ঢাকা , রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ , ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নুরের ওপর হামলার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ নুরের ওপর হামলা গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ- অ্যাটর্নি জেনারেল একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না সাত বছর পর চীন সফরে গেলেন নরেন্দ্র মোদি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর- তারেক রহমান অদৃশ্য অরাজকতায় ষড়যন্ত্রের আভাস পোরশায় সবজি বাজারে ঊর্ধ্বগতি, কিনতে ক্রেতাদের পকেট খালি ধানের প্রকৃত নামেই চাল বাজারজাত করতে হবে গোমস্তাপুরে হাঁস পালন করে ভাগ্য পরিবর্তন, তরুণদের অনুপ্রেরণা শরিফুল ইসলাম গোমস্তাপুরে বারোমাসি আম চাষে সাফল্যের গল্প নির্বাচনী রোডম্যাপ নিয়ে দু-একটি দল ধোঁয়াশা সৃষ্টি করছে-সালাহউদ্দিন আহমদ ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছে ইসি রোডম্যাপ ঘোষণা সুষ্ঠু নির্বাচন ভন্ডুলের নীল নকশা-তাহের আদালতের প্রতি ‘আস্থা’ নেই বলে জামিন চাননি লতিফ সিদ্দিকী বিচার-সংস্কার নির্বাচনের মুখোমুখি গ্রহণযোগ্য নয়-সাকি তথ্য ক্যাডারে অসন্তোষ হতাশা সিনিয়রদের নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে-মির্জা ফখরুল আমরা পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরতে চাই না : পররাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী রোডম্যাপ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ
কোটা সংস্কার আন্দোলন

চট্টগ্রামে ছাদ থেকে ছাত্রলীগ কর্মীদের ফেলে দেয়ার ঘটনায় মামলা

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৪ ১০:০২:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৪ ১০:০২:০৪ পূর্বাহ্ন
চট্টগ্রামে ছাদ থেকে ছাত্রলীগ কর্মীদের ফেলে দেয়ার ঘটনায় মামলা
কোটা সংস্কার আন্দোলনে র মধ্যে চট্টগ্রামের মুরাদপুরে একটি ভবনের ছাঁদ থেকে ছাত্রলীগ কর্মীদের ফেলে দেওয়ায় ঘটনায় ৫০ জনকে আসামি করে মামলা হয়েছেএক ভুক্তভোগী ব্যক্তি গত শনিবার নগরীর পাঁচশাইল থানায় এ মামলা করেছেন বলে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ জানানতিনি বলেন, মামলায় ৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ৩০-৩৫ জনকে আসামি করা হয়েছেগত ১৬ জুলাই বিকেলে নগরীর ষোলশহর রেল স্টেশনে কোটাবিরোধী আন্দোলনকারীদের কর্মসূচি ঘিরে সংঘর্ষ শুরু হয়ষোলশহর, দুই নম্বর গেট এলাকা হয়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে মুরাদপুর মোড় পর্যন্তএক পর্যায়ে ধাওয়া খেয়ে নগরীর মুরাদপুরে বেলাল মসজিদের পাশে ওই পাঁচতলা ভবনে আশ্রয় নিতে গিয়ে আটকা পড়েন ছাত্রলীগের একদল নেতাকর্মীকোটাবিরোধী আন্দোলনকারীরা ভবনটি ঘিরে ফেলেতারপর ওই ভবনের ছাদে আটকে মারধর করা হয় ছাত্রলীগ কর্মীদেরসামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভবনের ছাদে আটকে পড়া ছাত্রলীগ নেতাকর্মীদের বেধড়ক মারধর করা হচ্ছেঅন্য একটি ভিডিওতে দেখা যায়, রক্তাক্ত ছাত্রলীগ নেতাকর্মীরা ছাদে পড়ে আছেনফেইসবুকে আসা তৃতীয় একটি ভিডিওতে দেখা যায়, কোটাবিরোধী অন্দোলনকারীদের হামলার মুখে ছাঁদ থেকে ওই ভবনের পিছনের অংশের কার্নিশ ও পানির পাইপ বেয়ে ১৫ জন ছাত্রলীগ নেতাকর্মীরা নেমে আসার চেষ্টা করছেনতাদের মধ্যে কয়েকজন সানশেডে ও জানালার মাঝের অংশে আশ্রয় নেনতখনও উপরে থাকা আন্দোলনকারীরা পাথর ছুড়ে এবং লাঠি-হকিস্টিক দিয়ে আঘাত করে তাদের নিচে ফেলে দেওয়ার চেষ্টা করেনিচ থেকেও তাদের লক্ষ্য করে ঢিল ছোঁড়া হচ্ছিলএক পর্যায়ে ভবনটির ডানপাশের পাঁচ তলার সানশেড থেকে কালো পোশাক পরিহিত একজন নিচে পড়ে যানমাটিতে পড়ে তার শরীর লাফিয়ে উঠেতারপর নিথর পড়ে থাকতে দেখা যায়এর কয়েক সেকেন্ডের মধ্যে আরেকজন উপর থেকে মাটিতে পড়ে যাননগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার তারেক আজিজ জানিয়েছেন, কোটা আন্দোলনের সহিংসতার ঘটনায় এ নিয়ে চট্টগ্রাম নগরীতে মোট মামলা হয়েছে ২০টিআর জেলার ১০টি উপজেলায় ১১টি মামলা দায়ের হয়েছেএই ৩১ মামলায় গত ১২ দিনে ৮৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছেতিনি বলেন, চট্টগ্রাম নগরীতে গত ২৪ ঘন্টায় গ্রেপ্তার হওয়া ৪০ জনসহ গত ১২ দিনে শহরে ৫১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছেএছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম জেলায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স