ঢাকা , শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ , ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সরকার সংস্কার কমিশন করলেও নদীর ক্ষেত্রে প্রতিফলন নেই-আনু মুহাম্মদ বাড্ডায় কিশোর গ্যাংয়ের সংঘর্ষে নিহত ১ আইন-শৃঙ্খলা রক্ষায় বিপুল খরচেও কমানো যাচ্ছে না নানামুখী আতঙ্ক রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হওয়ার আশঙ্কা সেই শিশু আছিয়া না ফেরার দেশে ধর্ষণে আতঙ্ক -উদ্বেগ ভারতকে অযাচিত বিভ্রান্তিকর মন্তব্যের পুনরাবৃত্তি রোধ করতে বলল ঢাকা প্রধান উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন ২৬ মার্চ সালমান এফ রহমানসহ ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা খরায় পুড়ছে চা-বাগান উৎপাদন নিয়ে শঙ্কা ইফতারিতে দই-চিড়ার জাদু একরাতে দু’জনকে কুপিয়ে হত্যা এলাকায় আতঙ্ক স্বাভাবিক নিত্যপণ্যের বাজার, সংকট সয়াবিনে মামলা থেকে স্বামীর নাম বাদ দেয়ার কথা বলে স্ত্রীকে ধর্ষণ ছেঁউড়িয়ায় শুরু লালন স্মরণোৎসব দোহাজারীতে বাসচাপায় ৩ জন নিহত হেনস্তার পর ছাত্রীকে ফেলে দিলো দুর্বৃত্তরা ৫৬০ মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম ভ্যাট দেয় না বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান পরনের কাপড় টিভি ফ্রিজ খাট টাকা সব পুড়ে শেষ বস্তিতে আগুন

পিত্তথলিতে পাথর : জেনে রাখুন কিছু তথ্য

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৪ ১২:১৩:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৪ ১২:১৩:৫৮ অপরাহ্ন
পিত্তথলিতে পাথর : জেনে রাখুন কিছু তথ্য
অধ্যাপক কামরুল আক্তার সঞ্জু
পিত্তথলিতে পাথর হলে বেশির ভাগ ক্ষেত্রেই, অর্থাৎ প্রায় ৮৫ শতাংশের ক্ষেত্রে ধরা পড়ে চেকআপের সময়সাধারণত ২০ শতাংশ পেটের এক্স-রেতে এবং প্রায় শতভাগ ক্ষেত্রে আলট্রাসনোগ্রাম পরীক্ষায় পিত্তথলির পাথর ধরা পড়েপিত্তথলিতে পাথর হলে অনেকেই দ্বিধায় পড়ে যান অস্ত্রোপচার করাবেন, নাকি করাবেন নাআবার অস্ত্রোপচার করালে কীভাবে করাবেন ল্যাপারোস্কপির মাধ্যমে, নাকি পেট কেটেঅন্যদিকে ওষুধের মাধ্যমে চিকিৎসা চালাবেন কিনা, তা নিয়েও অনেকের দ্বিধা থাকে
পিত্তথলির পাথর চিকিৎসার প্রধান উপায় হলো অস্ত্রোপচারতা পেট কেটে হোক আর ল্যাপারোস্কপি হোক না কেনএখন বেশির ভাগ ক্ষেত্রেই ল্যাপারোস্কপির মাধ্যমে পিত্তথলি থেকে পাথর বের করে আনা হয়এতে পেট কাটতে হয় না, পেটে চারটি ছোট ছোট ছিদ্র করে ল্যাপারোস্কপি যন্ত্রের মাধ্যমে পাথর বের করে আনা হয়আবার কারও জটিলতা থাকলে পেট কেটে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে
দীর্ঘদিন পিত্তথলিতে পাথর থাকলে কারও কারও তেমন কোনো সমস্যা হয় না, কিন্তু অনেকের ক্ষেত্রে তা জটিলতা সৃষ্টি করতে পারেএ অবস্থায় অস্ত্রোপচার না করালে কী হতে পারে জেনে নিন
পিত্তথলির প্রদাহ : এর জন্য যে কোনো সময় রোগীর পেটের ডান দিকে প্রচণ্ড ব্যথাসহ জ্বর আসতে পারে এবং বমিও হতে পারেএ ব্যথা কাঁধ পর্যন্ত ছড়াতে পারে
অবস্ট্রাক্টিভ জন্ডিস : অবস্ট্রাক্টিভ জন্ডিসের ক্ষেত্রে এ মূল পিত্তনালিতে পাথর এসে জমা হয়, তখন বাইল শরীর থেকে বের না হতে পেরে শরীরে বাইল বেড়ে যাওয়ার মাধ্যমে জন্ডিস সৃষ্টি করেএ জন্ডিসে সাধারণত বিলুরুবিনের পরিমাণ অন্যান্য জন্ডিসের থেকে বেশি হয় এবং হেপাটোরেনাল সিনড্রোম (যেখানে লিভার ফেইলিওর হওয়ার পর কিডনি ফেইলিওর হয়) বা হেপাটিক এনকেফালোপ্যাথি (বিলুরুবিন বেড়ে গিয়ে ব্রেইনে এনকেফালোপ্যাথি) হওয়ার মাধ্যমে মানুষ মারাও যেতে পারে
অগ্ন্যাশয়ের প্রদাহ : পিত্তথলির পাথর মূল পিত্তনালি থেকে নেমে অগ্ন্যাশয়ের নালিতে আটকে গিয়ে একিউট প্যানক্রিয়েটাইটিস তথা অগ্ন্যাশয়ে প্রদাহ সৃষ্টি করতে পারেএ ক্ষেত্রে হঠাৎ পেটের মাঝখানে তীব্র ব্যথাসহ বমি হতে পারেব্যথা পিঠেও ছড়িয়ে যেতে পারেব্যথা এতই তীব্র হয় যে রোগীকে দ্রুত হাসপাতালে স্থানান্তর না করলে রোগী শকেও যেতে পারে
পিত্তথলিতে ক্যান্সার : যদিও পিত্তথলিতে ক্যান্সার অন্যান্য ক্যান্সারের তুলনায় কম হয়অনেক দিন পাথর থাকার জন্য পিত্তথলির লাইনিং পরিবর্তিত হয়ে সেখানে ম্যালিগন্যান্সি তথা ক্যান্সারও দেখা দিতে পারে
লেখক : সার্জারি বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য