ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নাম তার মৈশানি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ছে ব্যাটারিচালিত রিকশায় জরুরি অবস্থা ঘোষণায় মন্ত্রিসভার অনুমোদন লাগবে তারাকান্দায় ব্যক্তি মালিকানায় জমির উপর দিয়ে সরকারি রাস্তার প্রকল্প মামলা প্রত্যাহার না হলে বিএনপির সংবাদ বর্জনের হুঁশিয়ারি সংবাদিকদের সরকার সর্বক্ষেত্রেই ধারাবাহিক ব্যর্থতার প্রমাণ দিচ্ছে যশোর ক্ষণিকা পিকনিক কর্নারে বছরে কোটি টাকা লুটপাট ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২০ দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করতে হবে- আমীর খসরু অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের বিরুদ্ধে চার্জশিট যশোরে দুই কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৩ বাউল সংগীতে হৃদয় ছোঁয়া কণ্ঠস্বর রফিক সরকারের সার মজুতে বাফার গোডাউন নির্মাণ প্রকল্প এখনো শেষ হয়নি ভাঙনের কবলে উপকূলবাসী লাল চাঁদ হত্যার বিচারে বিশ্বাসযোগ্য তদন্ত ও দৃষ্টান্তমূলক সাজার দাবি- মির্জা ফখরুল শ্যামলীতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই খুলে নিয়ে গেলো জামা-জুতাও অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে- তারেক রহমান দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ ডাকসুর প্যানেল নিয়ে ছাত্র সংগঠনগুলোর লুকোচুরি ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

মোহামেডান আবাহনীর লড়াই আজ

  • আপলোড সময় : ২৯-০২-২০২৪ ১০:১৯:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০২-২০২৪ ১০:১৯:৩৭ পূর্বাহ্ন
মোহামেডান আবাহনীর লড়াই আজ মোহামেডান

ক্লাব কাপ হকির ফাইনালের আগেই দেখা হয়ে যাচ্ছে মোহামেডান ও আবাহনীর। গত মঙ্গলবার গ্রুপ পরবের শেষ খেলায় মেরিনার হারিয়েছে মোহামেডানকে, সন্ধ্যায় আবাহনী ৬-২ গোলে ঊষা ক্রীড়া চক্রকে হারিয়ে বি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে। আজ বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে বিকাল ৪টায় ঊষা-মেরিনার এবং সন্ধ্যা ৬টায় মোহামেডান-আবাহনী মুখোমুখি হবে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও নেদারল্যান্ডসের খেলোয়াড় নামিয়েও ক্লাব কাপ হকির গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারল না মোহামেডান। মৌসুমের প্রথম টুর্নামেন্ট, শেষ ম্যাচে মোহামেডান ১-৫ গোলে মেরিনার ইয়াংসের বিপক্ষে হেরে ক গ্রুপ রানার্সআপ হয়েছে। মোহামেডান, মেরিনার, ঊষা ক্রীড়া চক্র, আবাহনীর ঘরে বিদেশি খেলোয়াড়দের ভিড়। মোহামেডান ছাড়া বাকি তিন দল ভারত থেকে খেলোয়াড় এনেছে। মোহামেডানের খেলোয়াড়রা প্রথম একাদশে নেমে খেলেছে শেষ পর্যন্ত। কিন্তু খুব একটা ভালো হয়নি পারফরম্যানস। মোহামেডানের একমাত্র গোলটি করেছেন নিউজিল্যান্ডের চার্ল উলরিচ। এই এক জনই রক্ষণভাগে ভালো খেলেছেন। ওপরে উঠে গিয়েও লড়াইয়ের চেষ্টা করেছেন তিনি। মোহামেডান তো মাঠে নেমেই গোল হজম করেছিল। ভারতীয় তিন খেলোয়াড়ই মেরিনারকে গ্রুপ চ্যাম্পিয়ন করিয়ে দিয়েছে।
দ্বিপক ও অজয় গত মঙ্গলবারই প্রথম মাঠে নামলেন। ভারতীয় আরেক খেলোয়াড় প্রদীপ মোর আগেই এসেছেন, গত মঙ্গলবার তার গোলে মোহামেডানের বিপক্ষে এগিয়ে ছিল মেরিনার। পরের মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল শোধ করে মোহামেডান, চার্ল উলরিচ সমতা আনেন। এরপর আর মোহামেডানের দাপট ছিল না। একমাত্র রাসেল মাহমুদ জিমি ভালো খেলেছেন। নিউজিল্যান্ডের চার্ল উলরিচ খেলা শেষে বললেন,রেজাল্ট ভালো হয়নি। ম্যাচ হেরে গিয়েছি। কিন্তু আমাদের দলের খেলায় চেষ্টার কমতি ছিল না।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ