ঢাকা , রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ , ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
একে একে চলে গেলেন সাতজন হাসপাতাল-ফার্মাসিউটিক্যাল সরকারের নিয়ন্ত্রণমুক্ত করবে বিএনপি-আমির খসরু খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা বাণিজ্য বাড়াবে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ নুরের ওপর হামলার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ নুরের ওপর হামলা গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ- অ্যাটর্নি জেনারেল একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না সাত বছর পর চীন সফরে গেলেন নরেন্দ্র মোদি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর- তারেক রহমান অদৃশ্য অরাজকতায় ষড়যন্ত্রের আভাস পোরশায় সবজি বাজারে ঊর্ধ্বগতি, কিনতে ক্রেতাদের পকেট খালি ধানের প্রকৃত নামেই চাল বাজারজাত করতে হবে গোমস্তাপুরে হাঁস পালন করে ভাগ্য পরিবর্তন, তরুণদের অনুপ্রেরণা শরিফুল ইসলাম গোমস্তাপুরে বারোমাসি আম চাষে সাফল্যের গল্প নির্বাচনী রোডম্যাপ নিয়ে দু-একটি দল ধোঁয়াশা সৃষ্টি করছে-সালাহউদ্দিন আহমদ ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছে ইসি রোডম্যাপ ঘোষণা সুষ্ঠু নির্বাচন ভন্ডুলের নীল নকশা-তাহের আদালতের প্রতি ‘আস্থা’ নেই বলে জামিন চাননি লতিফ সিদ্দিকী

দেশকে অকার্যকর করতে ধ্বংসলীলা চালিয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৪ ১২:৩০:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৪ ১২:৩০:৩২ অপরাহ্ন
দেশকে অকার্যকর করতে ধ্বংসলীলা চালিয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোটা নিয়ে রায়ের পর আমরা ভেবেছিলাম, কোটা আন্দোলনকারীরা বিচারপতি ও সরকারকে ধন্যবাদ দিয়ে বলবে যে আমরা সন্তুষ্ট, আমরা আন্দোলন থেকে ফিরে গেলামকিন্তু এরইমধ্যে অনেক জল গড়িয়েছেআপনারা দেখেছেন, এ কোটা আন্দোলনের ওপর ভর করে যারা বাংলাদেশ চায়নি, যারা জঙ্গির উত্থান ঘটিয়েছিল, সেই দলগুলো, যারা সব সময়ই বাংলাদেশকে একটি অকার্যকর দেশে পরিচিত করতে চেয়েছিল, সেই সবগুলো দল একত্র হয়ে ধ্বংসলীলা চালিয়েছেবগুড়াও সেখান থেকে বাদ যায়নি, যোগ করেন মন্ত্রীবগুড়ায় কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় ক্ষতিগ্রস্ত আওয়ামী লীগ অফিস, জাসদের অফিস, থানা ভবন, ভূমি অফিস ও জাজেস কমপ্লেক্সে ঘুরে দেখেছেন মন্ত্রীগত বৃহস্পতিবার বিকেলে গেল কয়েকদিনের সহিংসতায় বগুড়ার ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন তিনিএরপর বগুড়া জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আমরা মুক্তিযোদ্ধা, আমাদের ছেলে মেয়েদের বয়স কিন্তু ৩০ বছর পার হয়ে গেছেকাজেই মুক্তিযোদ্ধার কোটা আর নেই, মুক্তিযোদ্ধাদের কোনো কোটা এখন নেইএখন ৯৮ ভাগই হলো মেধারবগুড়ায় সহিংসতার ব্যাপারে তিনি বলেন, বগুড়ায় আমরা দেখলাম মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ধ্বংস করে দেওয়ার চেষ্টা হয়েছেঅথচ এখানে মুক্তিযোদ্ধারা এ ইস্যুতে মাঠেই নামেননিসর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির ম্যুরালের ওপরে তাদের রাগ-ক্ষোভযারা দেশ চায়নি, যারা স্বাধীনতা চায়নি, তাদেরই এমন রাগ-ক্ষোভ থাকার কথা, আমরা সেটাই লক্ষ্য করেছিনরসিংদীতে আর এক কাণ্ড দেখলাম, সেখানে বিচারের জন্য জঙ্গিদের আমরা ধরে রেখেছিলামসেই কারাগার ভেঙে তাদের বের করে নিয়ে গেছেতাদের আসল উদ্দেশ্য ছিল, দেশকে কীভাবে অকার্যকর করা যায়, দেশ যে দুর্বারগতিতে এগিয়ে যাচ্ছে, সেটা কীভাবে স্তব্ধ করা যায়, মুক্তিযুদ্ধের চেতনা নস্যাৎ করা কীভাবে যায়, সেটাই ছিল মূল লক্ষ্য, বলেন মন্ত্রীশিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ছাত্র ভাইদের জানাতে চাই, প্রায় সব দাবিই মানা হয়েছেপ্রধানমন্ত্রী বলেছেন, আপনাদের অন্য দাবিগুলোও পর্যায়ক্রমে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হবেএরইমধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছেতারা নিরপেক্ষভাবে ঘটনাগুলো তদন্ত করবেতিনি আরো বলেন, শুধু যে রংপুরে একজন ছাত্র শাহাদত বরণ করেছে তাই নয়, আওয়ামী লীগ ও ছাত্রলীগের অনেক নেতাকর্মী শাহাদত বরণ করেছেনতিনজন পুলিশ, একজন আনসার সদস্য শাহাদত বরণ করেছেনযেখানেই আওয়ামী লীগ, যেখানেই ছাত্রলীগ, সেখানেই তারা আক্রমণ করেছে, এটাই ছিল তাদের পরিকল্পনাকারফিউ কতোদিন থাকবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সহিংসতা মোকাবিলায় সান্ধ্য আইন জারি করা হয়েছেধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছেশিগগিরই আমরা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবএদিকে সহিংসতায় দুই সাংবাদিক নিহত ও এক নারী সাংবাদিককে লাঞ্ছিত করার বিষয়ে সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানান মন্ত্রী
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স