ঢাকা , শনিবার, ১৯ জুলাই ২০২৫ , ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
শিক্ষক সঙ্কটে প্রাথমিক শিক্ষার বেহাল দশা আড়ালে শক্তির জানান দিতে চায় জামায়াত নির্বাচন নিয়ে সংশয় উৎকণ্ঠায় বিএনপি পিআর পদ্ধতি খায় না মাথায় দেয়-প্রশ্ন সালাহউদ্দিনের ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪ গুলিতে নিহতদের ময়নাতদন্ত কেন হয়নি হামলার ঘটনায় গোয়েন্দা ব্যর্থতা ছিল-সাবেক আইজিপি গোপালগঞ্জে গ্রেফতার আতঙ্ক ক্ষতির মুখে ব্যবসায়ীরা মাদ্রাসার মোহতামিমকে অবরুদ্ধ করে কমিটিতে বিএনপি নেতার স্বাক্ষর কুষ্টিয়ায় ‘চাঁদা না পেয়ে’ হামলার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে গাজীপুরে কাভার্ড ভ্যানচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত সুনামগঞ্জে পানিতে ডুবে মা-মেয়ের মৃত্যু সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত র‌্যাবের পোশাকে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫ জন কারাগারে যান্ত্রিক ত্রুটির কবলে পড়া বিমান দুবাই থেকে ফিরল ৩০ ঘণ্টা বিলম্বে সাঁতার জানতেন ইবি শিক্ষার্থী সাজিদ, পুকুরে ডুবে মৃত্যু রহস্যজনক চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ বিএনপির ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ তিন লাখ মানুষের জন্য তিনজন চিকিৎসক গোপালগঞ্জে হামলাকারীদের ছাড় দেওয়া হবে না-স্বরাষ্ট্র উপদেষ্টা

চাটমোহরে পানির অভাবে পাট নিয়ে বিপাকে চাষিরা

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৪ ১১:২৭:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৪ ১১:২৭:২২ অপরাহ্ন
চাটমোহরে পানির অভাবে পাট নিয়ে বিপাকে চাষিরা
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
চাটমোহরে সোনালী আঁশ পাটের ভালো ফলনের আশা করছেন কৃষকেরা। তবে পানির অভাবে পাট জাগ দিতে না পারায় দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা।
উপজেলার দক্ষিণাঞ্চলের ফৈলজানা, মূলগ্রাম, পাশর্^ডাঙ্গা, মথুরাপুর বিডিবগ্রাম ইউনিয়নের নদী, নালা, খাল-বিল প্রায় পানিশুন্য। ইতোমধ্যে পাট কাটা, জাগ দেয়া ধোয়ার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষক।
গ্রামের নারীরা সকাল থেকে পাটকাঠি থেকে পাটের আঁশ ছাড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন। বাজারে নতুন পাট উঠতে শুরু করেছে। পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় বন্যার পানি না আসায় পাট জাগ দিতে কৃষক হিমশিম খাচ্ছেন। 
চাটমোহর উপজেলায় চলতি মৌসুমে পাটের আবাদ বেড়েছে।
গত মৌসুমে পাটের দাম ভালো পাওয়ায় এবার কৃষক পাটচাষে ঝুঁকেছেন। ফলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পাটের আবাদ হয়েছে। চলতি মৌসুমে কৃষি বিভাগ উপজেলায় হাজার ৮২০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে।
কিন্তু আবাদ হয়েছে হাজার ৮৬০ হেক্টর। গত বছর পাটের ভালো ফলন ভালো দাম পেয়েছেন কৃষক। উপজেলা কৃষি বিভাগ পাট অধিদপ্তর পাট চাষিদের মাঝে বিনামূল্যে বীজ সার দিয়েছে। কৃষি বিভাগের কর্মীরা পাট চাষিদের সার্বক্ষনিক পরামর্শ দিয়ে পাট আবাদে সহযোগিতা করেছে।
উপজেলার দাঁথিয়া কয়রাপাড়া গ্রামের পাটচাষি ইজাবত আলী জানান,দুই বিঘা জমিতে পাটের আবাদ করেছি। এখন পর্যন্ত ভালো আছে। তবে পানির অভাবে পাট নিয়ে কিছুটা দুশ্চিন্তায় আছি। হরিপুর এলাকার পাটচাষি আকতার হোসেন জানান, চার বিঘা জমি পাট চাষ করেছি। ইতোমধ্যে দুই বিঘা জমির পাট কেটে জাগ দিয়েছি। এলাকায় পর্যাপ্ত পানি না থাকায় বিপাকে পড়েছি। মূলগ্রাম ইউনিয়নের শাহপুর গ্রামের পাট চাষি আঃ কুদ্দুস বললে,এবার পাটের ভালো ফলন হবে বলে আশা করছি। বন্যার পানি কম এসেছে, বৃষ্টিও তেমন হয়নি। ফলে পাট জাগ দেওয়া ধুতে অসুবিধা হবে। 
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুমবিল্লাহ বললেন, গত মৌসুমে পাটের ভালো ফলন হওয়ায় পাটের দাম ভালো পাওয়ায় কৃষক এবার বেশি জমিতে পাটের আবাদ করেছেন। কৃষি বিভাগ থেকে পাট চাষিদের সার্বক্ষনিক পরামর্শ দেওয়া হচ্ছে। তিনি আশা করেন পানিপ্রবাহ বাড়বে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে পাট জাগ দিতে পারবেন কৃষক।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য