ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা
গণভবনে আন্দোলনে নিহত ৩৪ পরিবারকে সহায়তা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

কোটা আন্দোলনে জামায়াত শিবির ছদ্মবেশে ঢুকে পড়ে

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৪ ১০:৪৯:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৪ ১০:৪৯:৪৯ পূর্বাহ্ন
কোটা আন্দোলনে জামায়াত শিবির ছদ্মবেশে ঢুকে পড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রোববার গণভবনে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সহিংসতায় নিহত ৩৪ জনের পরিবারের সদস্যরা দেখা করেন। এ সময় নিহতদের স্বজনরা প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন
মানুষ মেরে লাশ ঝুলিয়ে রাখার মতো বর্বরতা, জানোয়ারের মতো ব্যবহার’-এগুলো কেউ করতে পারে কিনা সেই প্রশ্ন জাতির কাছে রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাতিনি বলেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের লাশ ঝুলিয়ে রাখবে পা বেঁধে! যারা এসবের সঙ্গে জড়িত অবশ্যই তাদের বিচার হবেতাদের বিচার করতে হবেনা হলে মানুষের নিরাপত্তা দেয়া যাবে নাগতকাল রোববার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে কোটা সংস্কার আন্দোলনের সময় সম্প্রতি নিহত ৩৪ জনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন
এর আগে স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিসতিয়াগা ওচহোয়া ডি চিনচিক্রু প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেনএ সময় প্রধানমন্ত্রী বলেন, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে জামায়াত-শিবির ছদ্মবেশে অনুপ্রবেশ করেছিলতিনি বলেন, জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা প্রাথমিকভাবে লো-প্রোফাইল বজায় রেখে কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারীদের ছদ্মবেশে প্রবেশ করেছিলকিন্তু পরে তারা বিপজ্জনকভাবে আন্দোলনের সামনের সারিতে চলে আসেশেখ হাসিনা বলেন, সন্ত্রাসীরা আসলে সেই স্থাপনাগুলোতে হামলা করেছে যা জনগণের কল্যাণে কাজ করার পর সরকার যে সাফল্য অর্জন করেছে তা তুলে ধরছেএই প্রসঙ্গে তিনি কোভিড হাসপাতাল, মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে, সেতু ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা ভবন ও ডেটা সেন্টারের কথা উল্লেখ করেনতিনি বলেন, আমাদের সকল উন্নয়নের প্রতীক, যা জনগণকে স্বাচ্ছন্দ্য ও সুবিধা দিয়েছিল, সেগুলো ধ্বংসের শিকার হয়েছেসহিংসতায় তার দল আওয়ামী লীগের প্রায় ২১ জন নিহত হয়েছে বলে এ সময় জানান তিনি
নিহতদের পরিবারের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি তো বুঝি আপনাদের বেদনাপ্রতিনিয়ত বাপ-মা-ভাই-বোনদের হারানোর ব্যথা নিয়ে আমাদের চলতে হয়এমনকি লাশটাও দেখতে পারিনি, কাফন-দাফনটাও করতে পারিনিদেশেও ফিরতে পারিনিছয় বছর দেশে ফিরতে দেয়নি আমাকেযখন দেশে এসেছি, সারাদেশ ঘুরেছিএই দেশের মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছিসেই চেষ্টাই করে যাচ্ছিলামকিন্তু বারবার এই ধরনের ঘটনা ঘটাবে, এই সন্ত্রাসী ঘটনা ঘটাবে এটা তো কাম্য নামানুষ কী দোষ করলো যে এভাবে খুন করতে হবে সেই প্রশ্ন রেখে তিনি বলেন, মানুষ খুন করে সরকার পতন এটা কবে হয়, কখন হয়? সাধারণ মানুষ কী দোষ করেছে? আমি আসলে আপনাদের কী বলে সান্ত্বনা দেবো? শুধু এটুকু বলবো যে আমি আপনাদের মতোই একজনবাবা-মা হারানো এতিমকাজেই আপনাদের কষ্ট আমি বুঝিআমি আছি আপনাদের জন্য, আপনাদের পাশেশেখ হাসিনা বলেন, আমার চেষ্টা থাকবে যারা এই খুনের সঙ্গে জড়িত, খুঁজে খুঁজে বের করে তারা অবশ্যই যেন শাস্তি পায় সেটাই আমার প্রচেষ্টা থাকবে, আমি সেটাই করবোআপনাদেরও সাহায্য চাইকারণ এভাবে বারবার বাংলাদেশটাকে নিয়ে খেলা আর হতে দেয়া যায় নাকাজেই আমি আপনাদেরই সাহায্য চাইতিনি বলেন, এটুকু মনে রাখবেন, আপনারা আপনজন হারানোর একটা শোক সইতে পারেন নাআর আমি কী শোক সয়ে দিনরাত পরিশ্রম করে যাচ্ছিকেন? এই দেশের মানুষের জন্যকিন্তু আজ এইভাবে বাধা দেয়া, যা কিছু করি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়া এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে নাসাধারণ মানুষই তো সুবিধা পেতোমেট্রোরেলে কারা চড়ে, এক্সপ্রেসওয়েতে কারা চলে...? মানুষের কাজ করাটাই আমার কাজনিহতদের স্বজনদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, আপনাদের কাছে শুধু এইটুকু বলবো, আপনারা সবুর করেনআর আল্লাহকে ডাকেন যেন এই সমস্ত খুনি-জালেমের হাত থেকে আমাদের দেশটা রেহাই পায়আমি আপনাদের সঙ্গে আছি, পাশে আছিআমারও আপনাদের চোখের পানি দেখতে হচ্ছেএটিই সবচেয়ে কষ্টেরস্বজন হারানোর ব্যথা ভোলার না, সেটা আমি জানিতবু আল্লাহ আপনাদের সবুর দিন, সেটা আমি চাইএর আগে কোটা আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদসহ নিহত ৩৪ জনের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাএ সময় নিহত স্বজনদের সঙ্গে কথা বলেন এবং পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনানিহতদের পরিবারের সদস্যদের অনেকে প্রধানমন্ত্রীকে জড়য় ধরে কান্নায় ভেঙে পড়েনআবেগাপ্লুত প্রধানমন্ত্রীও কান্নায় ভেঙে পড়েনঅশ্রুসজল চোখে নিহতদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেয়ার চেষ্টা করেন তিনিঅশ্রুসিক্ত কণ্ঠে তাদের সাহস দিয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বলেন, আমাকে দেখেন, কত শোক নিয়ে বেঁচে আছিআপনাদের চোখের জল আমাকে দেখতে হচ্ছে, এটা আমার দুঃখএকরাতে বাবা-মা-ভাইসহ পরিবারের স্বজনদের হারানোর বেদনার কথা উল্লেখ করে তিনি বলেন, আপনাদের সান্ত্বনা দেয়ার ভাষার আমার নেইআপনাদের কষ্ট আমি উপলব্ধি করতে পারিআর্থিক সহায়তা দেয়ার সময় আরও উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতসহ অন্যরা
সম্প্রতি কোটা বাতিল করে জারি করা সরকারের পরিপত্র অবৈধ করে হাইকোর্টওই রায়ের পর আন্দোলনে নামে শিক্ষার্থীরাকিন্তু সেই আন্দোলন সহিংস রূপ ধারণ করলে প্রাণহানির ঘটনা ঘটেসরকার বলছে, শিক্ষার্থীদের আন্দোলনে ঢুকে নাশকতা চালিয়ে ফায়দা নিতে চেয়েছে বিএনপি-জামায়াত-শিবির ও জঙ্গিরাগত ১৮ জুলাই সারাদেশে ব্যাপক সহিংসতা চলেবিটিভিসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর, লুটপাট চলেনরসিংদী জেলা কারাগারে হামলা চালিয়ে আট শতাধিক আসামি ছিনতাই করা হয়, যাদের মধ্যে রয়েছেন চিহ্নিত জঙ্গিরালুটে নেয়া হয় বহু অস্ত্রপরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৯ জুলাই রাত থেকে সারাদেশে কারফিউ জারি করে সরকারঘোষণা করা হয় সরকারি ছুটিটানা পাঁচদিন কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে সারাদেশগত বুধবার থেকে সীমিতভাবে অফিস খুলেছেগতকাল রোববার থেকে কারফিউ শিথিলের সময় বাড়ানো হয়েছেবেড়েছে অফিসের চলার সময়ওঅরাজক অবস্থা থেকে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে দেশ
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স