ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫ , ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গাজায় ইসরায়েলি নির্মম গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ নড়াইলে সৌদি প্রবাসী হত্যা হামলা-ভাঙচুরের পর পুরুষশূন্য গ্রাম প্রেস সচিবের মন্তব্যকে ‘অযাচিত’ বলছে ভারত রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ‘কাফন মিছিল’ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা অনৈক্যের সুর রাজনীতিতে বাড়ছে অবিশ্বাস দলিতদের পরিবর্তনে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ- আনু মুহাম্মদ মালয়েশিয়ায় অভিযানে ১৬৫ বাংলাদেশি আটক জাবির থিসিসের ফলাফল বিপর্যয়ের অভিযোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জন হাসপাতালে ভর্তি চীনের অর্থায়নে পঞ্চগড়ে হাসপাতাল নির্মাণের দাবি যশোরে আগুনে পুড়লো ফার্মের ৪৪ হাজার মুরগি ঈদের পর থেকে বাজারে সবজির দাম বাড়তি চার মাসের সন্তানকে বিক্রি করে মোবাইল কেনেন মা! মানহীন কিন্ডারগার্টেনে ধ্বংস শিশুর ভবিষ্যৎ টিসিবির জন্য কেনা হবে ৫৪২ কোটি টাকার তেল সৌদি আরব-মরক্কো থেকে ৪৬৬ কোটি টাকার সার কিনবে সরকার জেলা হিসাবরক্ষণ কর্মকর্তাসহ ৫ জন দুদকের হাতে গ্রেফতার টিপাইমুখ বাঁধ দেয়ার প্রতিবাদ করায় ইলিয়াস আলী গুম হন- রিজভী কনটেইনারবাহী জাহাজ চলবে দুই বন্দরে
* পণ্য খালাসে আগ্রহ নেই আমদানিকারকদের * শুক্রবার বিকেলে বন্দরে জমা হয় ৪১ হাজার কনটেইনার * ইন্টারনেট বন্ধ থাকায় স্বাভাবিক খালাস প্রক্রিয়া ব্যাহত

চট্টগ্রাম বন্দরে কনটেইনার জট

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৪ ১২:০৯:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৪ ১২:০৯:২১ অপরাহ্ন
চট্টগ্রাম বন্দরে কনটেইনার জট
বিগত কয়েকদিনের কোটা সংস্কার আন্দোলন, কারফিউ ও ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় পণ্য খালাস নিয়ে জটিলতা দেখা দিয়েছেপরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় অনেক আমদানিকারক বন্দর থেকে পণ্য খালাসে আগ্রহ দেখাচ্ছে নাফলে কনটেইনারের জট তৈরি হওয়ায় জাহাজ ছাড়তে বিলম্ব হচ্ছেএকইভাবে অফডকগুলোতেও আমদানি পণ্য বোঝাই কনটেইনারের সংখ্যা বেড়েছেগতকাল শুক্রবার বিকেলেও বন্দরে রয়েছে ৪১ হাজার কনটেইনারইন্টারনেট বন্ধ থাকায় কয়েকদিনে চট্টগ্রাম বন্দরের ভেতরে আমদানি পণ্যবাহী কনটেইনারের জটলা বেড়ে যায়স্বাভাবিকভাবে খালাস প্রক্রিয়া ব্যাহত হওয়ায় চট্টগ্রাম বন্দর অভ্যন্তরে প্রায় ৪১ হাজার কনটেইনার জমে যায়ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দেওয়ার পর পণ্য খালাসও শুরু হয়পণ্য খালাসের চাপের কারণে বন্দরের ভেতরে পণ্য ও কনটেইনারবাহী যানবাহনের জট তৈরি হয়েছেশিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে একপ্রকার অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়উদ্ভূত পরিস্থিতিতে গত বৃহস্পতিবার রাত থেকে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় সরকারদেশের প্রত্যেক বন্দর এবং কাস্টমসের সেবা ডিজিটাল এবং ইন্টারনেটনির্ভরইন্টারনেট বন্ধ থাকায় বন্ধ হয়ে যায় শুল্কায়নসহ পণ্য খালাস প্রক্রিয়াপ্রায় চারদিন বন্ধ থাকার পর গত মঙ্গলবার থেকে বিশেষ ব্যবস্থায় ম্যানুয়ালি শুল্কায়ন শুরু করে কাস্টমসবুধবার রাত থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হওয়ার পর স্বাভাবিক হতে শুরু করেছে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমপণ্য খালাস ও জাহাজীকরণ পুরোপুরি সচল হলেও জটিলতা রয়ে গেছেবাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফ বলেন, গত সপ্তাহের প্রথম কয়েকদিন থেকে এখন পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছেকয়েকদিন ইন্টারনেট বন্ধ থাকায় চট্টগ্রাম বন্দরে জাহাজের অবস্থান সময় বেড়ে যায়কারণ বিপদজনক কার্গোসহ কিছু পণ্য পরিবহনের যাবতীয় অনুমোদন প্রক্রিয়া হয় অনলাইনেতিনি বলেন, গত দুইদিন ধরে পরিস্থিতির উন্নতি হয়েছেতবে বন্দরে কনটেইনারের জটলা লেগে আছেবিশেষ করে পণ্য সরবরাহ ও পরিবহনে প্রশাসন থেকে নিরাপত্তার ব্যবস্থা করা হলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় অনেক আমদানিকারক পণ্য খালাস করতে আগ্রহ দেখাচ্ছে নাতিনি আরও বলেন, বন্দরে স্বাভাবিকভাবে কনটেইনার ডিসচার্জ করা যাচ্ছে নাএতে কনটেইনারের জট তৈরি হয়েছেএতে আমদানি পণ্য খালাসও বিলম্বিত হচ্ছেপাশাপাশি বন্দর থেকে জাহাজ ছাড়তেও এখনো ১২ ঘণ্টা থেকে ২৪ ঘণ্টা বিলম্বিত হচ্ছেজানা গেছে, চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি-রপ্তানি হওয়া পণ্যের ৯৫ শতাংশই শুল্কায়ন করে চট্টগ্রাম কাস্টমসচট্টগ্রাম কাস্টমসের তথ্য অনুযায়ী, বুধবার শুল্কায়নের জন্য অনলাইনে নথি জমা দেওয়া হয়েছে ৯ হাজার ৩৪৫টি চালানেরএর মধ্যে ৮ হাজার ১৫৩টি আমদানি-রপ্তানি চালান শুল্কায়ন হয়েছেগত বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অনলাইনে আমদানি-রপ্তানির নথি জমা হয়েছে ৪ হাজার ২০০টিএদিকে সারাদেশে যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় রপ্তানিকারী প্রতিষ্ঠানগুলো কয়েকদিন জাহাজীকরণের জন্য চট্টগ্রাম বন্দরে পণ্য পাঠায়নিযে কারণে অফডকগুলোতে রপ্তানিপণ্যের কনটেইনার কমেছেতবে আমদানিপণ্য খালাস কম হওয়ায় আমদানিপণ্যবাহী কনটেইনারের সংখ্যা বেড়েছেবেসরকারি ডিপো মালিকদের সংগঠন বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনের (বিকডা) সচিব রুহুল আমিন শিকদার গতকাল শুক্রবার বিকেলে বলেন, দেশের ১৯টি বেসরকারি ডিপোতে বর্তমানে রপ্তানিপণ্য বোঝাই পাঁচ হাজার ৭শ, আমদানিপণ্য বোঝাই ৯ হাজার ৩শ কনটেইনার রয়েছেডিপোগুলোতে বর্তমানে ৪৯ হাজার খালি কনটেইনার রয়েছেতিনি বলেন, রপ্তানিকারী প্রতিষ্ঠানগুলো থেকে গত কয়েকদিনে রপ্তানির পণ্য ডিপোগুলোতে আসেনিযে কারণে রপ্তানির পণ্যবোঝাই কনটেইনারের সংখ্যা কমেছেআগের রপ্তানিপণ্য জাহাজীকরণ হলেও নতুন পণ্য আসেনিফলে দুইদিন আগে রপ্তানি পণ্যের কনটেইনার পাঁচ হাজারে নেমে এসেছিলএখন পাঁচ হাজার ৭শ হয়েছেতাছাড়া অফডকগুলোতে প্রতিদিন গড়ে আমদানিপণ্যের কনটেইনার থাকতো সাত হাজারএখন খালাস কম হওয়ায় এক সপ্তাহে দুই হাজার কনটেইনার বেড়ে গেছেএ বিষয়ে বন্দর সচিব মো. ওমর ফারুক গতকাল শুক্রবার বিকেলে বলেন, গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত আমদানিপণ্যের পাঁচ হাজার ১শ কনটেইনার ডেলিভারি হয়েছেএখনো ৪১ হাজার কনটেইনার রয়েছে বন্দরেবর্তমানে পণ্য খালাসের চাপ রয়েছেএতে বন্দরে গাড়ির জট তৈরি হয়েছেতবে কিছুদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স