ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫ , ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গাজায় ইসরায়েলি নির্মম গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ নড়াইলে সৌদি প্রবাসী হত্যা হামলা-ভাঙচুরের পর পুরুষশূন্য গ্রাম প্রেস সচিবের মন্তব্যকে ‘অযাচিত’ বলছে ভারত রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ‘কাফন মিছিল’ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা অনৈক্যের সুর রাজনীতিতে বাড়ছে অবিশ্বাস দলিতদের পরিবর্তনে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ- আনু মুহাম্মদ মালয়েশিয়ায় অভিযানে ১৬৫ বাংলাদেশি আটক জাবির থিসিসের ফলাফল বিপর্যয়ের অভিযোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জন হাসপাতালে ভর্তি চীনের অর্থায়নে পঞ্চগড়ে হাসপাতাল নির্মাণের দাবি যশোরে আগুনে পুড়লো ফার্মের ৪৪ হাজার মুরগি ঈদের পর থেকে বাজারে সবজির দাম বাড়তি চার মাসের সন্তানকে বিক্রি করে মোবাইল কেনেন মা! মানহীন কিন্ডারগার্টেনে ধ্বংস শিশুর ভবিষ্যৎ টিসিবির জন্য কেনা হবে ৫৪২ কোটি টাকার তেল সৌদি আরব-মরক্কো থেকে ৪৬৬ কোটি টাকার সার কিনবে সরকার জেলা হিসাবরক্ষণ কর্মকর্তাসহ ৫ জন দুদকের হাতে গ্রেফতার টিপাইমুখ বাঁধ দেয়ার প্রতিবাদ করায় ইলিয়াস আলী গুম হন- রিজভী কনটেইনারবাহী জাহাজ চলবে দুই বন্দরে

বরিশালে সরকারি হাসপাতালে তিন চিকিৎসক অনুপস্থিত

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৪ ১২:২৬:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৪ ১২:২৬:২৫ পূর্বাহ্ন
বরিশালে সরকারি হাসপাতালে তিন চিকিৎসক অনুপস্থিত
বরিশাল প্রতিনিধি
সরকারি হাসপাতালে চিকিৎসক কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করলেও তা কাজে আসেনি ৫০ শষ্যা বিশিষ্ট জেলার আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
দীর্ঘদিন থেকে হাসপাতালের তিনজন চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত থাকায় প্রতিনিয়ত ভোগান্তিতে পরতে হচ্ছে রোগীদের। নিরুপায় হয়ে অনেক রোগী বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, ডাঃ আবু বকর সিদ্দিক ২০১১ সালের জুলাই আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেছেন। মাত্র পাঁচ মাস তিনি হাসপাতালে চিকিৎসা সেবা দিয়ে ২০১২ সালের জানুয়ারি থেকে তিনি অনুপস্থিত রয়েছেন। একইভাবে ২০১৪ সালের অক্টোবর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেছেন ডা. সোমা হালদার। এক বছর কর্ম পালনের পর ২০১৫ সালের নভেম্বও থেকে তিনিও অনুপস্থিত রয়েছেন। সূত্রে আরও জানা গেছে, ২০২৩ সালের ২৫ নভেম্বর হাসপাতালে যোগদান করেছিলেন ডা. শাহানা রহমান। গত মাস ধরে তিনি হাসপাতালে আসছেন না। দীর্ঘদিন থেকে উল্লিখিত ওই তিনজন চিকিৎসক অনুপস্থিত থাকলেও তাদের জায়গায় কোনো নিয়োগ হচ্ছেনা। ফলে প্রতিনিয়ত রোগীদের সেবাদান ব্যাহত হচ্ছে। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষও বিপাকে পরেছেন। নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা জানিয়েছেন, দায়িত্ব পালনে অবহেলাকারীদের শাস্তি না হওয়ায় উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাশাপাশি রয়েছে শক্ত তদারকির অভাব। ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুন বলেছেন, আবু বকর সিদ্দিক সোমা হালদারকে একাধিকবার কর্মস্থলে যোগদানের জন্য চিঠি দেওয়া হয়েছে। কিন্তু তারা এখনও কাজে ফেরেননি। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য