই যৌথসভা, সাংগঠনিক সভায় বসিকিন্তু সেসব সভায় কোনো আলোচনা ছাড়াই একটি বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়ে যেতসামনের সভাগুলোর অবস্থাও যদি ১৫ মিনিটের আলোচনায় শেষ হয়ে যায় তাহলে কোনো লাভ হবে নাবৈঠকগুলো কার্যকর হতে হবেতবে বৈঠক করে খুব উন্নতি করা সম্ভব হবে না বলে মনে করেন আওয়ামী লীগের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে উপকমিটির এক সদস্য নাম প্রকাশ না করে বলেন, এগুলো মূলত দুর্বলতা ঢাকার এক ধরনের কৌশলতার দাবি, গত ১৫ বছরে দলের মধ্যে একটি শ্রেণি গড়ে উঠেছেতারা ছোট্ট ছয়টি শব্দ দিয়ে রাজনীতি করছে কত নেবা, কত দিবা ও কত খাবা? এ ছয়টি শব্দের রাজনীতির চর্চা যারা করে তাদের দল থেকে বের করতে না পারলে কোনো সুফল আসবে নাতিনি বলেন, এ ছয়টি শব্দের রাজনীতি করা সবাই প্রভাবশালী মন্ত্রী ও নেতাদের ছত্রছায়ায় বেড়ে উঠেছেএখন সিদ্ধান্ত নিতে হবে তারা থাকবেন না বঙ্গবন্ধুর আদর্শের কর্মী-সমর্থকরা থাকবেন? এ সিদ্ধান্ত আওয়ামী লীগকেই নিতে হবেএকই মতপোষন করেছেন আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের বড় একটি অংশতারা মনে করেন, লেনদেন পুঁজি করে যারা রাজনীতি করছেন তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে না পারলে সাংগঠনিক অবস্থা কখনোই ভালো হবে নাসংগঠনকে শক্তিশালী করতে হলে নির্মোহ হতে হবে, নির্মোহভাবে সিদ্ধান্ত নিতে হবেতা না-হলে ঐতিহ্যের আওয়ামী লীগ ঐতিহ্য ধরে রাখতে পারবে নাতারা বলছেন, দলকে শক্তিশালী করার বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করা হচ্ছেতবে এখন লক্ষ্য একটাই, তা হলো পরিস্থিতি সামাল দেওয়াদলীয়প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও দলের দুর্বলতা ওয়াকিবহাল হলেও তার ধ্যানজ্ঞান এখন দেশের পরিস্থিতি সত্যিকার অর্থেই স্বাভাবিক করে তোলাএমন মতের সমর্থক সভাপতিমণ্ডলীর এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে এ প্রতিবেদককে বলেন, কোটা আন্দোলনে দলের যে ভূমিকা তাতে অপূরণীয় ক্ষতি হয়েছেএ ক্ষতি পূরণ করতে হলে কর্মীদের মধ্য থেকে পরিবর্তনের যে আওয়াজ উঠছে সেটিকে গুরুত্ব দিতে হবেকর্মীদের আর্তনাদ শুনতে হবেতা না হলে নেতারা বিপদে পড়বে, দলকেও উদ্ধার করা সম্ভব হবে নাসময় এসেছে কর্মীদের পরামর্শ গ্রহণ করারএকইসুরে কথা বলেছেন দলের সম্পাদকমণ্ডলীর এক সদস্যতিনি নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত ১৫ বছর নেতাদের সিদ্ধান্তমতো কর্মীরা পরিচালিত হয়েছেএখন এমন সময় সামনে এসেছে কর্মীদের পরামর্শ গ্রহণ না করলে অপূরণীয় ক্ষতি হবেতিনি বলেন, যেখানেই যাচ্ছি কর্মী-সমর্থকদের দাবি শুনতে পাচ্ছি সংগঠন সাজাতে হবেসংগঠন শক্তিশালী না করলে কোনো কিছুই ঠিক থাকবে নাতবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ বলেন, কর্মী-সমর্থকরা বেশ সোচ্চার সংগঠন শক্তিশালী করার ব্যাপারেঅনেকেই ফোন করে, মেসেজ দিয়ে সরাসরি দেখা হলে অনেকটা আকুতির ভঙ্গিতেই দল শক্তিশালী করার দাবি তুলছেনকর্মীরাই আওয়ামী লীগের প্রাণ, ফলে নিশ্চয়ই কিছু একটা হবেএকইকথা বলেছেন দলের আরেক সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনতিনি বলেন, সামনের দিনগুলোতে আওয়ামী লীগকে অনেক কাজ করতে হবেএখন তারই কর্মপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স