ঢাকা , রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ , ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নুরের ওপর হামলার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ নুরের ওপর হামলা গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ- অ্যাটর্নি জেনারেল একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না সাত বছর পর চীন সফরে গেলেন নরেন্দ্র মোদি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর- তারেক রহমান অদৃশ্য অরাজকতায় ষড়যন্ত্রের আভাস পোরশায় সবজি বাজারে ঊর্ধ্বগতি, কিনতে ক্রেতাদের পকেট খালি ধানের প্রকৃত নামেই চাল বাজারজাত করতে হবে গোমস্তাপুরে হাঁস পালন করে ভাগ্য পরিবর্তন, তরুণদের অনুপ্রেরণা শরিফুল ইসলাম গোমস্তাপুরে বারোমাসি আম চাষে সাফল্যের গল্প নির্বাচনী রোডম্যাপ নিয়ে দু-একটি দল ধোঁয়াশা সৃষ্টি করছে-সালাহউদ্দিন আহমদ ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছে ইসি রোডম্যাপ ঘোষণা সুষ্ঠু নির্বাচন ভন্ডুলের নীল নকশা-তাহের আদালতের প্রতি ‘আস্থা’ নেই বলে জামিন চাননি লতিফ সিদ্দিকী বিচার-সংস্কার নির্বাচনের মুখোমুখি গ্রহণযোগ্য নয়-সাকি তথ্য ক্যাডারে অসন্তোষ হতাশা সিনিয়রদের নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে-মির্জা ফখরুল আমরা পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরতে চাই না : পররাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী রোডম্যাপ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ

সমন্বয়কদের নিয়ে পরিবারকে দুশ্চিন্তা না করার অনুরোধ হারুনের

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৪ ১১:৪৫:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৪ ১১:৪৫:২০ পূর্বাহ্ন
সমন্বয়কদের নিয়ে পরিবারকে দুশ্চিন্তা না করার অনুরোধ হারুনের
নিরাপত্তার স্বার্থে কোটা আন্দোলনের যে পাঁচ সমন্বয়কদের ডিবি হেফাজতে নিয়ে আসা হয়েছে, তাদের নিয়ে দুশ্চিন্তা না করতে পরিবারের কাছে অনুরোধ জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদগতকাল রোববার নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘কোটা আন্দোলনকে কেন্দ্র করে যারা ধ্বংসলীলা চালিয়েছে, বিভিন্ন স্থাপনায় আগুন লাগিয়েছে, এসব দুর্বৃত্ত ও জামায়াত-শিবিরের চক্রকে ধরার দায়িত্ব আমাদের কাছে আছেএর আগে গত শুক্রবার কোটা আন্দোলনের তিন সমন্বয়ককে নিরাপত্তার স্বার্থে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়গত সন্ধ্যায়ও দুজন সমন্বয়ককে নিরাপত্তার স্বার্থে নিয়ে আসা হয় ডিবি কার্যালয়েসংবাদ সম্মেলনে হারুন অর রশীদ বলেন, ‘কেউ যদি নিরাপত্তাহীনতায় ভোগে এবং তারা যদি বিভিন্ন জায়গায় বলে তাদের সঙ্গে যেকোনও সময় যেকোনও কিছু হতে পারে, এটা জানার পর আমাদের নৈতিক দায়িত্ব তাদের নিরাপদে নিয়ে আসাপ্রশ্ন আসতে পারে, শুধু তাদের ক্ষেত্রে কেন নিরাপত্তার বিষয়? মনে রাখতে হবে, এই লোকগুলোকে কেন্দ্র করে অর্থাৎ কোমলমতি শিক্ষার্থীদের ঘিরেই কিন্তু একটি অসাধু চক্র মানে জামায়াত-বিএনপি এই সুযোগে অনুপ্রবেশ করে একটা গণতান্ত্রিক সরকারকে পতন ঘটাতে চেয়েছিলএই চক্র রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয় পূর্বপরিকল্পনা অনুযায়ী আগুন লাগাতে চেয়েছিলসেই কারণে আমি মনে করি, এই চক্র যদি আবার শিক্ষার্থীদের কোনো কিছু করে আন্দোলনের কিছু করতে চায়, সে জন্য নিরাপত্তা স্বার্থে আমরা সমন্বয়কদের ডিবি হেফাজতে নিয়েছিকোটা আন্দোলনের সমন্বয়কদের ডিবি হেফাজতে কত দিন রাখা হবে, জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমরা সমন্বয়কদের সঙ্গে কথা বলবো এবং তাদের পরিবারের সঙ্গে কথা বলবোনিরাপত্তা দেওয়ার পাশাপাশি সমন্বয়কদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কি না, জানতে চাইলে মহানগর ডিবি প্রধান বলেন, ‘যেহেতু তারা নিরাপত্তার স্বার্থে আমাদের কাছে, তারপরও তাদের সঙ্গে আমাদের বিভিন্ন বিষয়ে কথাবার্তা হচ্ছেআমরা তাদের কাছে জানতে চেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের সুন্দর একটা আন্দোলন ছিল, এই আন্দোলনের সময় তাদের সঙ্গে কারা যোগাযোগের চেষ্টা করেছে, কারা তাদের উসকানি দিয়েছিলতারা কিছু নাম ও নম্বর দিয়েছে আমাদের’ ‘ডিবিতে আনার পর সমন্বয়কদের মারধর করা হয়েছেবলে ছড়িয়ে পড়েছে, এ নিয়ে জানতে চাইলে হারুন বলেন, ‘যারা ফেসবুকে লেখালেখি করে, তারা অনেকের নাম-নম্বর ধরে বিভিন্ন গুজব ছড়াচ্ছেআমি বাংলাদেশ থেকে পালিয়ে গেছি, তারা এই গুজবও ছড়িয়েছেআমাদের রাষ্ট্রের অনেক ব্যক্তির নামেও অনেক গুজব ছড়িয়েছেতাই আমরা যাদের নিরাপত্তার স্বার্থে নিয়ে এসেছি, তাদের নিয়ে যদি কোনো গুজব ছড়ায়, সেটাও বিশ্বাস করার কোনো কারণ নেইতারা এসব গুজব ছড়িয়ে কিছু ভিউ বাড়িয়ে টাকা আয় করতে চায়বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে যে আন্দোলনকারীদের পুলিশ ভয়ভীতি দেখাচ্ছে, যাতে তারা আর একত্র হতে না পারে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এসব গুজবকে আপনারা বিশ্বাস করবেন নাআইনের স্বার্থে আমরা অনেককে অনেক সময় গ্রেপ্তার করেছিযারা পুলিশকে হত্যা করেছে এবং গত ২৮ অক্টোবর প্রধান বিচারপতির সেই সময়তো ওই সব ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে অনেকে গ্রেপ্তার করেছিলামসে সময় তো প্রশ্ন আসেনি যে আমরা তাদের প্রতি অন্যায় করেছিআজ যে মানুষকে আমরা নিরাপত্তার স্বার্থে নিয়ে এসেছি, এই গুজব আপনারা বিশ্বাস করবেন নাসমন্বয়কদের পরিবারের পক্ষ থেকে ও তাদের শিক্ষকদের পক্ষ থেকে বলা হয়েছে যে যদি নিরাপত্তা দেওয়া হয়, তাহলে যেন পরিবারের মাধ্যমে দেওয়া হয়, এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ হারুন বলেন, ‘কারা কী বলেছে, এ বিষয়ে আমরা কোনো কিছু জানি নাআমাদের কাছে এ ধরনের কোনো আবেদন আসেনি, আমাদের কাছে কেউ কিছু বলেনিআমরা জাস্ট নিরাপত্তার স্বার্থে তাদের নিয়ে এসেছিতাদের আন্দোলন সম্পর্কে টুকটাক আমরা জিজ্ঞাসাবাদ করছিমহানগর ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, ‘যাদের নিরাপত্তার স্বার্থে আমরা নিয়ে এসেছি, তাদের পরিবারের কাছে অনুরোধ করবো, দুশ্চিন্তা করার কোনো কারণ নেইআমরা মনে করি তাদের নিরাপত্তার বিষয়টি আমরা দেখছিতাদের পরিবার যেন নিশ্চিন্ত থাকে, সেই বিষয়ে আমরা আশ্বস্ত করতে চাই
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স