ঢাকা , বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ , ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
আপনি বললেই তো নির্বাচন হবে না এক কোটি বিশ লাখ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সরকারি বরাদ্দ গিলে খেয়েছেন প্রধান শিক্ষক ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৭৩ প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠায় জাগরণ চান বিশিষ্টজনরা বিমান কর্মচারী ফয়েজ চৌধুরীর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঢাকা-১৬ আসনে নতুন ৪ ওয়ার্ড সংযুক্তির আবেদন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২৯ বছর পর গ্রেফতার গাইবান্ধায় রাতের আঁধারে দুর্গা প্রতিমায় আগুন ভাইরাল বাবার ভালোবাসায় কাঁদছে-হাসছে অনেকে রাজধানীতে পৃথক ছিনতাইয়ের ঘটনায় দু’জন আহত জাতীয় পার্টি ফ্যাসিবাদের সহায়কÑ রিজভী রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে উৎপাদনে নতুন রেকর্ড জাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষজাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষ কেরানীগঞ্জ-৩: পলকে থামানো মানে তৃণমূলকে থামানো এবার ভূতের চরিত্রে দেখা যাবে রাশমিকাকে পুরুষদের প্রতি যে অনুরোধ করলেন তামান্না আইনি জটিলতায় জড়ালেন সুহানা যদি অপরাধী হতাম তাহলে চুপচাপ থাকতাম: জয় ভক্ত অটোগ্রাফ চাওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়লেন ফারিয়া

ছাত্র আন্দোলনের প্রতি সর্বাত্মক সমর্থন জানাল জাতীয় পার্টি

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৪ ১১:৪৪:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৪ ১১:৪৪:২৪ পূর্বাহ্ন
ছাত্র আন্দোলনের প্রতি সর্বাত্মক সমর্থন জানাল জাতীয় পার্টি
কোটা সংস্কার আন্দোলনের প্রতি সর্বাত্মক সমর্থন জানিয়েছে জাতীয় পার্টিসেই সাথে চলমান ছাত্র আন্দোলনের প্রতি জাতীয় পার্টির সমর্থন অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন পার্টির নেতারাগতকাল রোববার বনানীর জাতীয় পার্টি চেয়ারম্যান কার্যালয় মিলনায়তনে পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে জাতীয় পার্টির জরুরি যৌথসভায় নেতারা এসব কথা বলেনজাতীয় পার্টির নেতারা বলেছেন, ‘স্বাধীনতার পর দেশের মানুষ ভেবেছিল শোষণ ও বৈষম্যমুক্ত একটি দেশ হবেকিন্তু বাস্তবে তা হয়নিকোটা সংস্কার আন্দোলন একটি অরাজনৈতিক ও অধিকার আদায়ের আন্দোলন হলেও এটি আর ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ আন্দোলন ছিল নাএকপর্যায়ে এটি ছাত্র জনতার আন্দোলনে রূপ নিয়েছেএমন স্বতঃস্ফূর্ত আন্দোলন আমরা অতীতে দেখিনিএমন বর্বর ও নিপীড়নমূলক হত্যাকাণ্ড জাঁতি কখনও প্রত্যক্ষ করেনিযার কারণে এ আন্দোলনে স্কুলের ছাত্র থেকে শুরু করে সর্বস্তরের জনগনের অংশ নিতে দেখা যায়সভায় জাতীয় পার্টি ১১টি প্রস্তাবও দিয়েছেএর মধ্যে রয়েছে, ছাত্রদের অধিকার আদায়ের বৈষম্যবিরোধী কোটা আন্দোলনের প্রতি সর্বাত্মক সমর্থন জ্ঞাপন; অহিংস আন্দোলনে নিহত ছাত্র-জনতার আত্মার মাগফেরাত কামনা; বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ন্যায্য দাবি শক্তি প্রয়োগের মাধ্যমে দমনের প্রক্রিয়াকে তীব্র নিন্দা জানানোসহ ইত্যাদিএসময় জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছেআন্দোলনরত ছাত্ররা রাজনৈতিক দলগুলোকে সরাসরি পাশে চায়নি বলেই আমরা তাদের সাথে মাঠে ছিলাম নাতবে আন্দোলনরত ছাত্রদের দাবি অনুযায়ী আইন করে কোটা সংস্কারের প্রতি আমাদের সমর্থন আছেঅপর এক প্রশ্নের জবাবে মুজিবুল হক চুন্নু বলেন, ‘সহিংসতার নামে সরকারি বিভিন্ন স্থাপনা ধংস হয়েছেএজন্য সংশ্লিষ্ট মন্ত্রীদের দায় স্বীকার করে চলে যাওয়া উচিৎকোন মন্ত্রী বা এমপির বাড়িতে তো হামলা হয়নিসেখানে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিলকিন্তু সরকারী স্থাপনাগুলো রক্ষায় তাদের কোন উদ্যোগ ছিল নাআন্দোলনরতদের গ্রেপ্তারের নামে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী গ্রেপ্তার বাণিজ্য চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনিযৌথ সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতীসহ অনেকে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
জাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষজাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষ

জাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষজাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষ