ঢাকা , বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫ , ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মেধাস্বত্ব সংরক্ষণে সেল প্রতিষ্ঠার উদ্যোগ ইউজিসির বিপুল আমদানিতেও ভোজ্যতেলের বাজার অস্থিতিশীল চিন্ময় দাসের জামিন প্রশ্নে হাইকোর্টের রুল মুক্তিযোদ্ধা তথ্যভাণ্ডার তৈরিতে অনিয়ম এ সরকারও কুমিল্লা থেকে খুনের ইতিহাস শুরু করেছে-শামসুজ্জামান দুদু যুব সমাজ দেশে জীবন ও জীবিকার নিশ্চয়তা পাচ্ছে না-জিএম কাদের ট্রাম্পের শুল্কনীতির অস্থিরতায় বিশ্ব অর্থনীতির ঝুঁকি বাড়ছে সাংবাদিকদের ওপর নির্যাতন বাড়ছে পাচার অর্থ ফেরাতে কানাডার সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা ২৩৯৯ কোটি টাকা ব্যয়ে ক্রয় কমিটিতে ১২ প্রস্তাব অনুমোদন প্রশাসন ক্যাডারের তরুণদের হতাশা-ক্ষোভ গুচ্ছে থাকছে ২০ বিশ্ববিদ্যালয় ৯ বছরেও ফেরেনি রিজার্ভ চুরির অর্থ কারাগার থেকে ফেসবুক চালানো সম্ভব নয় ৮ ফেব্রুয়ারি ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ-আসিফ নজরুল এক সপ্তাহ পর ক্লাসে ফিরলেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা কোটায় উত্তাল জাবি সংখ্যানুপাতিক নির্বাচনব্যবস্থা সমর্থন করছি না-মান্না চট্টগ্রামে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৪৬ নেতাকর্মী গ্রেফতার বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

আমরা বরাবরই শিক্ষার্থীদের দাবি সমর্থন করে আসছি : ওবায়দুল কাদের

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৪ ১২:৩২:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৪ ১২:৩২:০৩ অপরাহ্ন
আমরা বরাবরই শিক্ষার্থীদের দাবি সমর্থন করে আসছি : ওবায়দুল কাদের
কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় প্রতিটি হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত ও বিচার হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরতিনি বলেন, যারা সহিংসতা করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবেপুলিশ ও সাধারণ মানুষ কোনো হত্যাকাণ্ডে অংশ নিতে পারেন না বলেও মন্তব্য করেন তিনিগতকাল শুক্রবার দুপুরে আওয়ামী লীগের ধানমন্ডিতে দলীয়প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে তিনি এসব কথা বলেনকোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতির পেক্ষাপটে ছয় দিন নীরব থাকার পর এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, শিক্ষার্থীদের সকল দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি হয়েছেআমরা বরাবরই শিক্ষার্থীদের দাবি সমর্থন করে আসছিতিনি বলেন, আমরা বিশ্বাস করি কোনো সাধারণ শিক্ষার্থী এমন হত্যাকাণ্ড চালাতে পারে নাকোনো অনাকাক্সিক্ষত মৃত্যু সমর্থন করি নাপ্রধানমন্ত্রী সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আন্দোলনকে কেন্দ্র করে দেশি-বিদেশি চক্র যে আক্রমণ চালিয়েছে তা কোনো সভ্য জাতি মেনে নিতে পারে নাওবায়দুল কাদের বলেন, শিক্ষার্থীদের সকল দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করেছেআমরা বরাবরই শিক্ষার্থীদের দাবি সমর্থন করে আসছিতিনি বলেন, একাত্তরে যারা বিশ্বাসঘাতকতা ও হত্যাযজ্ঞ চালিয়েছে তারা এখনো বিশ্বাসঘাতক১৯৭৫-এ যারা জাতির পিতা, বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তারা এখনো বিশ্বাসঘাতক, ২১ আগস্টে শেখ হাসিনাকে টার্গেট করে হত্যাযজ্ঞ চালানো হয়১৯৭১, ৭৫, ২১ আগস্ট, ২০১৩, ১৪, ১৫ ও ২৪-এর বিশ্বাসঘাতক ও খুনিরা হচ্ছে বিএনপি জামায়াততিনি আরও বলেন, আন্দোলনের নামে শিক্ষার্থীদের হত্যা করে সরকারের ওপর দায় চাপানো হয়েছেআমাদের কয়েক হাজার নেতাকর্মী ও পুলিশের ওপর হামলা চালিয়ে আহত করেছেনজিরবিহীন তাণ্ডব চালিয়েছেতাদের উদ্দেশ্য ছিল শেখ হাসিনার সরকারকে ক্ষমতা থেকে নামানো
ওবায়দুল কাদের বলেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নিরীহ মানুষকে হত্যার দায় বিএনপি-জামায়াতেরপুলিশ ও সাধারণ মানুষ কোনো হত্যায় অংশ নিতে পারেন না বলেও মন্তব্য করে তিনি জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছেসাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা মৃত্যুর তালিকা...পত্র-পত্রিকায় দুই শর মতো বা দুই শর চেয়ে একটু বেশিআমরা এটার খোঁজ-খবর নিচ্ছিঅনেক জায়গায়...জাহাঙ্গীরের (গাজীপুরের সাবেক মেয়র) সঙ্গে জুয়েল নামের একটি ছেলে সব সময় থাকতো, তাকে উত্তরায় মেরে লাশ লটকিয়ে রাখা হয়কী বর্বর! নৃশংসতাপুলিশকে মেরে ঝুলিয়ে রাখা হয়ওবায়দুল কাদের বলেন, অনেক নিরীহ মানুষ মারা গেছেনজানালা দিয়ে বাইরের দৃশ্যপট দেখতে ছিল...বাচ্চা যখন তাকালো, সেই বাচ্চা গুলি খেয়ে মারা গেলতারপরে এ ধরনের ঘটনা আরও অনেক ঘটেছেরাস্তায় বেরিয়েছে, নিষ্পাপ, নির্বোধ শিশু, কিছুক্ষণ পর দেখা গেল সেও লাশ হয়ে পড়েছিলএ রকম ঘটনা অনেক আছেএগুলো জামায়াত-শিবিরের তাণ্ডবআমরা খোঁজ-খবর নিচ্ছিসাংবাদিকেরাও নিচ্ছেনসব সত্য বেরিয়ে আসবেআপনি বলেছেন অনেকেই রাস্তায় বের হয়ে, জানালা দিয়ে দেখার সময় গুলি খেয়ে মারা গেছেএগুলোর বেশিরভাগই গানশটে মারা গেছেতাহলে আপনি কি বলেছেন জামায়াত-শিবিরের হাতে অস্ত্র ছিলসেটা কি উদ্ধার করেছেনসাংবাদিকদের এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, জামায়াত-শিবিরের হাতে অস্ত্র ছিলকিছু অস্ত্র উদ্ধার হয়েছেএখনো চলছে (উদ্ধার অভিযান)উদ্ধার হবেইতাদের নির্দেশদাতা ও হোতারা কিন্তু গ্রেফতার হয়েছেরিমান্ডে আছেঅনেক সত্য বেরিয়ে আসবেতিনি বলেন, আমরা তো রাজনৈতিকভাবে মোকাবিলা করছিপ্রশাসনিকভাবে মোকাবিলা করছিআপনাদেরও আমরা সহযোগিতা চাইএ অপশক্তি সবারই শত্রুসবাই মিলে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলববিএনপি-জামায়াত-উগ্র বামপন্থী-জঙ্গিগোষ্ঠী কুচক্রী মহল এখনো সক্রিয় আছে বলে দাবি করেন ওবায়দুল কাদেরতিনি বলেন, তাদের প্রশিক্ষিত ক্যাডাররা চোরাগোপ্তা হামলা চালাতে প্রস্তুত হচ্ছে বলে আমাদের কাছে খবর আছেতারা আবারও বিভিন্নভাবে হামলা চালাতে পারেদেশের জনগণের প্রতি আহ্বান, যেখানে অস্ত্রধারী ক্যাডারদের খোঁজ পাবেন, তাঁদের তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে সহযোগিতা করবেননেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, বিএনপি-জামায়াত, ছাত্রদল-শিবির, জঙ্গিগোষ্ঠীর সন্ত্রাসীরা আর যাতে সহিংসতা ছড়াতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবেনেতাকর্মীদের কারফিউ মেনে চলার অনুরোধ করেন কাদেরসংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, মির্জা আজম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স