স্পোর্টস ডেস্ক
বিপর্যয় সামলে পাল্টা আক্রমণে জয়ের প্রচ্ছন্ন সম্ভাবনা জাগালেন হার্শ ঠাকের ও ডোয়াইন প্রিটোরিয়াস। কোটার শেষ ওভার করতে এসে জুটি ভাঙলেন সাকিব আল হাসান। পরের ওভারে মাত্র ১ রান দিলেন শরিফুল ইসলাম। বাংলাদেশের দুই ক্রিকেটারের অসাধারণ বোলিংয়ে প্রথম জয় পেল বাংলা টাইগার্স মিসিসাগা। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে শনিবার ভ্যাঙ্কুভার নাইটসের বিপক্ষে ‘হাড়কিপটে’ বোলিং করেন সাকিব ও শরিফুল। তাদের আঁটসাঁট বোলিংয়েই ২২ রানের জয় পায় বাংলা টাইগার্স। ১৫৩ রানের লক্ষ্যে ১৩০ রানে আটকে যায় ভ্যাঙ্কুভার। ব্যাট হাতে ৪ বলে ২ রান করে আউট হওয়া সাকিব বোলিংয়ে দেখান নিজের সেরা ছন্দের ঝলক। ৪ ওভারে মাত্র ১০ রানে তিনি নেন ৩ উইকেট। শরিফুলের ৪ ওভারে খরচ ১২ রান। বাঁহাতি পেসার নেন ১টি উইকেট। দলের বাকি বোলাররা ওভারপ্রতি খরচ করেন ৮ রানের বেশি। মন্ট্রিয়েল টাইগার্সের বিপক্ষে প্রথম ম্যাচে ৪ ওভারে এক মেডেনসহ মাত্র ১৬ রানে ১ উইকেট নিয়েছিলেন শরিফুল। এবার ধারাবাহিকতা ধরে রাখলেন ২৩ বছর বয়সী পেসার। এর আগে টানা চারটি কুড়ি ওভারের ম্যাচে উইকেটশূন্য থাকা সাকিব ফিরলেন সাফল্েযর পথে। এদিন টস হেরে আগে ব্যাটিং পায় সাকিবের নেতৃত্বাধীন বাংলা টাইগার্স। আগের ম্যাচে তিন নম্বরে নামা সাকিব এদিন নামেন ছয় নম্বরে। ভাগ্যের বদল অবশ্য ঘটেনি। সান্দিপ লামিছানের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি। ইফতিখার আহমেদের ৪০ বলে অপরাজিত ৫০ রানের সৌজন্যে দেড়শ পেরোয় বাংলা টাইগার্স। আগের ম্যাচের মতো এবার শরিফুলকে প্রথম ওভারে আনেননি সাকিব। দ্বিতীয় ওভারে বল হাতে নিয়ে পঞ্চম বলে প্রথম আঘাত করেন বাঁহাতি পেসার। এলবিডব্লিউ হয়ে ফেরেন মুনির আহমাদ। পাওয়ার প্লেতে দুই ওভারের প্রথম স্পেলে মাত্র ৪ রান দেন শরিফুল। ষষ্ঠ ওভারে আক্রমণে এসে সাকিবের খরচ মাত্র ১ রান। অষ্টম ওভারের দ্বিতীয় বলে রিজা হেন্ডরিকসকে ফেরান সাকিব। পরের বলে বোল্ড করেন আসিফ আলিকে। ওই ওভারে সাকিবের খরচ ২ রান। ১৪তম ওভারে তিনি দেন আরও ৪ রান। মাত্র ৩১ রানে ৫ উইকেট হারানো ভ্যাঙ্কুভার হার্শ ও প্রিটোরিয়াসের জুটিতে ঘুরে দাঁড়ায়। শেষ ৩ ওভারে তাদের প্রয়োজন ছিল ৪৪ রান। ১৮তম ওভারে নিজের শেষ ওভার করতে এসে তৃতীয় বলে প্রিটোরিয়াসকে ফেরান সাকিব। ওই ওভারে তিনি দেন ৩ রান। পরের ওভারে শরিফুল খরচ করেন মাত্র ১ রান। শেষ হয়ে যায় ভ্যাঙ্কুভারের সব আশা। এর আগে ১৫তম ওভারে শরিফুল দেন ৯ রান। এ ছাড়া বাকি তিন ওভারে তার খরচ মাত্র ৩ রান।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
