ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫ , ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গাজায় ইসরায়েলি নির্মম গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ নড়াইলে সৌদি প্রবাসী হত্যা হামলা-ভাঙচুরের পর পুরুষশূন্য গ্রাম প্রেস সচিবের মন্তব্যকে ‘অযাচিত’ বলছে ভারত রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ‘কাফন মিছিল’ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা অনৈক্যের সুর রাজনীতিতে বাড়ছে অবিশ্বাস দলিতদের পরিবর্তনে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ- আনু মুহাম্মদ মালয়েশিয়ায় অভিযানে ১৬৫ বাংলাদেশি আটক জাবির থিসিসের ফলাফল বিপর্যয়ের অভিযোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জন হাসপাতালে ভর্তি চীনের অর্থায়নে পঞ্চগড়ে হাসপাতাল নির্মাণের দাবি যশোরে আগুনে পুড়লো ফার্মের ৪৪ হাজার মুরগি ঈদের পর থেকে বাজারে সবজির দাম বাড়তি চার মাসের সন্তানকে বিক্রি করে মোবাইল কেনেন মা! মানহীন কিন্ডারগার্টেনে ধ্বংস শিশুর ভবিষ্যৎ টিসিবির জন্য কেনা হবে ৫৪২ কোটি টাকার তেল সৌদি আরব-মরক্কো থেকে ৪৬৬ কোটি টাকার সার কিনবে সরকার জেলা হিসাবরক্ষণ কর্মকর্তাসহ ৫ জন দুদকের হাতে গ্রেফতার টিপাইমুখ বাঁধ দেয়ার প্রতিবাদ করায় ইলিয়াস আলী গুম হন- রিজভী কনটেইনারবাহী জাহাজ চলবে দুই বন্দরে

তাণ্ডবের সময় রাজপথে না থাকা দায়িত্বশীল নেতাদের কমিটি বিলুপ্তের দাবি

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৪ ১১:৩৪:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৪ ১১:৩৪:৩৬ অপরাহ্ন
তাণ্ডবের সময় রাজপথে না থাকা দায়িত্বশীল নেতাদের কমিটি বিলুপ্তের দাবি
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
কোটা সংস্কারের নামে দেশব্যাপী বিএনপি জামায়াতের নাশকতায় জেলার গৌরনদী উপজেলার বাসিন্দা এক যুবদল নেতা ঢাকায় এবং আরেকজন নারায়ণগঞ্জে নিহতের পর রাজপথে সরব হওয়ার সকল প্রস্তুতি গ্রহণ করেছিলো বিএনপির নেতাকর্মীরা। অথচ সন্ত্রাসীদের প্রতিহতের জন্য সরকারের পক্ষে জেলার প্রবেশদ্বার গৌরনদী উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক ছিলেন পুরোপুরি নিস্কিয়। এমনকি ওইসব কমিটির নেতৃবৃন্দের অনুসারীদেরও রাজপথে দেখা মেলেনি।
শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের নিরব ভূমিকায় সরকার দলীয় তৃণমূল পর্যায়ের নেতাকর্মী সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। আগামীতে আরো কোন কঠোর আন্দোলন সংগ্রাম আসলে এসব সভাপতি সাধারণ সম্পাদকরা কেমন ভূমিকা পালন করবেন তা নিয়েও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। তাই উপজেলার সকল স্তরের কমিটি বিলুপ্তের দাবি উঠেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, কোটা বিরোধী আন্দোলনের শুরু থেকে স্থানীয় প্রশাসনের পাশাপাশি বর্তমান নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া এবং নবনির্বাচিত পৌর মেয়র আলহাজ¦ মোঃ আলাউদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা রাজপথে সরব ছিলেন। সকল প্রকার সন্ত্রাসী কর্মকান্ডকে প্রতিহতের ঘোষণা দিয়ে নবনির্বাচিত ওই দুই জনপ্রতিনিধির নেতৃত্বে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলু, সাংগঠনিক সম্পাদক মাসুম মল্লিক খোকন, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন হাওলাদার পৌর প্যানেল মেয়র ইখতিয়ার হাওলাদার তাদের অনুসারিদের নিয়ে রাজপথে সরব থেকে শান্তি মিছিল সমাবেশ করেছেন।
সেখানে পুরোপুরি নিস্কিয় ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক।
সূত্রমতে, সদ্য সমাপ্ত গৌরনদী পৌরসভার নির্বাচনে মেয়র প্রার্থী ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন এবং উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমান। উভয়নির্বাচনে ওই দুই প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। নির্বাচনে পরাজিত হওয়ার পর দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মী সমর্থকদের কাছে জনপ্রিয়তা হারিয়ে ফেলেছেন ওই দুই পরাজিত প্রার্থী তাদের কতিপয় সমর্থকরা। এরইমধ্যে কারফিউ জারির আগ পর্যন্ত প্রায় প্রতিদিনই গৌরনদী বন্দরস্থ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ব্যক্তিগত অফিসে আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদক ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ তাদের অনুসারিরা প্রতিদিন বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত সরব উপস্থিতি ছিলেন। কিন্তু দেশব্যাপী কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচিতে যখন রাজনৈতিক কালো থাবা ভর করে, তার বিরুদ্ধে স্থানীয় পদ-পদবী দখল করে রাখা আওয়ামী লীগ নেতৃবৃন্দকে কোন কর্মসূচি পালন করতে দেখা যায়নি। কিন্তু নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান পৌর মেয়রের নেতৃত্বে তাদের অনুসারি আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে রাজনৈতিক সন্ত্রাসীদের মোকাবেলা করার জন্য সরব ছিলেন।
পৌর যুবলীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর মোঃ আল-আমিন হাওলাদার ক্ষোভ প্রকাশ করে বলেন, দলীয় পদ-পদবী দখল করে রাখা শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দকে দেশের ক্লান্তি লগ্নে একটিবারের জন্যও রাজপথে পাওয়া যায়নি। তারা তাদের ব্যক্তিগত কার্যালয়ে নিজদলের নেতৃবৃন্দকে শায়েস্তা করাসহ বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের রাজপথে নামানোর ষড়যন্ত্রে ব্যস্ত ছিলেন। যেকারণে ওইসব বির্তকিত নেতৃবৃন্দকে দলের সর্বস্তরের নেতাকর্মী সমর্থকরা ঘৃণাভরে প্রত্যাখান করেছেন। তিনি আরও বলেন, অনতিবিলম্বে ওই বির্তকিত ব্যক্তিদের বাদ দিয়ে রাজপথে সরব থাকা নেতৃবৃন্দদের নিয়ে কমিটি গঠণ করার জন্য সর্বস্তরে জোর দাবি উঠেছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য