ঢাকা , বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ , ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
জন্মদিন উদযাপন করে সমালোচনার মুখে পড়লেন ইয়ামাল বিশ্বকাপজয়ী আলমাদাকে দলে ভেড়াচ্ছে অ্যাতলেতিকো মাদ্রিদ ভুটানের সাথে জয় পেলো বাংলাদেশ ৪৩ বছর বয়সে ‘দ্য হান্ড্রেডে’ অভিষেক হতে যাচ্ছে অ্যান্ডারসনের শাস্তির সম্মুখীন হলেন স্টোকসরা বড় সাকিবের প্রত্যাশা; ছোট সাকিবও হবে অলরাউন্ডার ঢাকায় পৌঁছালো পাকিস্তান দল টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বড় লাফ দিলো রিশাদ বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় মোট ১৪ এনবিআর কর্মকর্তা বরখাস্ত শতকোটি টাকা ব্যয়ে হচ্ছে গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর জুলাইয়ের চেতনায় একসঙ্গে এগিয়ে যাওয়ার অঙ্গীকার প্রধান উপদেষ্টার রাজনৈতিক অস্থিরতার প্রভাব শেয়ারবাজারে ইসিতে ৪৩ হাজার পৃষ্ঠার নথি জমা দিয়েও বাছাইয়ে ফেল এনসিপি যৌক্তিক শুল্ক প্রত্যাশা বাংলাদেশের ১৫ টাকা দরে ৩০ কেজি চাল পাবে ৫৫ লাখ পরিবার-খাদ্য উপদেষ্টা ইনডিপেনডেন্ট পাওয়ার প্ল্যান্ট চুক্তি রিভিউ হবে-অর্থ উপদেষ্টা এ বছরের শেষ নাগাদ তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চূড়ান্ত সুখবর-পরিবেশ উপদেষ্টা পঞ্চদশ সংশোধনীতে হাসিনা ক্ষমতা চিরস্থায়ী করার চেষ্টা করেছিলেন : বদিউল আলম মজুমদার নিবন্ধন চাওয়া ১৪৪ দলই প্রাথমিক বাছাইয়ে অনুত্তীর্ণ ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৩৭৫

অলিম্পিকের আসর মাতালেন সেলিন ডিওন

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৪ ১২:২৬:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৪ ১২:২৬:১৭ পূর্বাহ্ন
অলিম্পিকের আসর মাতালেন সেলিন ডিওন
বিনোদন ডেস্ক
এবার অলিম্পিকের আসর বসেছে ফ্রান্সের প্যারিসে গত শুক্রবার রাতে এক জমকালো আয়োজনে উদযাপিত হলোদ্য গ্রেটেস্ট শো অন আর্থ-এর উদ্বোধনী অনুষ্ঠান ৩৩তম এই আসরের মঞ্চ মাতিয়ে নজর কেড়েছেন টাইটানিকেরমাই হার্ট উইল গো অনখ্যাত কানাডিয়ান গায়িকা সেলিন ডিওন মার্কিন পপতারকা লেডি গাগা দুজন উদ্বোধনী অনুষ্ঠানকে নিয়ে যান অনন্য মাত্রায় দীর্ঘদিন ধরে জটিল অসুস্থতায় ভুগছিলেন সেলিন ডিওন সেই অসুস্থতা কাটিয়ে এবার অলিম্পিকে গান গাওয়ার মাধ্যমে মঞ্চে নিজেকে প্রত্যাবর্তন করলেন এই শিল্পী শুক্রবার আইফেল টাওয়ারের পাদদেশে অলিম্পিকের উদ্বোধনী আয়োজনে চমক নিয়েই হাজির হলেন তিনি সাদা রঙের গাউনে অভিজাত লুকে মঞ্চে আসেন ডিওন যেন পাশ্চাত্য সংগীতের রানির প্রত্যাবর্তন! পাক্কা চার বছর পর মঞ্চে ফিরলেন তিনি আর নিজের ফেরাটাকে রাঙিয়ে তুললেন গ্র্যামিজয়ী এই গায়িকা তাকে শুনতে বছরের পর বছর আকুল হয়ে অপেক্ষা করছিলেন ভক্তরা তাকে মঞ্চে পেয়ে উল্লাসে ফেটে পড়েন শ্রোতারা ডিওনকে অভিবাদন জানান দর্শকরা মঞ্চে এসে ফরাসি সংগীতশিল্পী এদিথ পিয়াফের বিখ্যাত গানহিম টু লাভ পরিবেশন করেন ডিওন শ্রোতাদের হৃদয়ে আলোড়ন তোলেন ডিওন শো শেষে এক্সে (টুইটার) গায়িকা ডিওন লিখেছেন, ‘আজ রাতে প্যারিস অলিম্পিকে গান গাইতে পেরে আমি সম্মানিত বোধ করছি প্যারিস আমার প্রিয় শহর এই শহরে ফেরাটা আমার জন্য সব সময় আনন্দের ২০২০ সালের মার্চে নিউ জার্সিতে শেষবারের মতো কনসার্ট করেন তিনি মাঝে করোনাভাইরাস, এরপর জটিল রোগে আক্রান্ত হওয়ার পর আর মঞ্চে ওঠেননি ২০২২ সালের ডিসেম্বরে সেলিন ডিওন নিজের অসুস্থতার খবর প্রকাশ্যে আনেন ডিওন জানান, তিনি বিরল এক অসুখে আক্রান্ত অসুখটির নাম স্টিফ পারসন সিনড্রম (এসপিএস) স্নায়ুর খুবই বিরল এক অসুখ এটি এটিকে একধরনের অটোইমিউন ডিস-অর্ডারও বলেন চিকিৎসকরা। গায়িকা জানান, গান গাওয়া বা মঞ্চে পারফর্ম করা তো দূর, তার স্বাভাবিক জীবনই ব্যাহত হয়ে গেছে এর ফলে সে কারণেই তার গানের ভবিষ্য নিয়ে দুশ্চিন্তায় তিনি গত বছরের ডিসেম্বর থেকেই বিশ্রামে চলে যান গায়িকা গত ২৫ জুন অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে ডিওনকে নিয়ে নির্মিত তথ্যচিত্রআই অ্যাম : সেলিন ডিওন এতে স্টিফ পারসন সিনড্রোমের সঙ্গে লড়াইয়ের অভিজ্ঞতাসহ জীবনের নানা বিষয়ে কথা বলেছেন গায়িকাটাইটানিক সিনেমার বিখ্যাত গানমাই হার্ট উইল গো অন-এর জন্য সেরা গায়িকা হিসেবে অস্কার পেয়েছিলেন সেলিন ডিওন বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় এই গায়িকার জীবনে এর আগেও অনেক ঝড় এসেছে ২০১৪ সালে তার স্বামী রেনে অ্যাঞ্জেলিলের ক্যান্সারের সময় নিজের ক্যারিয়ার থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নিয়েছিলেন সেলিন তার এক বছর পর গায়িকা আবার গানের জগতে ফিরে আসেন কিন্তু ২০১৬ সালে স্বামী অ্যাঞ্জেলিল ভাই ড্যানিয়েল ডিওনের মৃত্যুতে তিনি ফের গানের জগ থেকে নিজেকে সরিয়ে নেন অবশেষে ২০১৯ সালে স্টুডিও অ্যালবামকারেজ নিয়ে প্রত্যাবর্তন করেন গায়িকা অ্যালবামটিতে তার সঙ্গে আরো গেয়েছেন সিয়া, স্যাম স্মিথ ডেভিড গুয়েটার এরপর বিরল ব্যাধিতে পড়েন গায়িকা ভক্তরাও প্রত্যাশায় রয়েছেন গায়িকার সুস্থ হয়ে গানের জগতে ফিরে আসার
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য