জনতা ডেস্ক
প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ফ্রান্সে দ্রুতগতির রেল নেটওয়ার্কে অগ্নিসংযোগসহ সিরিজ হামলার ঘটনা ঘটে। এতে তিনটি অঞ্চলের রেললাইন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ফরাসি সরকার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কাউকে দায়ী না করলেও ইসরাইল বলেছে, এসব হামলায় ইরান দায়ী।
রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদন অনুসারে, ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাটজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে দাবি করেন, ফ্রান্সের রেল নেটওয়ার্কে ভয়াবহ হামলায় ইরানের হাত রয়েছে। পোস্টে ইসরাইল কাটজ বলেন, প্যারিস অলিম্পিক সামনে রেখে ফ্রান্সজুড়ে রেলওয়ে অবকাঠামোর ওপর যে নাশকতা হয়েছে, তা ইরানের মদদে কট্টর ইসলামপন্থিরা এর পরিকল্পনা ও বাস্তবায়ন করেছে। কাটজের দাবি, তিনি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী স্তেফান সেজোর্নকে সতর্ক করেছিলেন। তিনি বলেন, ইসরাইলের কাছে থাকা তথ্যের ভিত্তিতে আমরা ফ্রান্সকে সতর্ক করেছিলাম, ইরানিরা (অলিম্পিকে) ইসরাইলি প্রতিনিধিদল ও সব অলিম্পিক অংশগ্রহণকারীর বিরুদ্ধে সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা করছে। তাদের চক্রান্তকে ব্যর্থ করার জন্য বাড়তি প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া উচিত। ফ্রান্সের রাষ্ট্রীয় ট্রেন পরিচালনাকারী সংস্থা এসএনসিএফ জানায়, শুক্রবার স্থানীয় সময় রাতে একযোগে রেল নেটওয়ার্কে কয়েকবার হামলা চালানো হয়। এতে আটলান্টিক অঞ্চল, উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চলের লাইনগুলো ক্ষতিগ্রস্ত হয়। টিজিভি নেটওয়ার্ককে অচল করে দিতে বেশ কয়েকবার বড় ধরনের হামলা চালানো হয়।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
