স্পোর্টস ডেস্ক
মরক্কোর বিপক্ষে প্যারিস অলিম্পিকসের উদ্বোধনী ম্যাচে ভিএআরের সিদ্ধান্ত নিয়ে ফিফায় অভিযোগ জানিয়ে ব্যর্থ হয়েছে আর্জেন্টিনা। শেষ মুহূর্তের বাতিল হয়ে যাওয়া গোল নিয়ে তাদের আবেদন খারিজ করে দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান ক্লাওদিও তাপিয়া শনিবার সামাজিক মাধ্যম এক্সে জানান, মরক্কোর বিপক্ষে ম্যাচে ঘটে যাওয়া ঘটনা নিয়ে তাদের প্রতিবাদ নাকচ করে দিয়েছে ফিফার শৃঙ্খলা কমিটি। পরে ফিফাও একই কথা জানায়। গত বুধবার ‘বি’ গ্রুপের ম্যাচে মরক্কোর বিপক্ষে ম্যাচে ২-১ গোলে হারে অলিম্পিকস ফুটবলে দুইবারের সোনাজয়ী আর্জেন্টিনা। দর্শকরা মাঠে ঢুকে যাওয়ায় প্রাথমিকভাবে ২-২ সমতায় সাময়িক বন্ধ ছিল ম্যাচ। প্রায় দুই ঘণ্টা পর ক্রিস্তিয়ান মেদিনার করা আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি অফসাইডের জন্য বাতিল করে ভিএআর। নিজেদের দ্বিতীয় ম্যাচে ইরাককে ৩-১ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষে উঠে এসেছে আর্জেন্টিনা। পরের ধাপে যাওয়ার ভাগ্য তাই আছে নিজেদের হাতেই। তবে প্রথম ম্যাচ এখনও ভুলতে পারছেন না তাপিয়া। তিনি জানিয়েছেন, কীসের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফিফার কাছে জানতে চাইবেন তারা। একই সঙ্গে বিবেচনা করবেন এর সঙ্গে প্রাসঙ্গিক আপিলের কথা।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata