ঢাকা , সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ , ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবির গুরুত্ব তুলে ধরেছেন ড. কুদরত এ খোদা সিরাজগঞ্জে দ্ইু নৌকার সংঘর্ষে নিহত ২, আহত ১৫ তফসিল ঘোষণায় সিইসির তড়িঘড়ি সন্দেহের কারণ- গোলাম পরওয়ার রাজউকের এস্টেট ভ‚মি ২-এর এডি আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড় বেসরকারি স্বাস্থ্যখাত হবে সেবামুখী ব্যবসা -ডা. তাহের সাগরে ভেসে যাওয়া ২ বন্ধু সৈকতে ফিরলো লাশ হয়ে কক্সবাজারে নদী-পরিবেশ দূষণ করলে হোটেল বন্ধ করে দেওয়ার নির্দেশ -নৌপরিবহন উপদেষ্টা নুরের মাথায় রক্তক্ষরণসহ নাকের হাড় ভেঙেছে তিন দফা দাবিতে শহীদ মিনারে শিক্ষকদের মহাসমাবেশ নুরের ওপর হামলার নির্দেশের অডিওটি ভুয়া- স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিপি নুরুল হকের সুস্থতা কামনা করছি- মহাসচিব জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা অগ্নিসংযোগ বাতিল হওয়া এনআইডি সংশোধনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত দু’ রাজনৈতিক দলের সহিংস পরিস্থিতি নিয়ে যা জানালো আইএসপিআর বিভিন্ন এজেন্সি থেকে জঙ্গি লিস্ট দিয়ে বলা হতো ছাড়া যাবে না- আসিফ নজরুল জমে উঠেছে ভোটের মাঠ একে একে চলে গেলেন সাতজন হাসপাতাল-ফার্মাসিউটিক্যাল সরকারের নিয়ন্ত্রণমুক্ত করবে বিএনপি-আমির খসরু খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা

বরিশালে সরকারি হাসপাতালে তিন চিকিৎসক অনুপস্থিত

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৪ ১২:২৬:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৪ ১২:২৬:২৫ পূর্বাহ্ন
বরিশালে সরকারি হাসপাতালে তিন চিকিৎসক অনুপস্থিত
বরিশাল প্রতিনিধি
সরকারি হাসপাতালে চিকিৎসক কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করলেও তা কাজে আসেনি ৫০ শষ্যা বিশিষ্ট জেলার আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
দীর্ঘদিন থেকে হাসপাতালের তিনজন চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত থাকায় প্রতিনিয়ত ভোগান্তিতে পরতে হচ্ছে রোগীদের। নিরুপায় হয়ে অনেক রোগী বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, ডাঃ আবু বকর সিদ্দিক ২০১১ সালের জুলাই আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেছেন। মাত্র পাঁচ মাস তিনি হাসপাতালে চিকিৎসা সেবা দিয়ে ২০১২ সালের জানুয়ারি থেকে তিনি অনুপস্থিত রয়েছেন। একইভাবে ২০১৪ সালের অক্টোবর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেছেন ডা. সোমা হালদার। এক বছর কর্ম পালনের পর ২০১৫ সালের নভেম্বও থেকে তিনিও অনুপস্থিত রয়েছেন। সূত্রে আরও জানা গেছে, ২০২৩ সালের ২৫ নভেম্বর হাসপাতালে যোগদান করেছিলেন ডা. শাহানা রহমান। গত মাস ধরে তিনি হাসপাতালে আসছেন না। দীর্ঘদিন থেকে উল্লিখিত ওই তিনজন চিকিৎসক অনুপস্থিত থাকলেও তাদের জায়গায় কোনো নিয়োগ হচ্ছেনা। ফলে প্রতিনিয়ত রোগীদের সেবাদান ব্যাহত হচ্ছে। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষও বিপাকে পরেছেন। নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা জানিয়েছেন, দায়িত্ব পালনে অবহেলাকারীদের শাস্তি না হওয়ায় উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাশাপাশি রয়েছে শক্ত তদারকির অভাব। ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুন বলেছেন, আবু বকর সিদ্দিক সোমা হালদারকে একাধিকবার কর্মস্থলে যোগদানের জন্য চিঠি দেওয়া হয়েছে। কিন্তু তারা এখনও কাজে ফেরেননি। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ