ঢাকা , শনিবার, ১৯ জুলাই ২০২৫ , ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে হামলাকারীদের ছাড় দেওয়া হবে না-স্বরাষ্ট্র উপদেষ্টা গোপালগঞ্জে সেনাবাহিনী আত্মরক্ষার্থে বলপ্রয়োগে বাধ্য হয়-আইএসপিআর সারাদেশে মবোক্রেসির রাজত্ব হচ্ছে-সালাহউদ্দিন আহমদ পোরশায় ইসলামী শ্রমিক আন্দোলনের উপজেলা কাউন্সিল গঠিত দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা কথাই বলছেন পদক্ষেপ নিতে ব্যর্থ : বিএনপি আবার গোপালগঞ্জ যাবো, জেলার মানুষকে মুজিববাদ থেকে মুক্ত করবো -নাহিদ গোপালগঞ্জে সংঘর্ষে প্রাণহানির ঘটনা তদন্তের দাবি আসকের গোপালগঞ্জে নিহত চার জনের দাফন ও সৎকার সম্পন্ন এসএসসিতে অকৃতকার্যদের মার্চ টু সচিবালয় কর্মসূচিতে পুলিশের বাধা ড্রিমলাইনার রক্ষণাবেক্ষণে বাড়তি নজর দিচ্ছে বাংলাদেশ বিমান উদীচী সভাপতি বদিউর রহমান না ফেরার দেশে দুদকের মামলায় সম্রাটের বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা জারি ২১ আগস্টের মামলায় তারেক ও বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি ২৪ জুলাই সমাগমে দুর্ভোগের আশঙ্কায় আগাম দুঃখ প্রকাশ জামায়াতের ভেঙে ফেলা বাড়িটি সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটা নয়-পররাষ্ট্র মন্ত্রণালয় রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল গোপালগঞ্জে সংঘর্ষ পূর্বপরিকল্পিত রাবিতে তিন কর্মকর্তাকে পুলিশে দিলো সাবেক শিক্ষার্থীরা কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিট সচল, উৎপাদন বেড়ে ২১৮ মেগাওয়াট নোয়াখালীতে বাসে যাত্রীকে মারধরের ভিডিও ভাইরাল গ্রেফতার ২

সেন্ট মার্টিন ভ্রমন

  • আপলোড সময় : ২৯-০২-২০২৪ ১০:২৩:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০২-২০২৪ ১০:২৩:০৪ পূর্বাহ্ন
সেন্ট মার্টিন ভ্রমন সেন্ট মার্টিন ভ্রমন

বাসে ভ্রমণ

 

সৌদিয়া বাসে চার থেকে পাঁচ’শ টাকার মধ্যে চট্টগ্রাম থেকে টেকনাফ যেতে পারবেন। টেকনাফ নেমে ৫০ বা ৬০ টাকায় ডিম-পরোটা দিয়ে হালকা নাস্তা সেরে নিবেন।

জাহাজে ভ্রমণ

 

দুভাবে সেন্টমার্টিন যেতে পারবেন: ১. কক্সবাজার-টু-সেন্টমার্টিন, ২. কক্সবাজার-টু-টেকনাফ-টু-সেন্টমার্টিন।

টেকনাফের জেটি ঘাট থেকে অগ্রিম টিকেট নিয়ে যাওয়া বেশি ভালো হবে। জাহাজের ভাড়া ৬৫০ থেকে ২০০০ টাকার মধ্যে হয়। প্রত্যেকটা জাহাজে আলাদারকম সুবিধা আছে। এরকম কিছু জাহাজ হলো—

  • কিয়ারি সিন্দাবাদ: টেকনাফ থেকে সেন্ট মার্টিনে যেতে পারবেন
  • এমভি গ্রীন লাইন (১): ছোট জাহাজে খুবই অভিজাত ভ্রমণ করতে পারবেন
  • এমভি বে ক্রুজ (১): সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত জাহাজে বিলাসবহুল ভ্রমণ হবে
  • কর্ণফুলি এক্সপ্রেস: কক্সবাজার থেকে সরাসরি সেন্ট মার্টিন যেতে পারবেন
  • কিয়ারি ক্রুজ ডাইন: খাবারের সুবিধাসহ সেন্ট মার্টিনে যেতে পারবেন

 

ট্রলারে ভ্রমণ

 

বেশি অ্যাডভেঞ্চার পেতে হলে বন্ধুদের সাথে ট্রলারে সেন্ট মার্টিন যেতে পারেন। ট্রলার ভাড়া ১৫০ থেকে ৫০০ টাকার মধ্যে হয়ে থাকে। তবে সাঁতার না জানলে ট্রলারে উঠবেন না। 

 

বাইক/রিকশা ভ্রমণ

 

সেন্টমার্টিনে নামার পর হেঁটে রিকশা নিলে কমপক্ষে ১০০ টাকায় যেতে পারবেন। বাইক ভাড়া করেও যেতে পারেন। তবে হয়রানি এড়াতে রিসোর্টের দূরত্ব বুঝে ভাড়া ঠিক করবেন। 

 

খাবারের খরচ

 

বাইরে লাঞ্চ বা ডিনারে ২০০ থেকে ৫০০ টাকা খরচ হতে পারে। রেস্টুরেন্টের মাছ পছন্দ হলে দরদাম করে অর্ডার দিবেন। আবার প্যাকেজ সিস্টেমে প্যাকেজে ভর্তা, ডাল, মাছ সবকিছু নিয়ে খেতে পারেন।

 

যেভাবে সহজে সেন্টমার্টিনে রিসোর্ট ভাড়া করবেন

 

প্রথমেই মনে রাখবেন মৌসুমে সেন্টমার্টিনে রিসোর্ট ভাড়া স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি হতে পারে। কিন্তু যাচাই করে ভাল হোটেল ও রিসোর্টে সাশ্রয়ী খরচে থাকা যায়। 

যেমন—জ্যোৎস্নালয় বিচ রিসোর্ট, ব্লু মেরিন রিসোর্ট, কোরাল ভিউ রিসোর্ট, নীল দিগন্তে রিসোর্ট, প্রিন্স হেভেন রিসোর্ট, ড্রিম নাইট রিসোর্ট ইত্যাদি রিসোর্টে যুগলভাবে বা বন্ধুদের সাথে যেতে পারবেন।

এবারে এসকল রিসোর্টের কিছু বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক —

জ্যোৎস্নালয় বিচ রিসোর্ট

 

নারিকেল গাছ ঘেরা সৈকতের সামনে জ্যোৎস্নালয় বিচ রিসোর্ট। এখানে পরিবার নিয়ে নিরাপদে থাকতে পারবেন। পরিবেশ বান্ধব কটেজগুলো আপনাকে শহরে ফেরার কথা ভুলিয়ে দিবে! এখানকার কিছু সুবিধা—

  • ২,০০০ থেকে ৪,০০০ টাকার মধ্যে থাকতে পারবেন
  • শিশু ও পরিবার নিয়ে থাকলে অতিরিক্ত কিছু সুবিধা পাবেন

 

ব্লু মেরিন রিসোর্ট

 

সেন্টমার্টিনের ফেরিঘাটের একেবারে কাছেই ব্লু মেরিন রিসোর্ট। এখানে সর্বমোট ৪১টি গেস্টরুম আছে। একজন, দুজন, তিনজন, ছয়জন ও দশজনের আলাদা রুম পাবেন। খরচ ও সুবিধা যেমন হবে—

  • ৫,০০০ টাকার আশে-পাশে নন-এসি রুম ও ১৫,০০০ টাকার আশেপাশে এসি রুম পেতে পারেন
  • গ্রুপ ভ্রমণে ৫,০০০ টাকার আশেপাশে দশ জন থাকার মত বড় রুম পেয়ে যাবেন

 

কোরাল ভিউ রিসোর্ট

 

পূর্বদিকের সৈকতের পাশে জাহাজঘাটের সাথেই কোরাল ভিউ রিসোর্ট খুঁজে পাবেন। থাকার জন্য এটিও সেরা রিসোর্টের একটি। যে সুবিধা পেতে পারেন—

  • ৩,০০০ থেকে ৭,০০০ টাকার রুম থেকে সমুদ্র দেখতে পারবেন
  • সুন্দর ও গোছালো আলো ঝলমলে পরিবেশে ছবি তুলতে পারবেন

 

নীল দিগন্তে রিসোর্ট

 

সুন্দর প্রাকৃতিক পরিবেশে মোড়ানো নীল দিগন্তে রিসোর্ট। এটা জাহাজের জেটি থেকে কিছুটা দূরে দক্ষিণ দিকের সৈকতের কোণাপাড়ায় গেলে খুঁজে পাবেন। এখানে যেসব সুবিধা পাবেন—

  • বিভিন্নরকম ছোট কটেজের মত রুম আছে
  • ২,০০০ থেকে ৬,০০০ টাকার মধ্যে থাকার ব্যবস্থা করতে পারবেন

 

দ্য আটলান্টিক রিসোর্ট

 

৪৩টি রুমের দ্য আটলান্টিক রিসোর্টের আগের নাম ছিল লাবিবা বিলাশ রিসোর্ট। বাজেট সীমিত হলে এখানে কম সাজসজ্জার থাকার জায়গা পাবেন। আবার বিলাসবহুল রুম ও আছে। যেসব সুবিধা পেতে পারেন—


নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ