ঢাকা , রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ , ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
একে একে চলে গেলেন সাতজন হাসপাতাল-ফার্মাসিউটিক্যাল সরকারের নিয়ন্ত্রণমুক্ত করবে বিএনপি-আমির খসরু খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা বাণিজ্য বাড়াবে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ নুরের ওপর হামলার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ নুরের ওপর হামলা গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ- অ্যাটর্নি জেনারেল একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না সাত বছর পর চীন সফরে গেলেন নরেন্দ্র মোদি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর- তারেক রহমান অদৃশ্য অরাজকতায় ষড়যন্ত্রের আভাস পোরশায় সবজি বাজারে ঊর্ধ্বগতি, কিনতে ক্রেতাদের পকেট খালি ধানের প্রকৃত নামেই চাল বাজারজাত করতে হবে গোমস্তাপুরে হাঁস পালন করে ভাগ্য পরিবর্তন, তরুণদের অনুপ্রেরণা শরিফুল ইসলাম গোমস্তাপুরে বারোমাসি আম চাষে সাফল্যের গল্প নির্বাচনী রোডম্যাপ নিয়ে দু-একটি দল ধোঁয়াশা সৃষ্টি করছে-সালাহউদ্দিন আহমদ ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছে ইসি রোডম্যাপ ঘোষণা সুষ্ঠু নির্বাচন ভন্ডুলের নীল নকশা-তাহের আদালতের প্রতি ‘আস্থা’ নেই বলে জামিন চাননি লতিফ সিদ্দিকী

গাজার খান ইউনিসে বাস্তুচ্যুত ২ লাখ মানুষ

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৪ ১২:৩০:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৪ ১২:৩০:৪৬ পূর্বাহ্ন
গাজার খান ইউনিসে বাস্তুচ্যুত ২ লাখ মানুষ
জনতা ডেস্ক
গাজার খান ইউনিসে ইসরাইলি বাহিনীর অভিযান শুরুর পর থেকে প্রায় লাখ ৮০ হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি পালিয়ে গেছেন। জাতিসংঘের মানবাধিকার সংস্থা (ইউএনওসিএইচএ) গতকাল শনিবার এক বিবৃতিতে তথ্য জানিয়েছে।
আলজাজিরা এক প্রতিবেদনে জানায়, ইসরাইল গাজার খান ইউনিসে গত দিন ধরে ক্রমাগত বোমাবর্ষণ চালাচ্ছে। ইসরাইলি হামলার তোপের মুখে পড়ে সেখান থেকে প্রায় লাখ ৮০ হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি পালিয়ে যান। এছাড়াও আটকা পড়েছেন আরও বহু মানুষ। ফিলিস্তিনের একের পর এক নিরাপদ জায়গা হারিয়ে বাস্তুচ্যুত অনেক ফিলিস্তিনি কবরস্থানে এবং কারাগারে আশ্রয় নিয়েছেন। গত শুক্রবার ইসরাইলি বিমান হামলায় নিহত হয়েছেন আরও ২১ জন বেসামরিক মানুষ। সময় উত্তরের গাজা সিটি, নুসাইরাত শরণার্থী শিবিরেও চালানো হয় তাণ্ডব। আন্তর্জাতিক চাপ কিংবা পশ্চিমা মিত্রদের আহ্বান, কোনো কিছুতেই থামছে না ইসরাইলি বর্বরতা। পুরো গাজা উপত্যকা পরিণত হয়েছে ধ্বংসস্তুপে। পরিস্থিতিতে গাজায় খাদ্য, পানি, জ্বালানিসহ নিত্যপণ্যের সংকট দেখা দিয়েছে। এতে করে গাজায় দেখা দিয়েছে চরম মানবিক বিপর্যয়।
এদিকে হামলার মধ্যে গাজায় আবার পোলিও ভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে বলে আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য প্রকাশ করা হয়। ডব্লিউএইচও জানায়, যুদ্ধ-বিধ্বস্ত গাজায় ভেঙে পড়েছে স্বাস্থ্য এবং স্যানিটেশন ব্যবস্থা। এরই মধ্যে উপত্যকাটিতে পোলিও ভাইরাস ছড়িয়ে পড়া উচ্চ ঝুঁকির আশঙ্কা রয়েছে। গাজা এবং পশ্চিম তীরের ডব্লিউএইচওর জরুরি স্বাস্থ্য সেবার একজন কর্মকর্তা আয়াদিল সাপারবেকভ সাংবাদিকদের এক সাক্ষাৎকারে বলেন, গাজায় বর্তমানে পোলিও ভাইরাস টাইপ- এর ভ্যাকসিন দেয়া বন্ধ করে দেয়া হয়েছে। এজন্য উপত্যকাটিতে এটি ছড়িয়ে পড়ার ঝুঁকি বেড়েছে। সময় তিনি গাজায় পোলিও ভাইরাস ছড়িয়ে পড়ার পেছনে ভ্যাকসিনের পাশাপাশি পানির স্যানিটেশনের অভাবকে দায়ী করেন। তিনি বলেন, এই ভাইরাস কেবল গাজায় নয়, বরং সারা বিশ্বে ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। ইতোমধ্যে বৃহস্পতিবার ডব্লিউএইচও এবং ইউনিসেফের কর্মীরা গাজাবাসীদের মধ্যে পোলিওর প্রকোপ পরীক্ষা-নিরীক্ষা করতে নমুনা সংগ্রহ করেছেন। এর ফল প্রকাশের মধ্য দিয়েই জানা যাবে যে, পরিস্থিতিতে কি ধরনের ভ্যাকসিন ব্যবহার করা উচিত এবং কোন বয়সিদের টিকা দিতে হবে। পোলিওর জন্য পোলিওমাইলাইটিস নামের ভাইরাস দায়ী। যা প্রধানত পায়ুপথের মধ্য দিয়ে ছড়িয়ে পড়ে। পরে এটি স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে তা অকেজ করে দেয়। এটি মূলত বছরের কম বয়সি শিশুদের সংক্রমণ করে। এদিকে ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা উপকূলীয় ছিটমহলের এলাকায় পরীক্ষার নমুনায় পোলিও ভাইরাসের সংক্রমণ পেলে গাজার সেনাদের টিকা দেয়া শুরু করবে। আন্তর্জাতিক গোষ্ঠীর সহযোগিতায় এক মিলিয়নেরও বেশি গাজাবাসীর জন্য পর্যাপ্ত ভ্যাকসিন আনা হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য