ঢাকা , মঙ্গলবার, ২০ মে ২০২৫ , ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দেশে অনিবন্ধিত কারখানা প্রতিষ্ঠান প্রায় দেড় লাখ ডিআরইউতে জনশক্তি রফতানিকারকদের দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া আওয়ামীপন্থি ৬১ আইনজীবীর জামিন স্থগিতই থাকছে রাজস্ব বোর্ড বিলুপ্তির কারণে অচলাবস্থা নিরসনের দাবি সিএন্ডএফ এসোসিয়েশনের রাখাইনে করিডোর নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে- কাদের গনি চৌধুরী ভারতীয় আধিপত্য-ধর্মীয় উগ্রতাসহ ৭ বিষয়ে অবস্থান স্পষ্ট এনসিপির এস আলমসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন রপ্তানি বহুমুখীকরণে নানা বাধা, বিপর্যয়ের শঙ্কা পাকিস্তানের হামলায় ভারতের সীমান্তে ১০ হাজারেরও বেশি বাড়ি ধ্বংস ক্যানসারে আক্রান্ত বাইডেন গাজায় আরও দেড় শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল ফিলিস্তিনিদের লিবিয়ায় সরিয়ে নেয়ার খবর সত্য নয়: মার্কিন দূতাবাস আলোচনায় বসবে পাকিস্তান, চীন ও আফগানিস্তান রিয়াল বেতিসের বিপক্ষে দাপুটে জয় পেলো অ্যাতলেতিকো সেভিয়ার সাথে জয় পেলো রিয়াল ভিয়ারিয়ালের কাছে হারের স্বাদ পেলো বার্সা আইপিএলে ডাক পেলেন মুজারাবানি এশিয়া কাপে থেকে নাম প্রত্যাহারের খবর অস্বীকার করলো বিসিসিআই পিএসএল খেলার জন্য এনওসি পেলেন মিরাজ এবার লাহোরে ডাক পেলেন মিরাজ

ভাগ্য বদলেছেন কলারোয়ায় শিখা রাণী চক্রবর্তী

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৪ ১২:২৭:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৪ ১২:২৭:৫৩ পূর্বাহ্ন
ভাগ্য বদলেছেন কলারোয়ায় শিখা রাণী চক্রবর্তী
সাতক্ষীরা প্রতিনিধি
কেঁচোসার ৎপাদন করে ভাগ্য বদলেছেন সাতক্ষীরার কলারোয়ায় শিখা রাণী চক্রবর্তী। তিনি একজন সফল ভার্মি কম্পোস্ট কেঁচো কম্পোস্ট সার ৎপাদনকারী হিসেবে এলাকার মডেল নারী। তিনি প্রতি মাসে প্রায় ১শমণের বেশি ভার্মি কম্পোস্ট কেঁচো সার ৎপাদন করছেন।
প্রধানমন্ত্রীর পুরস্কারপ্রাপ্ত নারী উদ্যোক্তা শিখা রাণী আজ এলাকায় রোলমডেল। এলাকা ঘুরে দেখা গেছে, কয়েক বছর জমিতে ওই জৈব সার ব্যবহার করে মাটির উর্বরতা ফসলের ৎপাদন ভালো হওয়ায় কৃষকদের কাছে জৈব সারের ব্যাপক চাহিদা বেড়েছে। শিখা রাণী চক্রবর্তীর এক সাক্ষ্যাৎকারে তিনি বলেন-২০০৯ সালে ৩টি নান্দা দিয়ে শুরু করেন ভার্মি কম্পোস্ট কেঁচো সার ৎপাদন।
এখন তার বাড়ির আঙিনায় বালু সিমেন্ট টিন দিয়ে তৈরি করা খামারে ৩টি বড় হাউস ছোট ২৫টি ভার্মি কম্পোস্ট রাখার চাড়ি। ৬টি বড় হাউসে চলে ট্রাইকো কম্পোজ সার ৎপাদন কার্যক্রম। নারী উদ্যোক্তা শিখা রাণী চক্রবর্তীর খামারে জন নারী শ্রমিকেরও কর্মসংস্থান হয়েছে।
এখানে কাজ করে তারাও পরিবারের অর্থ যোগান দিচ্ছে। উদ্যোগক্তা শিখা রাণী চক্রবর্তী কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের ধানদিয়া ঠাকুর পাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী মহন কুমার চক্রবর্তীর স্ত্রী। শিখা রাণী চক্রবর্তী বলেন, আমার নিজ হাতে তৈরি করা সার প্রথমে কেউ ব্যবহার করতে চাইতো না। কৃষকদের বিনামূল্যে এই সার দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। এখন কৃষকেরা রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার অত্যন্ত কার্যকারী হিসেবে ব্যবহার করছেন। তিনি আরও বলেন, এখন কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে কৃষকেরা এসে নগদ টাকায় আমার কাছ থেকে জৈব সার কিনছে। এটা এখন এই এলাকার কৃষকের কৃষি বিভাগের সফলতা মনে কনছি। এলাকার কৃষকের কাছে তার ৎপাদিত কম্পোস্ট সারের চাহিদা থাকলেও অর্থ অভাবে বেশি ৎপাদন করতে পারছেন না তিনি।
যদি কৃষি বিভাগ সহযোগিতা করে তাহলে সে তার খামার আরও বড় করতে পারবেন। সেখানে আরো নারী কর্মীর কর্মসংস্থান হবে। কৃষকেরা মাঠে রাসায়নিক সারের পরিবর্তে চাহিদা অনুযায়ী জৈব সার ব্যবহার করতে পারবেন। তার এমন উদ্যোগ কৃষিক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখতে পারবে এমনটাই দাবি করেছেন এলাকার কৃষকরা। ট্রাইকো কম্পোস্ট সার প্রতি কেজি ২০ টাকা দরে বিক্রি করছেন। কেঁচো কম্পোস্ট ১২ টাকা কেজি এবং তার খামারের ৎপাদিত থাইল্যান্ডের কেঁচো যদি কোন এনজিও সংস্থা ক্রয় করেন সেক্ষেত্রে তিনি ১৫শটাকা কেজি দরে বিক্রি করবেন।
আর যদি কোন কৃষক বা কোন নারীর উদ্যোক্তা খামার তৈরীর ক্ষেত্রে ক্রয় করেন সেক্ষেত্রে তিনি এক হাজার টাকা কেজি ধরে বিক্রি করবেন। বর্তমানে প্রতি মাসে তার খামার থেকে প্রায় সকল খরচ বাদে ৩০থেকে ৩৫হাজার টাকা লাভ থাকছে। তিনি জানান, কেঁচো কম্পোস্ট ভার্মি কম্পোস্ট সারের রোগ বালাই বলতে প্রয়োজন সঠিক পরিচর্যা। সার তৈরীর এই কেঁচোগুলো অতি গরম বা অতি ঠান্ডা সহ্য করতে পারে না। বর্ষা শীতকাল এই দুই মাসে কেঁচো ডিম দেয় এবং ফাল্গুন থেকে আষাঢ় মাস পর্যন্তসার ৎপাদনের মাত্রা সবথেকে বেশি হয়।
তবে খেয়াল রাখতে হবে পঁচা গন্ধযুক্ত গোবর, লতাপাতা সার তৈরি ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। উপজেলা কৃষি অফিসার শুভ্রাংশু শেখর দাস বলেন, কৃষিতে নিরাপদ ফসল ৎপাদনে অনেক বড় ভূমিকা রেখে কাজ করছেন নারী উদ্যোক্তা শিখা রাণী চক্রবর্তী। কৃষিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তিনি ২০১৮ সালে প্রধানমন্ত্রীর পুরস্কার পেয়েছেন। এছাড়াও উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায়ে একাধিক অর্জন রয়েছে তার। এখন তাকে সফল হতে কৃষি বিভাগ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন বলেন, সমাজে বিভিন্ন উন্নয়নমূলক কাজে নারীরা এখন অনেক এগিয়ে।
কৃষি কাজসহ বিভিন্ন কাজে তারা দক্ষতা অর্জন করেছে। কলারোয়ার শিখা রাণী, আকলিমাসহ অনেক নারী জয়িতা পুরস্কার পেয়ে বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছে। নারীদের মাধ্যমে একদিকে যেমন বেকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে অন্যদিকে অনেকেই উদ্যোক্তা হিসেবে গড়ে উঠছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

ভারতীয় আধিপত্য-ধর্মীয় উগ্রতাসহ ৭ বিষয়ে অবস্থান স্পষ্ট এনসিপির

ভারতীয় আধিপত্য-ধর্মীয় উগ্রতাসহ ৭ বিষয়ে অবস্থান স্পষ্ট এনসিপির