ঢাকা , শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ , ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সরকার সংস্কার কমিশন করলেও নদীর ক্ষেত্রে প্রতিফলন নেই-আনু মুহাম্মদ বাড্ডায় কিশোর গ্যাংয়ের সংঘর্ষে নিহত ১ আইন-শৃঙ্খলা রক্ষায় বিপুল খরচেও কমানো যাচ্ছে না নানামুখী আতঙ্ক রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হওয়ার আশঙ্কা সেই শিশু আছিয়া না ফেরার দেশে ধর্ষণে আতঙ্ক -উদ্বেগ ভারতকে অযাচিত বিভ্রান্তিকর মন্তব্যের পুনরাবৃত্তি রোধ করতে বলল ঢাকা প্রধান উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন ২৬ মার্চ সালমান এফ রহমানসহ ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা খরায় পুড়ছে চা-বাগান উৎপাদন নিয়ে শঙ্কা ইফতারিতে দই-চিড়ার জাদু একরাতে দু’জনকে কুপিয়ে হত্যা এলাকায় আতঙ্ক স্বাভাবিক নিত্যপণ্যের বাজার, সংকট সয়াবিনে মামলা থেকে স্বামীর নাম বাদ দেয়ার কথা বলে স্ত্রীকে ধর্ষণ ছেঁউড়িয়ায় শুরু লালন স্মরণোৎসব দোহাজারীতে বাসচাপায় ৩ জন নিহত হেনস্তার পর ছাত্রীকে ফেলে দিলো দুর্বৃত্তরা ৫৬০ মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম ভ্যাট দেয় না বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান পরনের কাপড় টিভি ফ্রিজ খাট টাকা সব পুড়ে শেষ বস্তিতে আগুন
* দলের দুর্দিনে রাগ-অভিমান ভুলে নিষ্ক্রিয় নেতাদের সক্রিয় হতে হাইকমান্ডের নির্দেশ * রাজধানীর মোড়ে মোড়ে অবস্থান নেবে আ’লীগের থানা-ওয়ার্ড নেতারা * সন্দেহজনক ব্যক্তিকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করার নির্দেশ

কারফিউ শেষে মাঠ দখলে ‘কঠোর’ অবস্থানে আ’লীগ

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৪ ১২:১৬:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৪ ১২:১৬:৩০ অপরাহ্ন
কারফিউ শেষে মাঠ দখলে ‘কঠোর’ অবস্থানে আ’লীগ
আগামীতে আর কোনোভাবেই বিএনপি-জামায়াত কিংবা নৈরাজ্য-সহিংসতাকারীদের মাঠ ছেড়ে দিবে না আওয়ামী লীগসম্প্রতি কোটা আন্দোলনকে ঘিরে সৃষ্টি হওয়া নৈরাজ্য থেকে শিক্ষা নিয়ে আগামী দিনগুলোতে মাঠে থাকবে দলটিচলমান কারফিউ উঠে যাওয়ার পর দুষ্কৃতকারীরা মাঠে নামলে কঠোর হাতে দমন করবে টানা চার মেয়াদে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা দল আওয়ামী লীগতবে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্টি হওয়া পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গত সাতদিন ধরে দেশজুড়ে চলছে কারফিউআইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে রয়েছে সেনাবাহিনী
সরেজমিনে জানা যায়, গত বৃহস্পতিবার (১৮জুলাই) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে হামলার চেষ্টা করা হয়এদিন বেলা ১২টায় ৬০ থেকে ৭০ জনের একঝাঁক তরুণ হামলার চেষ্টা করে ক্ষমতাসীনদের কার্যালয়েতবে কার্যালয়ের সামনে থাকা দলীয় নেতাকর্মীরা তাদের প্রতিহত করেনএরপরও দিনভর আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে হামলার আশঙ্কা ছিলোযদিও হামলা হয়নিতবে সেদিন বিকেলে একচেটিয়া হামলা হয়েছে নগরীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ চার রাস্তার মোড় থেকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড পর্যন্ত ক্ষমতাসীন দলের চারটি কার্যালয় ভাঙচুর করে আন্দোলনকারীরাএছাড়াও রাজধানীতে আওয়ামী লীগের অর্ধশত কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ করা হয়
বেড়িবাঁধ চার রাস্তার মোড় থেকে ঢাকা উদ্যান পর্যন্ত সড়কের দুই পাড়ে হামলা চলে সন্ধ্যায়চাঁদ উদ্যান উত্তর ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সানাউল্লাহ সানি বলেন, আমার কার্যালয়ে বিএনপি ও জামায়াতের কর্মীরা হামলা করেঅফিসের চেয়ার-টেবিল-টিভি সবকিছু ভাঙচুর করেএকই ঘটনা ঘটেছে ঢাকা উদ্যান এলাকায়আদাবর ১০০ নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি বাচ্চু মিয়া বলেন, আমি অফিসে ছিলাম নাআমি ছিলাম দলীয় কর্মসূচিতেঅফিস ছিলো বন্ধআমি খবর পেয়ে এসে দেখি আমার পুরো অফিস ভাঙচুর করাতিনি আরও বলেন, আমি সিসিটিভিতে দেখি, সন্ধ্যার দিকে ২০০ থেকে ৩০০ জন লোক আমার অফিসে হামলা করেআমার অফিস তো রাস্তায় নাএটা টার্গেট করে বিএনপির লোকজন করেছেযারা হামলা করেছে, তাদের মধ্যে বেশিরভাগই বাইরের এলাকারতাদেরকে ভাড়া করে আনা হইছেবাচ্চু মিয়ার কার্যালয়ের বিপরীতে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় ছিলো আরও দুটি কার্যালয়যা পুরোপুরি ভেঙে ফেলা হয়েছেগত শুক্রবার (১৯ জুলাই) হামলা চলে শিয়া মসজিদ মোড়েভাঙচুর চালানো হয় মোহাম্মদপুর থানা ছাত্রলীগের কার্যালয়েথানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আইমান ওয়াসেক অনিক এই কার্যালয়ে বসতেনআন্দোলনে অংশ নিয়ে ছাত্রলীগের কর্মীরা ছিলেন বাইরেকেউ ধানমন্ডি ২৭, কেউবা অবস্থান নিয়েছিলেন মোহাম্মদপুর বাসস্ট্যান্ডেকার্যালয় ছিলো খালিএ সময় নূরহাজান রোড হয়ে আসা একটি মিছিল হামলা করে ছাত্রলীগ কার্যালয়েভাঙচুরের পর ছাত্রলীগ কার্যালয়টিতে অগ্নিসংযোগও করা হয়ভাঙচুর হয়েছে মগবাজার, মালিবাগ এলাকায় থাকা আওয়ামী লীগে বিভিন্ন সংগঠনের অস্থায়ী কার্যালয়েএকই ঘটনা ঘটেছে উত্তরা, মিরপুর ১০, কাজীপাড়া এলাকায়একই অবস্থা ছিল রাজধানীর যাত্রাবাড়ী-কদমতলী এলাকায়তবে কোটা আন্দোলনে স্থানীয় নেতারা হেলাফেলা করায় ওয়ার্ডে ওয়ার্ডে শক্ত অবস্থান নিতে পারেনিআওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান ছিলো থানায় থানায়অবস্থান কর্মসূচিতে থাকাকালে স্থানীয় কার্যালয় ছিলো ফাঁকাসে সুযোগে কার্যালয়গুলোতে হামলা চালানো হয়
আওয়ামী লীগের শীর্ষপর্যায়ের নেতারা বলছেন, বিএনপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও এমন কোনো সহিংসতা নেই যা করেনিতারা বাসে, ট্রেনে আগুন দিয়েছেট্রেনের লাইন কেটে দিয়েছেপ্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছেপুলিশ পিটিয়ে মেরেছেসর্বশেষ কোটা আন্দোলনের নামে সারা দেশে যে সহিংসতা চালানো হয়েছে তা বিএনপি-জামায়াত চালিয়েছেরাজধানীতে মেট্রোরেল স্টেশন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের টুলবক্স, বিটিভি ভবনের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে প্রথমে সেখানে পার্ক করা কয়েকটি গাড়িতে আগুন এবং বিটিভি ভবনের ভেতরে গিয়ে বিভিন্ন ফ্লোরের বিভিন্ন অংশে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেএছাড়াও শত শত গাড়িসহ সরকারি প্রতিষ্ঠানগুলোতে জ্বালাও পোড়া, ভাঙচুর চালানো হয়েছেশুধু ঢাকা নয়, চট্টগ্রাম, গাজীপুর, নরসিংদীসহ সারা দেশেই সহিংসতা চালিয়েছে দুষ্কৃতকারীরাতবে কারফিউ ও সেনা মোতায়েনের পর পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনেছে সরকারতাই তাদের মাঠ ছেড়ে দিলে আবারও সহিংসতা করতে পারেকারণ তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়নিতাদের মূল টার্গেট দেশ ও দেশের মানুষের জানমালে ক্ষয়-ক্ষতি করাএখন তারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরণের গুজব ছড়ানোর মধ্যদিয়ে বেকায়দায় ফেলতে ষড়ন্ত্র করছেতাদের আর কোনো ছাড় দেয়া হবে নাআর তারা যদি আন্দোলনের নামে কোনো ধরণের সহিংসতার পথ বেছে নেয়, আইন-শৃঙ্খলা বাহিনীও বসে থাকবে নাতারা আইনি ব্যবস্থা নেবেপাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে রাজনৈতিকভাবে কঠোর জবাব দেবেএসবই করবে চলমান কারফিউ উঠে যাওয়ার পর
দলীয় সূত্র জানায়, দীর্ঘ ১৭দিন কোটা সংস্কার আন্দোলনে মাঠে ছিল শিক্ষার্থীরাসরকারি দল এবং সরকার তাদের নিরাপত্তা দিয়েছেতাদের আন্দোলনে প্রকাশে সমর্থন দিয়ে বিএনপি-জামায়াত ১৮ জুলাই থেকে দেশজুড়ে এক ধরনের তাণ্ডবলীলা চালিয়েছেতবে কোটা আন্দোলনের নামে যারা মাঠে নামবে তাদের প্রতিহত করার নির্দেশ দিয়েছে আওয়ামী লীগের হাইকমান্ডআপিল বিভাগের রায়ের আগে শিক্ষার্থীদের জন্য মাঠে নামেননি দলীয় নেতারাএখন আর শিক্ষার্থীদের কোনো ইস্যু নেইতাই কারফিউয়ের পরে যদি দুষ্কৃতকারী আন্দোলনে নামে দলের নেতাকর্মীরাই তাদের প্রতিহত করবেনএ জন্য রাজধানীর প্রতিটি মোড়ে মোড়ে এবং অলিগলিতে অবস্থান নেওয়ার তাগিদ দিয়েছেন দলটির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারাএবার কোনো হেলাফেলা করবে না তৃণমূল নেতাকর্মীরাদলীয় নেতাকর্মীরা সজাগ থাকবে, সর্তক থাকবেপাড়া-মহল্লায় সংঘটিত হয়ে যেখানে এদের পাওয়া যাবে, অপরিচিত লোক দেখলেই তাদের পরীক্ষা করবে দলের নেতাকর্মীরাঅচেনারা পাড়া-মহল্লায়, মেসে, বিভিন্ন বাসায় ভাড়া করে আছেতাদের চিহ্নিত করে আইন প্রয়োগকারী সংস্থার কাছে সোপর্দ করবেশুধু তাই নয়, আগামী দিনগুলো দলীয় নির্দেশনা মেনে পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোথাও কোনো অপরিচিত ব্যক্তি দেখলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়ারও নির্দেশ দেয়া হয়েছেপ্রয়োজনে অপরিচিতদের চলাফেরার দিকে লক্ষ্য রাখার জন্য তৃণমূলের নেতাকর্মীদের প্রতি নির্দেশ রয়েছেদলের দুর্দিনে সকল নেতাকর্মীদের রাগ অভিমান ভুলে সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়েছেকেন্দ্রীয় নেতৃবৃন্দ স্থানীয় প্রভাবশালী নেতাদের ফোন দিয়ে সক্রিয় হতে বলছেন
এ বিষয়ে কথা হয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের সঙ্গেকারফিউ উঠে যাওয়ার পরের পদক্ষেপ সম্পর্কে তিনি বলেন, এদের (সহিংসতাকারীদের) আইনের আওতায় এনে কঠোর ভাবে শাস্তি নিশ্চিত করতে হবেকাউকে ছাড় দেয়া যাবে নাআইনের শাসন প্রতিষ্ঠার জন্য, মানুষের জীবন রক্ষার জন্য, যা যা করা দরকার সব কিছু আইনিভাবে করা হবেকোনো ছাড় নয়, এদের রেহাই দেয়া যাবে নাতিনি বলেন, দলীয় নেতাকর্মীরা সজাগ থাকবে, সর্তক থাকবেএকইসুরে কথা বলেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপিতিনি বলেন, আমরা অনেক ধৈর্যধারণ করেছিএখন থেকে পাড়া-মহল্লায় ঐক্যবদ্ধ হয়ে অপরিচিত লোক দেখলেই তাদের পরীক্ষা করবে দলের নেতাকর্মীরাঅচেনারা পাড়া-মহল্লায়, মেসে, বিভিন্ন বাসায় ভাড়া করে আছেতাদের চিহ্নিত করে আইন প্রয়োগকারী সংস্থার কাছে সোপর্দ করবেকোটা বৈষম্য আন্দোলনের নামে আর কেউ যেন সহিংসতা করতে না পারে সে জন্য দলীয় নেতাকর্মীকে পাড়া-মহল্লা ও সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকতিনি বলেন, বিএনপি-জামায়াত শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করেছেতারা দেশে ধ্বংসযজ্ঞ চালিয়ে সরকারকে হটাতে ব্যর্থ হয়েছেতারা যেন আবার মাথাচাড়া দিয়ে দেশের জানমালের ক্ষয়ক্ষতি করতে না পারে সে জন্য আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনিএ সময় দলীয় নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানান মন্ত্রী মোজাম্মেল হক
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স