ঢাকা , সোমবার, ১৯ মে ২০২৫ , ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
আরাকান আর্মির নির্যাতন ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা আনুষ্ঠানিকভাবে জানার পর প্রয়োজনীয় পদক্ষেপ-বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশ থেকে খাদ্যসহ পণ্য রফতানি বন্ধ হবে কোস্টগার্ডের আধুনিকায়নে হেলিকপ্টার সংযুক্ত করা হবে : স্বরাষ্ট উপদেষ্টা কোনো এক ব্যক্তি জুলাই অভ্যুত্থান ঘটায়নি-ফরহাদ মজহার সীমান্তে পুশইন ঠেকাতে জনগণের সহায়তা চাইলেন বিজিবি প্রধান ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যায় তিনজন রিমান্ডে এনবিআরে কলম বিরতি, রাজস্ব প্রশাসনে অচলাবস্থা পোশাক শিল্পের উদ্যোক্তারা জ্বালানির নিশ্চিয়তা চান এনবিআর বিলুপ্তিতে রাজস্ব ব্যবস্থা নির্বাহী বিভাগের করায়ত্ত হওয়ার ঝুঁকি -টিআইবি ঢাকার যেসব এলাকায় সভা সমাবেশ-মিছিল নিষিদ্ধ হলো-আইএসপিআর করিডোরের নামে আরেকটা ইসরায়েল গড়তে দেয়া যাবে না-ফজলুর রহমান জনগণের রোষানলে পড়ার আগে নির্বাচন দিন-ফারুক বাংলাদেশকে এড়িয়ে সমুদ্রপথে কলকাতার সঙ্গে যুক্ত হচ্ছে ভারতের উত্তর-পূর্বাঞ্চল যুক্তরাষ্ট্রের শুল্কে আতঙ্কিত হওয়ার কিছু নেই-দেবপ্রিয় ভট্টাচার্য মাইক্রোক্রেডিটকে এনজিওর ধারণা থেকে বেরিয়ে ব্যাংকিংয়ে আসতে হবে আজ বিক্ষোভের ডাক কারিগরি শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি ৭ কলেজের গাজীপুরে একটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ টেক্সটাইল নিয়ে কাজ করার সুযোগ রয়েছে-বুটেক্স উপাচার্য

পিত্তথলিতে পাথর : জেনে রাখুন কিছু তথ্য

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৪ ১২:১৩:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৪ ১২:১৩:৫৮ অপরাহ্ন
পিত্তথলিতে পাথর : জেনে রাখুন কিছু তথ্য
অধ্যাপক কামরুল আক্তার সঞ্জু
পিত্তথলিতে পাথর হলে বেশির ভাগ ক্ষেত্রেই, অর্থাৎ প্রায় ৮৫ শতাংশের ক্ষেত্রে ধরা পড়ে চেকআপের সময়সাধারণত ২০ শতাংশ পেটের এক্স-রেতে এবং প্রায় শতভাগ ক্ষেত্রে আলট্রাসনোগ্রাম পরীক্ষায় পিত্তথলির পাথর ধরা পড়েপিত্তথলিতে পাথর হলে অনেকেই দ্বিধায় পড়ে যান অস্ত্রোপচার করাবেন, নাকি করাবেন নাআবার অস্ত্রোপচার করালে কীভাবে করাবেন ল্যাপারোস্কপির মাধ্যমে, নাকি পেট কেটেঅন্যদিকে ওষুধের মাধ্যমে চিকিৎসা চালাবেন কিনা, তা নিয়েও অনেকের দ্বিধা থাকে
পিত্তথলির পাথর চিকিৎসার প্রধান উপায় হলো অস্ত্রোপচারতা পেট কেটে হোক আর ল্যাপারোস্কপি হোক না কেনএখন বেশির ভাগ ক্ষেত্রেই ল্যাপারোস্কপির মাধ্যমে পিত্তথলি থেকে পাথর বের করে আনা হয়এতে পেট কাটতে হয় না, পেটে চারটি ছোট ছোট ছিদ্র করে ল্যাপারোস্কপি যন্ত্রের মাধ্যমে পাথর বের করে আনা হয়আবার কারও জটিলতা থাকলে পেট কেটে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে
দীর্ঘদিন পিত্তথলিতে পাথর থাকলে কারও কারও তেমন কোনো সমস্যা হয় না, কিন্তু অনেকের ক্ষেত্রে তা জটিলতা সৃষ্টি করতে পারেএ অবস্থায় অস্ত্রোপচার না করালে কী হতে পারে জেনে নিন
পিত্তথলির প্রদাহ : এর জন্য যে কোনো সময় রোগীর পেটের ডান দিকে প্রচণ্ড ব্যথাসহ জ্বর আসতে পারে এবং বমিও হতে পারেএ ব্যথা কাঁধ পর্যন্ত ছড়াতে পারে
অবস্ট্রাক্টিভ জন্ডিস : অবস্ট্রাক্টিভ জন্ডিসের ক্ষেত্রে এ মূল পিত্তনালিতে পাথর এসে জমা হয়, তখন বাইল শরীর থেকে বের না হতে পেরে শরীরে বাইল বেড়ে যাওয়ার মাধ্যমে জন্ডিস সৃষ্টি করেএ জন্ডিসে সাধারণত বিলুরুবিনের পরিমাণ অন্যান্য জন্ডিসের থেকে বেশি হয় এবং হেপাটোরেনাল সিনড্রোম (যেখানে লিভার ফেইলিওর হওয়ার পর কিডনি ফেইলিওর হয়) বা হেপাটিক এনকেফালোপ্যাথি (বিলুরুবিন বেড়ে গিয়ে ব্রেইনে এনকেফালোপ্যাথি) হওয়ার মাধ্যমে মানুষ মারাও যেতে পারে
অগ্ন্যাশয়ের প্রদাহ : পিত্তথলির পাথর মূল পিত্তনালি থেকে নেমে অগ্ন্যাশয়ের নালিতে আটকে গিয়ে একিউট প্যানক্রিয়েটাইটিস তথা অগ্ন্যাশয়ে প্রদাহ সৃষ্টি করতে পারেএ ক্ষেত্রে হঠাৎ পেটের মাঝখানে তীব্র ব্যথাসহ বমি হতে পারেব্যথা পিঠেও ছড়িয়ে যেতে পারেব্যথা এতই তীব্র হয় যে রোগীকে দ্রুত হাসপাতালে স্থানান্তর না করলে রোগী শকেও যেতে পারে
পিত্তথলিতে ক্যান্সার : যদিও পিত্তথলিতে ক্যান্সার অন্যান্য ক্যান্সারের তুলনায় কম হয়অনেক দিন পাথর থাকার জন্য পিত্তথলির লাইনিং পরিবর্তিত হয়ে সেখানে ম্যালিগন্যান্সি তথা ক্যান্সারও দেখা দিতে পারে
লেখক : সার্জারি বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ