ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা
কোটা সংস্কার আন্দোলনের পাঁচ সমন্বয়ক নিরাপত্তার স্বার্থে ঢাকা মহানগর পুলিশের (ডিবি) হেফাজতে রয়েছেন

‘সন্তান ডিবি কার্যালয়ে কীভাবে চিন্তামুক্ত থাকি’

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৪ ১১:২৪:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৪ ১১:২৪:৪৯ পূর্বাহ্ন
‘সন্তান ডিবি কার্যালয়ে কীভাবে চিন্তামুক্ত থাকি’

কোটা সংস্কার আন্দোলনের পাঁচ সমন্বয়ক নিরাপত্তার স্বার্থে ঢাকা মহানগর পুলিশের (ডিবি) হেফাজতে রয়েছেনএর মধ্যে অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের পরিবার তার সঙ্গে দেখা করতে এসেছিল রাজধানীর মিন্টো রোডেকিন্তু নাহিদের পরিবারকে মিন্টো রোড থেকে ফিরিয়ে দেওয়া হয়েছেপ্রায় দেড় ঘণ্টা ধরে নাহিদের পরিবার ডিবি কার্যালয়ে যাওয়ার চেষ্টা করেনাহিদের পরিবারের মধ্যে রয়েছেন মা মমতাজ বেগম, দুই ফুপু, এক খালা ও তার স্ত্রীপরে নাহিদের মা তার ছেলেকে ফিরে পেতে সাংবাদিকদের সামনে আকুতি জানানতিনি বলেন, ডিবি থেকে বলা হয়েছে চিন্তামুক্ত থাকার জন্যকিন্তু সন্তান ডিবি কার্যালয়ে, আমি কীভাবে চিন্তামুক্ত থাকি? গতকাল রোববার বিকেলে নাহিদের মা মমতাজ বেগম সাংবাদিকদের বলেন, সবগুলো ছেলেকে যেন ছেড়ে দেয় তাদের পরিবারের কাছেআমরা খুব চিন্তায় আছিযদি তাদের নিরাপত্তা দেওয়ার জন্য হেফাজতে নেওয়ার প্রয়োজন ছিল তাহলে তো পুলিশ হাসপাতালেই তাদের নিরাপত্তা দিতে পারতোতিনি বলেন, নাহিদকে হেফাজতে নেওয়ার পর এখন পর্যন্ত আমাদের কিছু জানানো হয়নিআমার ছেলেকে নিরাপত্তার জন্য এখানে আনা হয়েছে সেটা আমরা মানি নাআমি চাই আমার ছেলেকে আমাদের কাছে ফিরিয়ে দেওয়া হোকআমরা চাই প্রতিটি সন্তানকে তাদের মা-বাবার কাছে ফিরিয়ে দেওয়া হোকতিনি বলেন, এর আগে তুলে নিয়ে নাহিদকে নির্যাতন করা হয়েছেএখন আবার তাকে তুলে নেওয়া হয়েছেআমরা নাহিদের সঙ্গে দেখাও করতে পারিনিচিকিৎসাধীন অবস্থায় নাহিদকে তুলে নিয়ে আসা হয়েছেতার সঙ্গে আরও দুজনকে তুলে আনা হয়েছেডিবি থেকে বলা হয়েছে চিন্তামুক্ত থাকার জন্য এ বিষয়ে নাহিদের মা বলেন, আমরা কীভাবে চিন্তামুক্ত থাকিসন্তান ডিবি কার্যালয়ে, আমি কীভাবে চিন্তামুক্ত থাকবআমি আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে নিতে চাইপাঁচজনকে যেন তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়নাহিদের পরিবার তাকে নিয়ে এখন কি আশঙ্কা করছে জানতে চাইলে নাহিদের মা বলেন, আমার প্রশ্ন নাহিদকে এখানে (ডিবিতে) কেন নিয়ে আসবেনাহিদের শারীরিক অবস্থা ভালো নাএ অবস্থায় তাকে হাসপাতাল থেকে তুলে নিয়ে আসা হয়েছেএ সময় উপস্থিত নাহিদের এক ফুপু সাংবাদিকদের বলেন, সর্বশেষ আমি নাহিদকে হাসপাতালে দেখে এসেছিলামতখন নাহিদের পায়ের ক্ষতগুলো বাজে অবস্থায় ছিলআমরা নাহিদকে বাড়িতে নিতে চেয়েছিলামতখন চিকিৎসকরা বললেন কিছুদিন চিকিৎসার পরে বাড়িতে নিয়ে নিয়েননাহিদকে যেদিন ডিবিতে নিয়ে আসা হয় আমাদের পরিকল্পনা ছিল এর পরের দিন নাহিদকে আমরা বাসায় নিয়ে যাবনাহিদের শারীরিক অবস্থা ভালো ছিল নাগায়ে জ¦র ও পায়ে প্রচণ্ড ব্যথা ছিলএর আগে দুপুরে নিজ কার্যালয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, যাদের নিরাপত্তার স্বার্থে আমরা ডিবিতে নিয়ে এসেছি তাদের পরিবারের কাছে অনুরোধ করব দুশ্চিন্তা করার কোনো কারণ নেইআমরা মনে করি তাদের নিরাপত্তার বিষয়টি আমরা দেখছিতাদের পরিবার যেন নিশ্চিন্তে থাকে সে বিষয়ে আশ্বস্ত করতে চাইগতকাল রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, পাঁচ সমন্বয়কে গ্রেপ্তার করা হয়নিতারা ঝুঁকিমুক্ত, এটা পুলিশ মনে করলে তাদের ছেড়ে দেওয়া হবেস্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেখুন, তারা নিজেরাই বলছিল যে তারা ঝুঁকিতে আছেতাদের একজন বাবাকে বলছিলেন যে আমি বিশেষ প্রয়োজনে আত্মগোপন করেছিসেজন্য আমরা তাদের নিরাপত্তার জন্য নিয়ে এসেছিতিনি বলেন, তাদের জিজ্ঞাসা করা হচ্ছিল, কোন কোন রাজনৈতিক দল কিংবা কারা তোমাদের প্ররোচনা দিয়েছে, পরে যে আন্দোলন সহিংস রূপ নিলো এগুলো আমরা তাদের জিজ্ঞাসা করছিএগুলোর উত্তরও তারা দিচ্ছে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স