ঢাকা , শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ , ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বিএসএফ মহাপরিচালকের ব্যাখ্যায় দ্বিমত বিজিবির ডিজির ১৪ সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন মৎস্য ভবনের সামনে সড়ক অবরোধ প্রকৌশল শিক্ষার্থীদের শিশু ধর্ষণ আশঙ্কাজনক বৃদ্ধিতে গভীর উদ্বেগ সিলেটে পুকুর থেকে সাদাপাথর উদ্ধার ভোলাগঞ্জের পাথর লুট করে ১৫০০-২০০০ ব্যক্তি বাংলাভাষী লোকজনকে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে দেশছাড়া করতে দেব না- মমতা রোডম্যাপকে স্বাগত জানাই-জোনায়েদ সাকি ইসির রোডম্যাপে খুশি বিএনপি-মির্জা ফখরুল ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা মেসির জোড়া গোলে ফাইনালে ইন্টার মায়ামি টাইব্রেকারে গ্রিমসবির কাছে হেরে বিদায় নিলো ম্যানইউ নতুন মাইলফলক স্পর্শ করলেন হামজা ‘মুসলিম হওয়ার কারণে অনেকে আমাকে টার্গেট করেন’ ভারতের ২৬ বিশ্বকাপ জেতার সুযোগ দেখছেন না শ্রীকান্ত নতুন ক্যাটাগোরিতে বেতন কত কমল বাবর-রিজওয়ানের? বড় ব্যবধানে হারলো সাকিবের ত্রিনবাগো নাইট রাইডার্স বাংলাদেশকে হারানো সহজ হবে না: স্কট এডওয়ার্ডস রাকসু নির্বাচনের তফসিল ৩য় বারের মতো পুনর্বিন্যস্ত পিছিয়েছে ভোট জকসু নির্বাচনে বয়সসীমা থাকছে না

ভেনেজুয়েলায় বিতর্কিত নির্বাচনে মাদুরোকে জয়ী ঘোষণা

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৪ ১০:১৪:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৪ ১০:১৪:৪১ অপরাহ্ন
ভেনেজুয়েলায় বিতর্কিত নির্বাচনে মাদুরোকে জয়ী ঘোষণা
জনতা ডেস্ক
ভেনেজুয়েলার বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে নিকোলাস মাদুরো জয়ী হয়েছেন। নির্বাচনী পরিষদের ঘোষিত আংশিক ফলাফল অনুযায়ী এ তথ্য জানানো হয়েছে। তবে ভেনেজুয়েলার বিরোধীরা মাদুরোকে বিজয়ী বলে দেওয়া এই ঘোষণা প্রত্যাখ্যান করেছে। গতকাল সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ভেনেজুয়েলার নির্বাচনী কর্তৃপক্ষ ন্যাশনাল ইলেক্টোরাল কাউন্সিলের (সিএনই) প্রধান এলভিস আমোরোসো বলেছেন, ৮০ শতাংশ ব্যালট গণনা করা হয়েছে এবং প্রেসিডেন্ট মাদুরো ৫১.২ শতাংশ ভোট পেয়েছেন। অন্যদিকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৪৪.০২ শতাংশ ভোট। সিএনই প্রধান এলভিস আমোরোসো প্রেসিডেন্ট মাদুরোর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত।
এদিকে ভেনেজুয়েলার বিরোধী দল সিএনই-এর ঘোষণাকে প্রতারণামূলক বলে প্রত্যাখ্যান করেছে এবং ফলাফলকে চ্যালেঞ্জ করার প্রতিশ্রুতি দিয়েছে। তারা বলেছে, তাদের প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজ ৭০ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন এবং তিনিই আসলে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বলে তারা জোর দিয়েছেন। বিরোধীরা বলেছে, তারা প্রাপ্ত ভোটের সংখ্যা, সেইসাথে এক্সিট পোল এবং দ্রুত গণনা অনুযায়ী দেখা যাচ্ছে- এডমুন্ডো গঞ্জালেজ ক্ষমতাসীনদের চেয়ে ৪০ শতাংশ পয়েন্টে এগিয়ে রয়েছেন।
মূলত গত ১১ বছর ক্ষমতায় থাকার পর প্রেসিডেন্ট মাদুরোকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে গঞ্জালেজের পেছনে বিরোধী দলগুলো ঐক্যবদ্ধ হয়েছিল। নির্বাচনের আগে পরিচালিত জনমত জরিপেও দেখা গেছে, এডমুন্ডো গঞ্জালেজ নির্বাচনে প্রেসিডেন্ট মাদুরোকে পরাজিত করবেন। গত ২৫ বছর ধরে ভেনেজুয়েলায় ক্ষমতায় রয়েছে সমাজতান্ত্রিক পিএসইউভি পার্টি। প্রথমে প্রয়াত প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের নেতৃত্বে এবং ২০১৩ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে শ্যাভেজের মৃত্যুর পর নিকোলাস মাদুরোর শাসনাধীনে রয়েছে দেশটি। দেশটির অনেক ভোটার বলছেন, তারা পরিবর্তন চান। এছাড়া সরকার নির্বাচনে জালিয়াতি করতে পারে বলে ব্যাপক আশঙ্কা থাকলেও বিরোধীরা আশা করেছিল, তাদের নেতৃত্ব এতটাই বিশ্বাসযোগ্য হবে যে, মাদুরো প্রশাসনের ‘নির্বাচন কারচুপি’ করার যেকোনও প্রচেষ্টাকে ব্যর্থ হয়ে যাবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ভেনেজুয়েলার জাতীয় নির্বাচনী কাউন্সিলের ফলাফল ঘোষণা করার পর সেটি নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ঘোষিত ফলাফল ভেনেজুয়েলার জনগণের ইচ্ছা বা ভোটকে প্রতিফলিত করে না বলে যুক্তরাষ্ট্রের গুরুতর উদ্বেগ রয়েছে। চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিকও বলেছেন, এই ফলাফলটিকে ‘বিশ্বাস করা কঠিন’ বলে মনে করছেন তিনি। এছাড়া উরুগুয়ের প্রেসিডেন্ট মাদুরো সরকার সম্পর্কে বলেছে: ‘প্রকৃত ফলাফল নির্বিশেষে তারা ‘জিততে’ যাচ্ছে।’
এদিকে জয়ী ঘোষণার পর মাদুরোর মিত্ররা তাকে বেশ দ্রুতই অভিনন্দন জনিয়েছে। কিউবার প্রেসিডেন্ট বলেছেন, ‘চাপ ও কারসাজির বিরুদ্ধে জয়ী হয়েছে ভেনেজুয়েলার জনগণের মর্যাদা ও সাহসিকতা।’ অবশ্য প্রেসিডেন্ট মাদুরো আগেই বলেছিলেন, এবারের নির্বাচনে তিনি যেকোনও মূল্যে জিতবেন। এছাড়া সুষ্ঠু ও নিরপেক্ষ না হওয়ার অভিযোগে ২০১৮ সালের নির্বাচনও প্রত্যাখ্যান করেছিল বিরোধীরা।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য