ঢাকা , বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫ , ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
৮ ফেব্রুয়ারি ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ-আসিফ নজরুল এক সপ্তাহ পর ক্লাসে ফিরলেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা কোটায় উত্তাল জাবি সংখ্যানুপাতিক নির্বাচনব্যবস্থা সমর্থন করছি নাÑ মান্না চট্টগ্রামে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৪৬ নেতাকর্মী গ্রেফতার বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ শুক্রবার সকালেও মেট্রোরেল চালুর পরিকল্পনা থানা স্থানান্তরের দাবিতে সড়ক অবরোধ, যানজট তিতাসের অভিযানে ৮শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন আড়ালে সবাই আওয়ামী লীগকে কাছে চায় : নুর শেরপুরে গরু চোর সন্দেহে দু’জনকে পিটিয়ে হত্যা লক্ষ্মীপুর ও রাঙামাটিতে ২ লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২ গণতান্ত্রিক সরকার নেই বলেই বিনিয়োগ হচ্ছে নাÑ রিজভী ঢাকায় চলবে গোলাপি বাস, চড়তে লাগবে টিকেট ফেনীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ যুবক নিহত সড়ক দুর্ঘটনায় প্রতিদিন ১৯ জনের মৃত্যু মহালছড়িতে ভাইয়ের বিরুদ্ধে সম্পদ আত্মসাতের অভিযোগ শ্রীপুরে ঘুষ গ্রহণের অভিযোগে থানার এএসআই ক্লোজড সাঘাটার ভূমিদস্যু সুইট ও সহযোগীদের শাস্তির দাবি
* সার্ভারের ধীরগতির কারণে দ্রুত সেবা প্রদান ব্যাহত * শুল্কায়ন শেষ হলেও কাঁচামাল আনা যাচ্ছে না চাহিদামতো * পণ্য আনার মতো পরিবহন মিলছে না

নানা জটিলতায় কাঁচামাল সংকটে শিল্প-কারখানা

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৪ ১২:০৬:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৪ ১২:০৬:৩৯ অপরাহ্ন
নানা জটিলতায় কাঁচামাল সংকটে শিল্প-কারখানা
বন্দরনগরী  চট্টগ্রামে পণ্য খালাস শুরু হলেও তা স্বাভাবিক গতি পায়নিআউট পাস পেতে অপেক্ষা করতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টাএর প্রভাব পড়েছে শিল্প-কারখানায়কারখানা চালু হলেও কাঁচামাল আনতে নতুন সংকটের মুখোমুখি হচ্ছেন শিল্প-কারখানা মালিকরাএদিকে কাস্টমস হাউসে শুল্কায়ন শুরু হলেও সেখানে রয়েছে পদে পদে ভোগান্তিসূত্র জানায়সার্ভারের ধীরগতির কারণে দ্রুত সেবা প্রদান করা যাচ্ছে নাআবার শুল্কায়ন শেষ হলেও কাঁচামাল আনা যাচ্ছে না চাহিদামতোপণ্য আনার মতো পরিবহন মিলছে নাফলে কারফিউ শিথিলের সময়সীমা মেনে অনেকে কাঁচামাল নিতে পারছেন না কারখানায়বন্দর কাস্টমসে কাজ শেষ করে কাঁচামাল কারখানায় নিতে কারও কারও লেগে যাচ্ছে দুই থেকে তিন দিনএ কারণে অনেক কারখানায় কাঁচামাল সংকট দেখা দিয়েছে
এদিকে শুল্কায়ন প্রক্রিয়া সম্পন্ন করার পরও চট্টগ্রাম কাস্টমস হাউস থেকে এতদিন আউট পাস পাচ্ছিলেন না আমদানিকারকরাএজন্য গাড়িতে পণ্য বোঝাই করার পরও তা বন্দর জেটি থেকে  বের করা যাচ্ছিল নাএ রকম প্রায় তিন হাজার কনটেইনার পণ্য আটকে ছিল বন্দরেগত মঙ্গলবার থেকে এ সমস্যার সমাধান হলেও এখনও অনেক পণ্যের গেট পাস মেলেনিতবে চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম কমিশনার তারেক হাসান বলেন, ‘শিল্পের কাঁচামাল আমরা দ্রুতগতিতে খালাস করে দিচ্ছিএটিকে অগ্রাধিকার দেয়া হচ্ছেপোশাক কারখানার বাইরেও চট্টগ্রামে সহস্রাধিক শিল্প-কারখানা রয়েছেনাসিরাবাদ শিল্প এলাকা ও বিসিক শিল্পনগরীতে রয়েছে বেশ কিছু কারখানাজেলার সীতাকুণ্ড উপজেলাতেই ১৫০টি শিল্প-কারখানা রয়েছেএখানে রয়েছে ১২টি স্টিল রি-রোলিং মিল ও ৮৬টি শিপ ব্রেকিং ইয়ার্ডঅক্সিজেন উৎপাদন কারখানাও আছে এক ডজনের বেশিশুধু এ উপজেলার শিল্প-কারখানায় প্রায় ৮০ হাজার শ্রমিক কাজ করেনদেশে ইস্পাত উৎপাদন করা শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগই চট্টগ্রামেএগুলোর একটি জিপিএইচ ইস্পাতচট্টগ্রামের সীতাকুণ্ডে রয়েছে তাদের কারখানাপ্রতিদিন তিন হাজার টন রড উৎপাদনকারী এই কারখানা পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হয়েছে গত মঙ্গলবারপর্যাপ্ত কাঁচামাল না থাকায় গত বুধবার সীমিত আকারে উৎপাদন শুরু করে প্রতিষ্ঠানটিজিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল বলেন, ‘জেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে কারখানা খুলেছিতবে কারখানা চালু করলেও বন্দর  থেকে কাঁচামাল আনতে গিয়ে অনেক বাধা  মোকাবিলা করতে হচ্ছেকারফিউ শিথিল হলেও পণ্য আনার জন্য পরিবহন মিলছে না
ইস্পাত উৎপাদনকারী আরেক প্রতিষ্ঠান কেএসআরএম  গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, ‘জেলা প্রশাসন থেকে বিশেষ অনুমতি নিয়ে গত মঙ্গলবার কারখানা চালু করেছিতবে উৎপাদন পুরোদমে শুরু হয়নিপ্রায় এক সপ্তাহের অচলাবস্থায় হাজার  কোটি টাকা ক্ষতি হয়েছেএখন আবার কাঁচামাল আনতে গিয়ে সমস্যা হচ্ছেবন্দর কাস্টমসে কাজ চলছে অনেক ধীরগতিতেদিনে চার হাজার টন রড উৎপাদনের সক্ষমতা থাকা আবুল খায়ের স্টিলও কাঁচামাল নিয়ে আছে সংকটেএই প্রতিষ্ঠানের কর্মকর্তা ইমরুল কাদের ভূঁইয়া বলেন, ‘বন্দর ও কাস্টমসের সার্ভার দ্রুত কাজ করতে পারছে নাযে কাঁচামাল বন্দরে আছে, সেগুলোও আনতে পারছি নাশীতলপুর স্টিলের পরিচালক মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, ‘আমাদের কারখানায় দৈনিক ৭০০ টন রড উৎপাদনের সক্ষমতা রয়েছেকিন্তু কাঁচামাল না থাকায় আমরা সেটি ব্যবহার করতে পারছি না’  চট্টগ্রামে রয়েছে তিনটি ইপিজেডএসব ইপিজেডে সহস্রাধিক কারখানা রয়েছেএর বাইরে চট্টগ্রামে ছোট-বড় গার্মেন্টস কারখানা রয়েছে পাঁচ শতাধিকএরমধ্যে বিজিএমইএর সদস্যভুক্ত কারখানা ২২০টি এবং বিকেএমইএর সদস্যভুক্ত ৯৩টিবাকি কারখানার অনেক সাব-কন্ট্রাক্টে কাজ করে
ইনডিপেনডেন্ট অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক এস এম আবু তৈয়ব জানান, তার কারখানায় প্রায় দুই হাজার শ্রমিক রয়েছেনগত মঙ্গলবার  থেকে তারা কাজ করছেনতিনি বলেন, ‘কারখানা খোলা নিয়ে সংকট কেটে গেছেএখন কাঁচামাল আনতে সমস্যা হচ্ছেসিইপিজেডের বড় উদ্যোক্তা প্যাসিফিক জিন্সের ব্যবস্থাপনা পরিচালক  মো. তানবীর বলেন, ‘এখনও সংকট পুরোপুরি কাটেনিকাঁচামাল আনতে সময়ক্ষেপণ হচ্ছেশিল্প পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার  মো. সোলায়মান বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সচল থাকায় অনেক কারখানা উৎপাদন শুরু করেছেশিল্পের কাঁচামাল আনতে চাইলে প্রয়োজনে বিশেষ নিরাপত্তা  দেয়া হচ্ছেকিন্তু কারফিউ থাকায় কিছু বিধিনিষেধ মানতে হচ্ছে

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য