ঢাকা , বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫ , ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
হেরা ফেরি ৩-তে ফিরছেন টাবু বাশার-তিশার নতুন রোমান্সের গল্প ‘বসন্ত বৌরি’ ওজন কমাতে সার্জারি, প্রাণ গেল মেক্সিকান ইনফ্লুয়েন্সারের ‘স্কুইড গেম’ অভিনেত্রী লি জু-শিল আর নেই বিচ্ছেদের পর ফের নতুন প্রেম খুঁজছেন মালাইকা অরোরা? দেশের প্রেক্ষাগৃহে ‘বলী’ আসছে ৭ ফেব্রুয়ারি হামলার পর প্রথমবার জনসমক্ষে সাইফ আলী খান অবশেষে প্রকাশ্যে এলো চিত্রনায়িকা পপির স্বামী-সন্তানসহ ছবি সমালোচনা সহ্য না হলে উপদেষ্টা পদ ছেড়ে রাজনৈতিক দল করেন-রিজভী লালমনিরহাটে বিয়ে করে ফেরার পথে বরের মৃত্যু পুঁজি রক্ষার আন্দোলনে বিনিয়োগকারীরা বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কমাতে, একীভূতকরণে নজর দেয়ার সুপারিশ বিদেশি বিনিয়োগ কমেছে আরও কমার আশঙ্কা বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে কিশোরের পা বিচ্ছিন্ন ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক সহকারী নিহত জগন্নাথ হলে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শনে দুই উপদেষ্টা রমজান মাসে গ্যাস বিদ্যুতের বড় সংকটের শঙ্কা বাংলাদেশকে সহায়তা করছে ব্রিটিশ সংস্থা তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ধৈর্য ধরতে হবে-নাহিদ ইসলাম লোকজনকে অতিষ্ঠ করে ফেলছে তিতুমীরের শিক্ষার্থীরা-স্বরাষ্ট্র উপদেষ্টা

কুমিল্লা-বুড়িচং-ব্রাহ্মণপাড়া সড়কে সন্ধ্যা হলেই ভাড়া দ্বিগুণ

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৪ ১২:৪৪:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৪ ১২:৪৪:৩০ অপরাহ্ন
কুমিল্লা-বুড়িচং-ব্রাহ্মণপাড়া সড়কে সন্ধ্যা হলেই ভাড়া দ্বিগুণ
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা-বুড়িচং- ব্রাহ্মণপাড়া- মিরপুর সড়কে নামমাত্র বাস চলাচল করলেও এই সড়কে দাপিয়ে বেড়াচ্ছে সিএনজি (অটো রিকশা) ও ব্যাটারি চালিত রিকশাপ্রতিদিন এ সড়কে প্রায় ২ থেকে ৩ হাজার যানবাহন চলাচল করছে
দ্রুত আসা-যাওয়ার সুবিধা হওয়ায় এসব যানবাহনের চাহিদা বৃদ্ধি পাচ্ছেকুমিল্লা থেকে বুড়িচং - ব্রাহ্মণপাড়া উপজেলা কাছাকাছি হওয়ায় অফিসে বিভিন্ন দফতরের কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ মানুষের চলাচল এ সড়কে বেশি
দুই উপজেলার মানুষের চলাচলকে কেন্দ্র করে কিছু অসাধু সিএনজি (অটোরিকশা) চালকরা এ সড়কে ভাড়া নৈরাজ্য সৃষ্টি করে চলছেতাদের ইচ্ছামতো বাড়তি ভাড়া আদায় করছেপ্রশাসন এবিষয়ে কোনো উদ্যোগ বা পদক্ষেপ নিচ্ছে না বলে সাধারণ মানুষের অভিযোগ এবং ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়

এক ভুক্তভোগী যাত্রী আহাদ মিয়া (শ্রমিক) জানান, তিনি প্রতিদিন ব্রাহ্মণপাড়া উপজেলা থেকে জেলা সদরে জীবিকা নির্বাহের জন্য  যাতায়াত করেনতার মতো আরো অনেক মানুষ রয়েছেনপ্রতিদিন সকাল, সন্ধ্যা,রাতে আমাদের মতো শত শত মানুষ এ সড়কে যাতায়াত করেনবাস চলাচল করে নামে মাত্রযার ফলে আমরা নিভর্রশীল হয়ে পড়ছি সিএনজি, অটো রিকশায়এই সুযোগে কিছু অসাধু সিএনজি, অটোরিকশা চালক তারা তাদের ইচ্ছা মতো ভাড়া আদায় করছেপ্রতিবাদ করলে ঝগড়া করে, কোনো কোন পর্যায়ে মারামারির ঘটনাও ঘটেযেন এসব দেখার  কেউ নেই
অপরদিকে, এসব যানবাহনের অধিকাংশের নেই লাইসেন্স এবং চালকদের নেই যথাযথ প্রশিক্ষণ, অভিজ্ঞতাঅদক্ষ ড্রাইভার আর বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে প্রায় ঘটছে দুর্ঘটনাসরেজমিনে গিয়ে দেখা যায়, কুমিল্লা -বুড়িচং সড়কে একটু আকাশ মেঘলা হলে বা বৃষ্টি হলে ভাড়া বৃদ্ধি, গাড়ি কম থাকলে, যাত্রী কম থাকলে বা যাত্রী বেশি হলে এবং সন্ধ্যা হলে কে শুনে কার কথা, ৩০ টাকার ভাড়া ৫০ থেকে ৬০টাকাআর বৃহস্পতিবার হলে তো আর কথাই নেইতাদের ইচ্ছা মতো ভাড়া আদায় করবেই
কুমিল্লা-বুড়িচং-ব্রাহ্মণপাড়া ভাড়ার নির্ধারিত চাট থাকলেও এসব  মানতে নারাজ চালকরাশাসনগাছা থেকে নির্ধারিত সিএনজি ভাড়া ৫০ টাকা হলেও প্রায় সময় ৭০, ৮০ ও ১০০ টাকা করে ভাড়া আদায় করছে তারাকুমিল্লা থেকে বুড়িচং ৩০ টাকা ভাড়া হলেও প্রায় সময় ৪০-৫০ টাকা আদায় করছে, কখনো ১০০ টাকা করে ভাড়া আদায় করা হচ্ছে
সিএনজি চালক মো. সুমন জানান, কিছু ডাইভার বাড়তি ভাড়া নিচ্ছে ঠিকইতবে, আমরা কি করব সারাদিন পরিশ্রম করে গ্যাস নিতে অনেক সময় ব্যয় করতে হয়তাও অনেক পাম্পে যাওয়া যায় না সেখানে পুলিশ হয়রানি করেগ্যাস এনে ২-৩ সিঙ্গেল চালাতে  পারছি নাতাই চালকরা বাধ্য হয়ে বেশি ভাড়া নিচ্ছেএ ব্যাপারে বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তারের সাথে কথা বললে তিনি জানান, আমরা বিভিন্ন বাজারে, গুরুত্বপূর্ণ জায়গায় ভাড়ার নির্ধারিত চাট টাঙ্গিয়ে দিয়েছিঅভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছেতারপরও অতিরিক্ত ভাড়া নেওয়া হলে আইনি ব্যবস্থা নেয়া হবে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য