ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা
* শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি, বক্তব্য বিকৃত করা হয়েছে * দুষ্কৃতকারীদের খুঁজে বের করতে জনগণের সহায়তা প্রয়োজন * এখনও লন্ডনে বসে ফোন করে প্রবাসীদের উসকে দেয়া হচ্ছে * আমার নির্দেশে ছাত্রলীগ হল থেকে বেরিয়ে এসেছিল

বিটিভি ভবন পরিদর্শনকালে প্রধানমন্ত্রী : অপরাধীদের বিচারের আওতায় আনা হবে

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৪ ১২:৩৩:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৪ ১২:৩৩:০৯ পূর্বাহ্ন
বিটিভি ভবন পরিদর্শনকালে প্রধানমন্ত্রী : অপরাধীদের বিচারের আওতায় আনা হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার রাজধানীর রামপুরায় কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে হামলা-ভাংচুর-অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের বিভিন্ন অংশ পরিদর্শন করেন। ধ্বংসচিহ্ন দেখে অশ্রুভারাক্রান্ত হয়ে উঠেছিল তার চোখ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষার্থীদের তিনি রাজাকার বলেননি, তারা (শিক্ষার্থীরা) নিজেরাই নিজেদের রাজাকার বলে সেøাগান দিয়েছেদেশের সম্মান নষ্ট করতে এখনও ফোন করে লন্ডনে বসে বিশ্বব্যাপী প্রবাসীদের উসকে দিচ্ছেঅতিদ্রুত দুষ্কৃতকারীদের খুঁজে বের করতে জনগণের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রীতিনি বলেন, বিএনপি-জামায়াত ও শিবির দেশের উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্যই দেশব্যাপী তাণ্ডব চালিয়েছেএই ধ্বংসযজ্ঞের সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে সহায়তা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেনগতকাল শুক্রবার সকালে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবন পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনিশিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন চলাকালে ক্ষতিগ্রস্ত রামপুরার বিটিভি ভবন ঘুরে দেখেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি, আমার বক্তব্যকে বিকৃত করা হয়েছেতারা (শিক্ষার্থীরা) নিজেরাই নিজেদের রাজাকার বলে সেøাগান দিয়েছেতিনি বলেন, যারা এমন হামলার সঙ্গে জড়িত তারা দেশের আনাচে-কানাচে লুকিয়ে রয়েছেতাদের খুঁজে বের করে শাস্তির মুখোমুখি করতে হবেএজন্য দেশের জনগণের সহযোগিতা প্রয়োজনতিনি আরও বলেন, বিএনপি-জামায়াত অতীতের মতোই অগ্নিসন্ত্রাস করেছেএবার তারা আলাদা, তারা গান পাউডার ব্যবহার করেছেদেশের বাইরে আন্দোলন ছড়িয়ে দিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট ও মানুষের রুটি-রুজি বন্ধের পাঁয়তারা করছে তারা
লন্ডনে বসে ফোন করে প্রবাসীদের উসকে দেয়া হচ্ছে : দেশের সম্মান নষ্ট করতে এখনও ফোন করে লন্ডনে বসে বিশ্বব্যাপী প্রবাসীদের উসকে দেয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাতিনি বলেন, বিএনপি-জামায়াত অতীতের মতোই অগ্নিসন্ত্রাস করেছেতবে এবার তারা আলাদা পদ্ধতি অবলম্বন করেছে বলে জানান প্রধানমন্ত্রী
দুষ্কৃতকারীদের খুঁজতে জনগণের সহায়তা চান শেখ হাসিনা : দুষ্কৃতকারীদের খুঁজে বের করতে জনগণের সহায়তা চেয়ে সরকার প্রধান বলেন, যারা এই ধ্বংসের সঙ্গে জড়িত, আনাচে-কানাচে যেসব হামলাকারী লুকিয়ে আছে, তাদের খুঁজে বের করে সাজা নিশ্চিত করতে দেশের জনগণকে সহযোগিতা করতে হবেএই শত্রুদের খুঁজে বের করতে জনগণের সহযোগিতা চাইশেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়ত অতীতের মতোই অগ্নি সন্ত্রাস করেছেএবার তারা আলাদা, তারা গান পাউডার ব্যবহার করেছেদেশের বাইরে আন্দোলন ছড়িয়ে দিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট ও মানুষের রুটি রুজি বন্ধের পাঁয়তারা করছে তারা
শিক্ষার্থীদের রাজাকার বলিনি, আমার বক্তব্য বিকৃত করা হয়েছে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোটা ইস্যুতে মুক্তিযোদ্ধার সন্তান নিয়ে যে বক্তব্য দিয়েছি তা বিকৃত করা হয়েছেশিক্ষার্থীদের রাজাকার বলিনি তারা নিজেরাই নিজেদের রাজাকার বলে সেøাগান দিয়েছেতিনি বলেন, যারা এসব ধ্বংসযজ্ঞের সঙ্গে জড়িত, সারা বাংলাদেশের আনাচে-কানাচে যে যেখানে আছেন, তাদের খুঁজে বের করুন, তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুনআমি দেশবাসীর কাছে সে আহ্বান জানাইকারণ জনগণই এ দেশের একমাত্র শক্তিকেউ মিথ্যাচার চালিয়ে যেন বিভ্রান্তি ছড়াতে না পারে সে জন্য সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, মিথ্যা অপপ্রচার চালিয়ে কাউকে যেন বিভ্রান্ত করতে না পারে। (সবাই) আসল সত্যটা জানুক
ধ্বংসযজ্ঞে জড়িতরা দেশের আনাচে-কানাচে লুকিয়ে আছে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা ধ্বংসযজ্ঞে জড়িতরা দেশের আনাচে-কানাচে লুকিয়ে আছেএদের খুঁজে বের করতে জনগণকেই সহযোগিতা করতে হবেতিনি বলেন, বিএনপি জামায়াত অতীতের মতোই অগ্নি সন্ত্রাস করেছেতবে এবার আলাদাতারা গান পাউডার ব্যবহার করেছেতিনি আরও বলেন, দেশবাসীকে বলব, ঢাকাবাসীকে বলব, যাদের জন্য আজ আপনাদের এ দুর্ভোগ, যারা ধ্বংস করল, যাদের জন্য আজ বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, আমি তাদের বিচারের ভার এদেশের জনগণের ওপরই দিয়ে যাচ্ছিশেখ হাসিনা বলেন, যারা এদেশের মানুষের রুটি-রুজির ওপর হাত দিয়েছে, রুটি-রুজির পথ বন্ধ করে দিয়েছে, তাদের বিচার জনগণকেই করতে হবেকারণ জনগণই এ দেশের একমাত্র শক্তি
আমার নির্দেশে ছাত্রলীগ হল থেকে বেরিয়ে এসেছিল : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হল থেকে ছাত্রলীগের নেতাকর্মীদেরকে নিজেই বের হয়ে আসার নির্দেশ দিয়েছিলেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাতিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ইডেন মহিলা কলেজ হলের ছাত্রলীগের কর্মীরা যেসব কামরায় থাকতো, সবগুলো ভাঙচুর লুটপাট করা হয়েছেতাদের রুমের সব কিছুতেই আগুন দেয়া হয়েছেতাদের সার্টিফিকেট পুড়িয়ে দিয়েছেযখন আমাকে জানানো হলো, আমি ছাত্রলীগের নেতাদের বললাম তোমরা হল থেকে বেরিয়ে আসোকোনো ঝামেলায় যাওয়ার দরকার নেইতারা কান্নাকাটি করে... আমাদের সার্টিফিকেট পুড়িয়ে দেয়া হয়েছে, আমি বলেছি সব পাওয়া যাবেকিন্তু কোনো ঝামেলায় যাবে নাহল থেকে চলে আসোতারা বেরিয়ে আসেপ্রধানমন্ত্রী বলেন, ছাত্রছাত্রীরা যখন নিজেকে তুমি কে আমি কে রাজাকার রাজাকারসেøাগান দেয়, তখনই ছাত্রলীগের নেতাকর্মীরা প্রতিবাদ করেছিলওই একদিনেইএছাড়া তো তারা কোনো গন্ডগোল করেনিতারা সব সময় সহযোগিতার মনোভাব দেখিয়েছে, সাহসীকতা দেখিয়েছেএখন তাদের উপর ক্ষোভতিনি বলেন, যারা এই ধরনের ঘটনা ঘটালো, শিক্ষকের গায়ে হাত তুলল, ছাত্রদের মারলো, হলগুলি লুটপাট করলো, তাদের কি হবে? প্রধানমন্ত্রী বলেন, ৭১ সালের ২৫ শে মার্চ হানাদার বাহিনী গণহত্যা যখন শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়েরোকেয়া হলের প্রায় তিনশ মেয়েকে নির্যাতন করে হত্যা করেজগন্নাথ হল, ইকবাল হল, রোকেয়া হল....মেয়েদেরকে রেপ করেছে, তুলে নিয়ে গেছে তাদের ক্যাম্পেসেই ২৫ শে মার্চ থেকে ১৬ ডিসেম্বর কি করেছে তারা! বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তুলে নিয়ে তাদেরকে নির্মমভাবে হত্যা করেছেআবার সেই জায়গায় হল ভাঙ্গা, শিক্ষকদের গায়ে হাত তোলা এমনকি মহিলা শিক্ষক তাদেরকেও ছাড়েনিইডেনে মেয়েদেরকে খাম্বার সঙ্গে বেঁধে তাদের উপরে অত্যাচার, তাদেরকে নাকে খত দেয়া, কান ধরে উঠাবসা করা-এরকম নানারকম জুলুম অত্যাচার করেছেতাদের অপরাধ কি? তারা ছাত্রলীগ করেএভাবে ছাত্রলীগের কোনো কামরা নাই যে সেগুলো ভাঙচুর লুটপাট বা অগ্নিসংযোগ করা হয়নিপ্রধানমন্ত্রী বলেন, সারা বাংলাদেশটাকে নরক বানানোর চেষ্টা করা হলোতাই আমরা বাধ্য হয়েছি সেনাবাহিনী নামাতেকারণ মানুষের জান মাল রক্ষা করা, এটা আমাদের কর্তব্যযার ফলে মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স