ঢাকা , শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ , ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সরকার সংস্কার কমিশন করলেও নদীর ক্ষেত্রে প্রতিফলন নেই-আনু মুহাম্মদ বাড্ডায় কিশোর গ্যাংয়ের সংঘর্ষে নিহত ১ আইন-শৃঙ্খলা রক্ষায় বিপুল খরচেও কমানো যাচ্ছে না নানামুখী আতঙ্ক রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হওয়ার আশঙ্কা সেই শিশু আছিয়া না ফেরার দেশে ধর্ষণে আতঙ্ক -উদ্বেগ ভারতকে অযাচিত বিভ্রান্তিকর মন্তব্যের পুনরাবৃত্তি রোধ করতে বলল ঢাকা প্রধান উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন ২৬ মার্চ সালমান এফ রহমানসহ ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা খরায় পুড়ছে চা-বাগান উৎপাদন নিয়ে শঙ্কা ইফতারিতে দই-চিড়ার জাদু একরাতে দু’জনকে কুপিয়ে হত্যা এলাকায় আতঙ্ক স্বাভাবিক নিত্যপণ্যের বাজার, সংকট সয়াবিনে মামলা থেকে স্বামীর নাম বাদ দেয়ার কথা বলে স্ত্রীকে ধর্ষণ ছেঁউড়িয়ায় শুরু লালন স্মরণোৎসব দোহাজারীতে বাসচাপায় ৩ জন নিহত হেনস্তার পর ছাত্রীকে ফেলে দিলো দুর্বৃত্তরা ৫৬০ মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম ভ্যাট দেয় না বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান পরনের কাপড় টিভি ফ্রিজ খাট টাকা সব পুড়ে শেষ বস্তিতে আগুন
কোটা সংস্কার আন্দোলনের পর প্রকাশ্যে আসছে সাংগঠনিক দুর্বলতা * সমন্বয় সভায় উত্তেজনা-তর্কাতর্কি * থামছে না গৃহবিভেদ, দুর্বলতা বাড়ছে * ১৫ বছরে প্রথম বড় ধাক্কা

পাল্টাপাল্টি দোষারোপ আওয়ামী লীগে

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৪ ১২:৫৪:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৪ ১২:৫৬:৫৯ পূর্বাহ্ন
পাল্টাপাল্টি দোষারোপ আওয়ামী লীগে
কোটা সংস্কার আন্দোলনের ব্যাপকতা বুঝতে ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ। এজন্য এতে বিএনপি-জামায়াত প্রবেশ করে সংঘাতের দিকে নিয়ে গেছে
- হারুন-অর-রশিদ, অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়,


কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় সাংগঠনিক দুর্বলতা প্রকাশ্যে আসতে শুরু করেছে টানা চার মেয়াদে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা দল আওয়ামী লীগের মধ্যে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর নির্দেশনার পর আন্দোলন মোকাবিলায় মাঠে সতর্ক অবস্থায় কে ছিল আর কে ছিল না- নিয়ে প্রতিদিন বাকযুদ্ধে লিপ্ত হচ্ছেন সরকারি দলটির নেতারা। আর এসবই হচ্ছে দলের হাইকমান্ডের নেতাদের সামনে। তবে যে যাই- বলুন শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতা প্রতিরোধে রাজপথে অবস্থান ধরে রাখতে পারেনি ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ এবং থানা-ওয়ার্ড পর্যায়ের নেতারাও। সেটিকে রাজনৈতিক ব্যর্থতা হিসেবে দেখছেন দলের নেতাদের অনেকে। এই ব্যর্থতার প্রশ্নে এখন কেন্দ্র থেকে তৃণমূল সর্বত্র নেতারা একে অপরকে দোষারোপের মাধ্যমে ঘায়েল করার চেষ্টা করছেন। অনেক ক্ষেত্রে নেতাদের মধ্যে কথা-কাটাকাটি, তর্কাতর্কি বা বাদানুবাদ পর্যন্ত গড়াচ্ছে। তবে সরকারি দলটির নীতি নির্ধারকরা অভ্যন্তরীণ মূল্যায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে নেতাদের দোষারোপ বা বাদানুবাদের ঘটনাকে ছোট করে দেখার চেষ্টা করছেন। কেউ কেউ বলছেন, কোটা সংস্কার আন্দোলনে দলের ভূমিকা এতটাই ভঙ্গুর ছিল যে অনেকেই তা মেনে নিতে পারছেন না, হতচকিত হয়ে পড়েছেন। জন্য একে অপরকে দোষারোপ করে ক্ষোভ প্রশমনের চেষ্টা করছেন।
দলের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে দলের দুর্বলতা প্রকাশ পাওয়া এবং জনমত বিপক্ষে চলে যাওয়া নিয়ে চিন্তিত হয়েছে আওয়ামী লীগ। বিশেষ করে সরকারের প্রতি তরুণ প্রজন্মের বিক্ষুব্ধ হয়ে ওঠা ভাবাচ্ছে তাদের। দলের বিভিন্ন স্তরে আলোচনায় দল পুনর্গঠনের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। নীতিনির্ধারকরা মনে করছেন, এখন ঘুরে দাঁড়াতে হলে দল পুনর্গঠনে হাত দিতে হবে। নতুবা পুরোনো মুখ পুরোনো নীতি নিয়ে মানুষের মন জয় করা যাবে না। ভবিষ্যতে ধরনের ধাক্কা এলে সামলানো কঠিন হবে। তাদের কেউ কেউ বলছেন, কোটা সংস্কার আন্দোলনে দলের ভূমিকা এতটাই ভঙ্গুর ছিল যে অনেকেই তা মেনে নিতে পারছেন না, হতচকিত হয়ে পড়েছেন। এজন্য একে অপরকে দোষারোপ করে ক্ষোভ প্রশমনের চেষ্টা করছেন। সর্বশেষ গতকাল শনিবার রাজধানীর বনানীর ক্ষতিগ্রস্ত সেতু ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যা অর্জন তা ধ্বংস করতে চায় হামলাকারীরা। তিনি বলেন, হামলাকারীদের যে ফুটেজ ছিল তা আইনশৃঙ্খলা বাহিনীকে দেয়া হয়েছে। তারা পরপর দুইবার পদ্মা সেতুতে আগুন লাগাতে গিয়েছিলো। শেখ হাসিনার যা অর্জন তা ধ্বংস করতে চাই তারা। এসব ধ্বংসযজ্ঞ দেখে নেত্রী কষ্ট পাচ্ছেন। তিনি আরও বলেন, এটা সাধারণ ছাত্র-ছাত্রীদের কাজ না। বিএনপি-জামায়াত এই আন্দোলনের ওপর ভর করেছে। তাদের দীর্ঘ দিনের ব্যর্থতার জন্য এমন হামলা। তারা গণতন্ত্র মানে না। আগুন অস্ত্র নিয়ে নেমেছে তারা। কত মানুষের প্রাণের প্রদীপ নিভে গেছে। মর্মান্তিক দৃশ্যপট, সাংবাদিকও নিহত হয়েছে, আহত হয়েছে। এর আগে শুক্রবার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে জানান, সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে গত চার দিন মূল্যায়ন সভা করেছেন তারা। তিনি বলেন, গত চার দিনে আমরা যে বৈঠকগুলো করেছি, কোথাও কি হাতাহাতি, মারামারি হয়েছে? তর্কবিতর্ক গণতন্ত্রের প্রাণ। আওয়ামী লীগ অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা করে। এখানে বিতর্ক হতেই পারে। যেকোনো বিষয়ে তর্ক হতেই পারে; কিন্তু কেউ তো মারামারি করেনি। কোনো হাতাহাতি হয়নি।
তেজগাঁওয়ে জেলা লীগের কার্যালয়ে সমন্বয় সভায় উত্তেজনা-তর্কাতর্কি: গত বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে একটি সমন্বয় সভা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা। কোটা সংস্কার আন্দোলনে রাজধানীর যেসব স্থানে ব্যাপক সংঘাত হয়েছে, সেসব এলাকার জনপ্রতিনিধি নেতাদের নিয়ে ধারাবাহিকভাবে সভা করছে সরকারি দলটি। দলীয় সূত্রমতে, গত বৃহস্পতিবারের সভার পর কয়েকজন নেতাকে নিয়ে তেজগাঁও কার্যালয়ে নিজ কক্ষে বসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সে সময় কোটা সংস্কার আন্দোলনের সংঘাত, সহিংসতা প্রতিরোধে দলের ব্যর্থতা নিয়ে তর্কে জড়ান যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান এমপি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান (কচি) তাদের তর্কাতর্কি একপর্যায়ে ধাক্কাধাক্কিতে জড়ান এই দুই নেতা। তখন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, বাহাউদ্দিন নাছিমসহ উপস্থিত কেন্দ্রীয় নেতারা ওই দুই নেতাকে নিবৃত্ত করেন। সময় সেখানে উপস্থিত অন্য নেতারাও একে অপরের প্রতি বিষোদ্?গারে লিপ্ত হন। বিষয়ে কথা হয় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির একজন দায়িত্বশীল নেতার সঙ্গে। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, দলের মধ্যে এভাবে বাদানুবাদ বা তর্কাতর্কির ঘটনা নজিরবিহীন। কিন্তু উত্তেজনাকর পরিস্থিতিতে নেতাদের মধ্যে সহিষ্ণুতার ঘাটতি দেখা দিচ্ছে। অন্যদিকে শিক্ষার্থীদের আন্দোলনের শুরুতে আওয়ামী লীগ নেতা, জনপ্রতিনিধি সমর্থকদের অনেকের পরিবারের সদস্যরা কোটা সংস্কার আন্দোলনের পক্ষে সামাজিক মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন। নিয়েও দলের কেন্দ্রীয় নেতৃত্বসহ বিভিন্ন স্তরে প্রতিক্রিয়া দেখা দেয়।
থামছে না গৃহবিভেদ, দুর্বলতা বাড়ছে: কোটা সংস্কার আন্দোলনে ভূমিকা না রাখার অভিযোগে গত বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের মোহাম্মদপুর, আদাবর শেরেবাংলা নগর থানার ১০৮টি ইউনিট কমিটির মধ্যে ২৭টি কমিটি ভেঙে দেয়া হয়েছে। দলের নেতারা বলছেন, মহানগরে নেতৃত্বের বিভেদের কারণেই সাংগঠনিক অবস্থা এখন ভঙ্গুর। গত মঙ্গলবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠন, মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগ এবং দলীয় জনপ্রতিনিধিদের নিয়ে যৌথ সভায়ও দলের দুর্বলতা নিয়ে আলোচনা হয়েছে। সেই বৈঠকেও নেতা-কর্মীদের অনেকে দলীয় দুর্বলতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বলে জানা গেছে। অনেকে বলেছেন, দলের পদ বাগিয়ে নিতে, সরকারি দফতরের ঠিকাদারি কাজ পেতে যত ৎপরতা দেখা যায়, দুঃসময়ে দলের জন্য সেই ৎপরতা থাকে না। কোটা সংস্কার আন্দোলনের সময় এইসুবিধাভোগীরাঘর থেকে বের হননি। এবার কোটা সংস্কার আন্দোলনে ব্যর্থতার দায়ভার বেশি এসেছে সহযোগী সংগঠন ছাত্রলীগের ওপর। সংগঠনটির সাবেক এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ছাত্রলীগ এতটা অজনপ্রিয়, তা ভাবনায় আসেনি। এসব নেতা কীভাবে নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মুখ দেখাবেন? ওই নেতা আরও বলেন, সরকার আওয়ামী লীগকে দেশের মানুষ কেন অপছন্দ করছে, তা চিহ্নিত করে ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বিপদ আসতে পারে। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের মোহাম্মদপুর, আদাবর শেরেবাংলা নগর থানার ১০৮টি ইউনিট কমিটির মধ্যে ২৭টি কমিটি ভেঙে দেয়া হয়েছে। দলের নেতারা বলছেন, মহানগরে নেতৃত্বের বিভেদের কারণেই সাংগঠনিক অবস্থা এখন ভঙ্গুর।
১৫ বছরে প্রথম বড় ধাক্কা: শুরুর দিকে আন্দোলন মোকাবিলায় মাঠে ছিলেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। কিন্তু সংঘর্ষের তীব্রতা বাড়ার পর নেতা-কর্মীদের মাঠে তেমন দেখা যায়নি। আওয়ামী লীগের দায়িত্বশীল একাধিক নেতা বলছেন, কেন্দ্র থেকে মহানগর, সহযোগী সংগঠন এবং তৃণমূল পর্যায়ে এক ধরনের সমন্বয়হীনতা, এমনকি হতচকিত হয়ে পড়ার লক্ষণ দেখা গেছে। এটা হয়েছে সাংগঠনিক দুর্বলতার কারণে। আওয়ামী লীগের নেতৃত্বকে এর পরিপূর্ণ বিশ্লেষণ এবং ব্যবস্থা নিতে হবে। নতুবা ভবিষ্যতে বিপদে পড়তে হতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স