ঢাকা , রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ , ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
একে একে চলে গেলেন সাতজন হাসপাতাল-ফার্মাসিউটিক্যাল সরকারের নিয়ন্ত্রণমুক্ত করবে বিএনপি-আমির খসরু খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা বাণিজ্য বাড়াবে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ নুরের ওপর হামলার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ নুরের ওপর হামলা গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ- অ্যাটর্নি জেনারেল একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না সাত বছর পর চীন সফরে গেলেন নরেন্দ্র মোদি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর- তারেক রহমান অদৃশ্য অরাজকতায় ষড়যন্ত্রের আভাস পোরশায় সবজি বাজারে ঊর্ধ্বগতি, কিনতে ক্রেতাদের পকেট খালি ধানের প্রকৃত নামেই চাল বাজারজাত করতে হবে গোমস্তাপুরে হাঁস পালন করে ভাগ্য পরিবর্তন, তরুণদের অনুপ্রেরণা শরিফুল ইসলাম গোমস্তাপুরে বারোমাসি আম চাষে সাফল্যের গল্প নির্বাচনী রোডম্যাপ নিয়ে দু-একটি দল ধোঁয়াশা সৃষ্টি করছে-সালাহউদ্দিন আহমদ ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছে ইসি রোডম্যাপ ঘোষণা সুষ্ঠু নির্বাচন ভন্ডুলের নীল নকশা-তাহের আদালতের প্রতি ‘আস্থা’ নেই বলে জামিন চাননি লতিফ সিদ্দিকী

বিরলে ডিবি পুলিশ পরিচয়ে আদিবাসীর বাড়ি থেকে টাকা লুট

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৪ ১১:৩১:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৪ ১১:৩১:০৭ অপরাহ্ন
বিরলে ডিবি পুলিশ পরিচয়ে আদিবাসীর বাড়ি থেকে টাকা লুট
বিরল (দিনাজপুর) প্রতিনিধি
বিরলের পল্লীতে আদিবাসির বাড়ি থেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে নগদ টাকা লুট করে নেয়ার অভিযোগ ওঠেছে। ঘটনাটি গত শুক্রবার সকাল ১১টার দিকে মৌচুষা গ্রামের ঠাকুরপাড়ায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় সুত্রে জানা গেছে, বিরল উপজেলা নং ভান্ডারা ইউনিয়নের মৌচুষা গ্রামের ঠাকুরপাড়ায় বেশ কয়েকটি আদিবাসি পরিবার বসবাস করে। গত শুক্রবার বেলা ১১টার দিকে অপরিচিত জন ব্যাক্তি একটি টিভিএস এ্যাপাচি মটর সাইকেল নিয়ে প্রথমে আদিবাসি আমচার বাড়িতে গিয়ে তারা ডিবি পুলিশ পরিচয় দিয়ে বাংলামদ (চুয়ানি) বিক্রি করার অপরাধে আদিবাসি আমচা হাসদাকে গ্রেপ্তারের হুমকি দেয়।
সে সময় আমচা হাসদাকে না পেয়ে বাড়ির লোকজনকে ভয়ভীতি বাড়িঘর তল্লাশি করার নাম করে ঘরে রক্ষিত হাজার ৫০০ টাকা এবং পরে পাশের ঈশ্বর হাসদার বাড়িতে গিয়ে একইভাবে কথা বলে ঘর তল্লাশী শুরু করে ঘরে রক্ষিত ৩২ হাজার ৫০০ টাকা নিয়ে সটকে পরে। এলাকায় ঘটনায় হইচই শুরু হলে পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মামুনকে  বিষয়টি অবগত করা হয়েছে বলে জানান ভূক্তভোগীরা। ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন পরবর্তী আইনুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।
কালীগঞ্জে আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের সভা অনুষ্ঠিত
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
আঞ্চলিক ভাষা রক্ষার দৃঢ় প্রত্যয় নিয়ে শনিবার সকালে অনলাইন ভিত্তিক জনপ্রিয় সংগঠন ঝিনেদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের এক মতবিনিময় সভা গ্রুপ ক্রিয়েটর আমেরিকা প্রবাসি তরিকুল ইসলাম মিঠুর সংর্বধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঝিনাইদহ জোহান ড্রিম ভ্যালি পার্কে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক আসিফ ইকবাল কাজল।
দুই দিন ব্যাপী এই সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ঝিনাইদহ চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি বিশিষ্ট শিল্প উদ্যোক্তা জোহান ড্রিম ভ্যালির মালিক মোঃ মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম মিঠু, সাইফুল ইসলাম লিকু, মাসুদ রানা, ফিরোজা জামান আলো, মোরশেদ আলম, নাজমুল হাসান সবুজ, সাইদুল ইসলাম টিটো, মহাব্বত আলী, নিপা জামান, সুরভি ইসলাম, আশরাফুল ইসলাম, জাম্মিম সবুজ, কবি সাহিত্যিক এমদাদ শুভ্র, মেহেদী হাসান সুমন, শরিফুল ইসলাম, মেহেদী হাসান মেন্দি আনিছুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে পরিচালনা করেন আঞ্চলিক ভাষার গবেষক বিশিষ্ট ব্যাংকার এনামুল হক।
প্রধান অতিথির বক্তৃতায় ঝিনাইদহ চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন বলেন, জেলার আঞ্চলিক ভাষা আমাদের প্রাণ। শিশুকাল থেকে আমরা মায়ের ভাষা রপ্ত করে আঞ্চলিকতা প্রাধান্য দিয়ে আসছি। ঝিনেদার আঞ্চলিক ভাষা চার্চার মাধ্যমে এই ভাষাকে সমুন্নত রাখতে সংগঠনটি প্রধান ভুমিকা পালন করে যাচ্ছে। তিনি নিজ নিজ সন্তানদেরকে আঞ্চলিক ভাষা শেখানোর পাশাপাশি তাদের আদার শাসন করার তাগিদ দেন।সংর্বধনার জবাবে গ্রুপ ক্রিয়েটর সংগঠনের সাধারণ সম্পাদক আমেরিকা প্রবাসি তরিকুল ইসলাম মিঠু বলেন, বিশ^ব্যাপী আঞ্চলিক ভাষা ছড়িয়ে দেওয়ার এক যুগ সন্ধিক্ষনে এই সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। ঝিনেদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশন এখন অনেক বড় একটি অনলাইন ভিক্তিক প্লাটফর্ম।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য