ঢাকা , বুধবার, ২১ মে ২০২৫ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
কলমবিরতির প্রভাবে চট্টগ্রাম বন্দরে কনটেইনার জট ভারতীয় গরু নিয়ে শঙ্কায় খামারিরা কোরবানির চামড়া সংগ্রহে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা সেবা দিতে হিমশিম খাচ্ছে বিআরটিএ কালো টাকা সাদা করার সব সুযোগ চিরতরে বাতিল চায় টিআইবি শেরপুরে বন্যার শঙ্কা নটরডেম কলেজে দুই শিক্ষার্থীর মৃত্যু রহস্যের জট খুলছে না বৃষ্টি ও তীব্র যানজটে ভোগান্তিতে নগরবাসী মহার্ঘ ভাতার বিষয়টি সক্রিয় বিবেচনায়-অর্থ উপদেষ্টা জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় নির্বাচন হোক-সারজিস ১৫ বছর ধরে প্রতিষ্ঠানগুলোর সক্ষমতার ভিত্তি নষ্ট করা হয়েছে-বাণিজ্য উপদেষ্টা সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পেছানোর পাঁয়তারা চলছে-ফখরুল জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি স্টারলিংকের যাত্রা শুরু বাংলাদেশে মাসে সর্বনিম্ন খরচ ৪২০০ টাকা ব্যক্তিগত আক্রমণ করে লাভ নেই, আদালতে লড়তে হবে-আসিফ মাহমুদ মেয়র হিসেবে ইশরাকের শপথ না পড়ানো নিয়ে রিটের আদেশ আজ দাবির ইস্যুতে ক্লান্ত ঢাকা ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের বিরুদ্ধে শ্রমিকদের ১৮২২.৯৮ কোটি টাকা দাবি করে হাইকোর্টে আবেদন দায়ের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত নুসরাত ফারিয়া সাত মাস ধরে বাসায় আটকে ধর্ষণ, গায়ক নোবেল কারাগারে

মোহামেডান আবাহনীর লড়াই আজ

  • আপলোড সময় : ২৯-০২-২০২৪ ১০:১৯:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০২-২০২৪ ১০:১৯:৩৭ পূর্বাহ্ন
মোহামেডান আবাহনীর লড়াই আজ মোহামেডান

ক্লাব কাপ হকির ফাইনালের আগেই দেখা হয়ে যাচ্ছে মোহামেডান ও আবাহনীর। গত মঙ্গলবার গ্রুপ পরবের শেষ খেলায় মেরিনার হারিয়েছে মোহামেডানকে, সন্ধ্যায় আবাহনী ৬-২ গোলে ঊষা ক্রীড়া চক্রকে হারিয়ে বি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে। আজ বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে বিকাল ৪টায় ঊষা-মেরিনার এবং সন্ধ্যা ৬টায় মোহামেডান-আবাহনী মুখোমুখি হবে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও নেদারল্যান্ডসের খেলোয়াড় নামিয়েও ক্লাব কাপ হকির গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারল না মোহামেডান। মৌসুমের প্রথম টুর্নামেন্ট, শেষ ম্যাচে মোহামেডান ১-৫ গোলে মেরিনার ইয়াংসের বিপক্ষে হেরে ক গ্রুপ রানার্সআপ হয়েছে। মোহামেডান, মেরিনার, ঊষা ক্রীড়া চক্র, আবাহনীর ঘরে বিদেশি খেলোয়াড়দের ভিড়। মোহামেডান ছাড়া বাকি তিন দল ভারত থেকে খেলোয়াড় এনেছে। মোহামেডানের খেলোয়াড়রা প্রথম একাদশে নেমে খেলেছে শেষ পর্যন্ত। কিন্তু খুব একটা ভালো হয়নি পারফরম্যানস। মোহামেডানের একমাত্র গোলটি করেছেন নিউজিল্যান্ডের চার্ল উলরিচ। এই এক জনই রক্ষণভাগে ভালো খেলেছেন। ওপরে উঠে গিয়েও লড়াইয়ের চেষ্টা করেছেন তিনি। মোহামেডান তো মাঠে নেমেই গোল হজম করেছিল। ভারতীয় তিন খেলোয়াড়ই মেরিনারকে গ্রুপ চ্যাম্পিয়ন করিয়ে দিয়েছে।
দ্বিপক ও অজয় গত মঙ্গলবারই প্রথম মাঠে নামলেন। ভারতীয় আরেক খেলোয়াড় প্রদীপ মোর আগেই এসেছেন, গত মঙ্গলবার তার গোলে মোহামেডানের বিপক্ষে এগিয়ে ছিল মেরিনার। পরের মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল শোধ করে মোহামেডান, চার্ল উলরিচ সমতা আনেন। এরপর আর মোহামেডানের দাপট ছিল না। একমাত্র রাসেল মাহমুদ জিমি ভালো খেলেছেন। নিউজিল্যান্ডের চার্ল উলরিচ খেলা শেষে বললেন,রেজাল্ট ভালো হয়নি। ম্যাচ হেরে গিয়েছি। কিন্তু আমাদের দলের খেলায় চেষ্টার কমতি ছিল না।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স