ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক নারীসহ দুইজন ও মঠবাড়িয়া হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। গত সোমবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গৌরনদী উপজেলার বাসিন্দা তাসলিমা বেগম (৪০), পিরোজপুরের নাজিরপুর উপজেলার আব্দুল জলিল (৫৫) এবং মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ধানিসাফা এলাকার বাসিন্দা আমির আলী (৭৫) মৃত্যুবরণ করেছেন।
স্বাস্থ্য পরিচালক আরও জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এনিয়ে গোটা বিভাগের ছয় জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ২৫৬ জন রোগী।
নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল শেবাচিম হাসপাতালে ৭৪ জন, পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫০ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ১১৮ জন, পটুয়াখালীতে ৩৫, ভোলায় ৩১, পিরোজপুরে ৫৯, বরগুনায় ৪৪ ও ঝালকাঠিতে ১২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।
অস্ত্রসহ ‘কিশোর গ্যাংয়ের’ তিন সদস্য গ্রেফতার
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের ভাদসা এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। গত রোববার সকালে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট র্যাব-৫, সিপিসি-৩ কোম্পানি অধিনায়ক মেজর শেখ সাদিক। গ্রেফতারকৃতরা হলেন জয়পুরহাট সদর উপজেলার পণ্ডিতপুর গ্রামের রমজান আলীর ছেলে রাব্বি হোসেন (২১), বামনপাড়া গ্রামের পরিমল চন্দ্রের ছেলে শ্রী প্রিয় সৌরভ (২০) ও পাবর্তীপুর গ্রামের কামরুল ইসলামের ছেলে রিসাদ হোসেন (২১)। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমসাময়িক সময়ে জয়পুরহাটে কিশোর গ্যাংয়ের উৎপাত আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। তাদের ঔদ্ধত্য আচরণে এলাকাবাসীরা আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছে। এমন কোনও অপরাধ নেই যার সঙ্গে এরা জড়িত হচ্ছে না। র্যাব-৫, সিপিসি-৩ আভিযানিক দল কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এমন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে শনিবার (২ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি আভিযানিক দল জয়পুরহাট সদর উপজেলার ভাদসা এলাকা থেকে কিশোর গ্যাংয়ের সদস্যদের অস্ত্রসহ হাতেনাতে গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

বরিশালে ডেঙ্গুতে প্রাণ গেল ৩ জনের
- আপলোড সময় : ০৬-০৩-২০২৪ ১০:১৯:৪২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৬-০৩-২০২৪ ১০:১৯:৪২ পূর্বাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ