ঢাকা , শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫ , ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সুষ্ঠু ভোটের পরিবেশ চান সাধারণ শিক্ষার্থীরা তারেক রহমান-বাবর খালাস আস্থার সংকটে প্রশাসন ও অর্থনীতি অন্তর্বর্তী সরকারের দায়হীন কর্মকাণ্ডে বিপন্ন মানবাধিকার ক্ষমতা বদলের জন্য জুলাই বিপ্লব হয়নি- জামায়াত গাইবান্ধায় কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৩ ধূমপান নিয়ে তর্ক, পরিবহন কাউন্টারে হামলা-ভাঙচুর দুদকের মামলায় খালাস মীর নাসির ও মীর হেলাল রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানকে এগিয়ে আসার আহ্বান স্বর্ণ ব্যবসায়ীরাই টার্গেট ডাকাতদের গ্রেফতার ৭ আদাবরে পুলিশের ওপর হামলা কারাগারে ১১ আসামি নির্বাচন না হলে অনাকাক্সিক্ষত পরিস্থিতি তৈরি হবে- সাইফুল হক প্রধান শিক্ষকের ২১৬৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল দাবি ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৭ সিদ্ধান্তহীনতায় আটকে আছে পরিবহন চালকদের বিশ্রামাগার তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার কোনো বিকল্প নেই ভেজাল ওষুধ সেবনে বাড়ছে মৃত্যুর হার পোরশায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত পোরশায় বিএনপি'র উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রাজধানীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

চাটমোহরে পানির অভাবে পাট নিয়ে বিপাকে চাষিরা

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৪ ১১:২৭:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৪ ১১:২৭:২২ অপরাহ্ন
চাটমোহরে পানির অভাবে পাট নিয়ে বিপাকে চাষিরা
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
চাটমোহরে সোনালী আঁশ পাটের ভালো ফলনের আশা করছেন কৃষকেরা। তবে পানির অভাবে পাট জাগ দিতে না পারায় দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা।
উপজেলার দক্ষিণাঞ্চলের ফৈলজানা, মূলগ্রাম, পাশর্^ডাঙ্গা, মথুরাপুর বিডিবগ্রাম ইউনিয়নের নদী, নালা, খাল-বিল প্রায় পানিশুন্য। ইতোমধ্যে পাট কাটা, জাগ দেয়া ধোয়ার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষক।
গ্রামের নারীরা সকাল থেকে পাটকাঠি থেকে পাটের আঁশ ছাড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন। বাজারে নতুন পাট উঠতে শুরু করেছে। পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় বন্যার পানি না আসায় পাট জাগ দিতে কৃষক হিমশিম খাচ্ছেন। 
চাটমোহর উপজেলায় চলতি মৌসুমে পাটের আবাদ বেড়েছে।
গত মৌসুমে পাটের দাম ভালো পাওয়ায় এবার কৃষক পাটচাষে ঝুঁকেছেন। ফলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পাটের আবাদ হয়েছে। চলতি মৌসুমে কৃষি বিভাগ উপজেলায় হাজার ৮২০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে।
কিন্তু আবাদ হয়েছে হাজার ৮৬০ হেক্টর। গত বছর পাটের ভালো ফলন ভালো দাম পেয়েছেন কৃষক। উপজেলা কৃষি বিভাগ পাট অধিদপ্তর পাট চাষিদের মাঝে বিনামূল্যে বীজ সার দিয়েছে। কৃষি বিভাগের কর্মীরা পাট চাষিদের সার্বক্ষনিক পরামর্শ দিয়ে পাট আবাদে সহযোগিতা করেছে।
উপজেলার দাঁথিয়া কয়রাপাড়া গ্রামের পাটচাষি ইজাবত আলী জানান,দুই বিঘা জমিতে পাটের আবাদ করেছি। এখন পর্যন্ত ভালো আছে। তবে পানির অভাবে পাট নিয়ে কিছুটা দুশ্চিন্তায় আছি। হরিপুর এলাকার পাটচাষি আকতার হোসেন জানান, চার বিঘা জমি পাট চাষ করেছি। ইতোমধ্যে দুই বিঘা জমির পাট কেটে জাগ দিয়েছি। এলাকায় পর্যাপ্ত পানি না থাকায় বিপাকে পড়েছি। মূলগ্রাম ইউনিয়নের শাহপুর গ্রামের পাট চাষি আঃ কুদ্দুস বললে,এবার পাটের ভালো ফলন হবে বলে আশা করছি। বন্যার পানি কম এসেছে, বৃষ্টিও তেমন হয়নি। ফলে পাট জাগ দেওয়া ধুতে অসুবিধা হবে। 
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুমবিল্লাহ বললেন, গত মৌসুমে পাটের ভালো ফলন হওয়ায় পাটের দাম ভালো পাওয়ায় কৃষক এবার বেশি জমিতে পাটের আবাদ করেছেন। কৃষি বিভাগ থেকে পাট চাষিদের সার্বক্ষনিক পরামর্শ দেওয়া হচ্ছে। তিনি আশা করেন পানিপ্রবাহ বাড়বে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে পাট জাগ দিতে পারবেন কৃষক।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য