ঢাকা , শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫ , ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
কোনো দলের প্রতি সেনাবাহিনীর আলাদা নজর নেই : সেনা সদর সর্দি-জ্বরে জর্জরিত দেশ আগামী নির্বাচন প্রতিটি নাগরিকের জন্য গুরুত্বপূর্ণ: তারেক রহমান দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের সিদ্ধান্ত কিশোরগঞ্জ ভেঙে বাজিতপুরকে জেলায় রূপান্তরের দাবি প্রতিবন্ধী বিদ্যালয় অনুমোদনে চরম অনিয়ম আউটসোর্সিং খাতের নীতিমালা সংশোধনের দাবি চট্টগ্রাম-কক্সবাজার রুটে বদলে যাচ্ছে ট্রেনের সময় কার্যকর ১০ আগস্ট ফেনীতে হাসিনা-নিজাম হাজারীসহ ২২১ জনকে অভিযুক্ত করে চার্জশিট মৌলভীবাজারে সেপটিক ট্যাংকে নেমে যুবকের মৃত্যু ঢামেকে ভুয়া চিকিৎসক সেজে রোগীর সঙ্গে প্রতারণায় আটক ২ ১০ দিনে বাসার দখল নিতে হবে সরকারি চাকরিজীবীদের থানায় ঢুকে ‘মব’ সৃষ্টি : তিনজন কারাগারে গণতন্ত্র চর্চা করলে সমাজের বৈষম্য হ্রাস পায়-উপদেষ্টা নওগাঁয় হত্যা মামলায় দু’জনের মৃত্যুদণ্ড ও ধর্ষণ মামলায় দু’জনের যাবজ্জীবন নওগাঁ সীমান্ত দিয়ে ১০ জনকে বিএসএফের পুশ ইন সংঘবদ্ধ চক্রের হাতে জিম্মি ডেসটিনি সংকোচনমূলক মুদ্রানীতি বাণিজ্য-বিনিয়োগ প্রবৃদ্ধি বাধাগ্রস্ত করবে : ঢাকা চেম্বার সার কারখানা চালু রাখতে বন্ধ করতে হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র পরিবর্তন আসছে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনায়

গাজার খান ইউনিসে বাস্তুচ্যুত ২ লাখ মানুষ

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৪ ১২:৩০:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৪ ১২:৩০:৪৬ পূর্বাহ্ন
গাজার খান ইউনিসে বাস্তুচ্যুত ২ লাখ মানুষ
জনতা ডেস্ক
গাজার খান ইউনিসে ইসরাইলি বাহিনীর অভিযান শুরুর পর থেকে প্রায় লাখ ৮০ হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি পালিয়ে গেছেন। জাতিসংঘের মানবাধিকার সংস্থা (ইউএনওসিএইচএ) গতকাল শনিবার এক বিবৃতিতে তথ্য জানিয়েছে।
আলজাজিরা এক প্রতিবেদনে জানায়, ইসরাইল গাজার খান ইউনিসে গত দিন ধরে ক্রমাগত বোমাবর্ষণ চালাচ্ছে। ইসরাইলি হামলার তোপের মুখে পড়ে সেখান থেকে প্রায় লাখ ৮০ হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি পালিয়ে যান। এছাড়াও আটকা পড়েছেন আরও বহু মানুষ। ফিলিস্তিনের একের পর এক নিরাপদ জায়গা হারিয়ে বাস্তুচ্যুত অনেক ফিলিস্তিনি কবরস্থানে এবং কারাগারে আশ্রয় নিয়েছেন। গত শুক্রবার ইসরাইলি বিমান হামলায় নিহত হয়েছেন আরও ২১ জন বেসামরিক মানুষ। সময় উত্তরের গাজা সিটি, নুসাইরাত শরণার্থী শিবিরেও চালানো হয় তাণ্ডব। আন্তর্জাতিক চাপ কিংবা পশ্চিমা মিত্রদের আহ্বান, কোনো কিছুতেই থামছে না ইসরাইলি বর্বরতা। পুরো গাজা উপত্যকা পরিণত হয়েছে ধ্বংসস্তুপে। পরিস্থিতিতে গাজায় খাদ্য, পানি, জ্বালানিসহ নিত্যপণ্যের সংকট দেখা দিয়েছে। এতে করে গাজায় দেখা দিয়েছে চরম মানবিক বিপর্যয়।
এদিকে হামলার মধ্যে গাজায় আবার পোলিও ভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে বলে আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য প্রকাশ করা হয়। ডব্লিউএইচও জানায়, যুদ্ধ-বিধ্বস্ত গাজায় ভেঙে পড়েছে স্বাস্থ্য এবং স্যানিটেশন ব্যবস্থা। এরই মধ্যে উপত্যকাটিতে পোলিও ভাইরাস ছড়িয়ে পড়া উচ্চ ঝুঁকির আশঙ্কা রয়েছে। গাজা এবং পশ্চিম তীরের ডব্লিউএইচওর জরুরি স্বাস্থ্য সেবার একজন কর্মকর্তা আয়াদিল সাপারবেকভ সাংবাদিকদের এক সাক্ষাৎকারে বলেন, গাজায় বর্তমানে পোলিও ভাইরাস টাইপ- এর ভ্যাকসিন দেয়া বন্ধ করে দেয়া হয়েছে। এজন্য উপত্যকাটিতে এটি ছড়িয়ে পড়ার ঝুঁকি বেড়েছে। সময় তিনি গাজায় পোলিও ভাইরাস ছড়িয়ে পড়ার পেছনে ভ্যাকসিনের পাশাপাশি পানির স্যানিটেশনের অভাবকে দায়ী করেন। তিনি বলেন, এই ভাইরাস কেবল গাজায় নয়, বরং সারা বিশ্বে ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। ইতোমধ্যে বৃহস্পতিবার ডব্লিউএইচও এবং ইউনিসেফের কর্মীরা গাজাবাসীদের মধ্যে পোলিওর প্রকোপ পরীক্ষা-নিরীক্ষা করতে নমুনা সংগ্রহ করেছেন। এর ফল প্রকাশের মধ্য দিয়েই জানা যাবে যে, পরিস্থিতিতে কি ধরনের ভ্যাকসিন ব্যবহার করা উচিত এবং কোন বয়সিদের টিকা দিতে হবে। পোলিওর জন্য পোলিওমাইলাইটিস নামের ভাইরাস দায়ী। যা প্রধানত পায়ুপথের মধ্য দিয়ে ছড়িয়ে পড়ে। পরে এটি স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে তা অকেজ করে দেয়। এটি মূলত বছরের কম বয়সি শিশুদের সংক্রমণ করে। এদিকে ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা উপকূলীয় ছিটমহলের এলাকায় পরীক্ষার নমুনায় পোলিও ভাইরাসের সংক্রমণ পেলে গাজার সেনাদের টিকা দেয়া শুরু করবে। আন্তর্জাতিক গোষ্ঠীর সহযোগিতায় এক মিলিয়নেরও বেশি গাজাবাসীর জন্য পর্যাপ্ত ভ্যাকসিন আনা হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য