জনতা ডেস্ক
ভারতে মহারাষ্ট্র রাজ্যের মুম্বাই, পুনে, পালঘরসহ বিস্তীর্ণ এলাকা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে। রাজ্যটিতে এ পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মুম্বাইতে শুক্রবারও রেড অ্যালার্ট জারি রয়েছে। গত বুধবার থেকে বৃষ্টি শুরু হয়েছে। বৃহস্পতিবার সারা দিন বৃষ্টি হয়েছে। পুনের বিরাট অংশ পানির নিচে চলে গেছে। মুম্বাইয়ের অনেক এলাকায় পানি জমেছে। প্রবল বৃষ্টির জন্য মুম্বাই বিমানবন্দর দুই দফায় আধঘণ্টা বন্ধ রাখা হয়েছিল। ১১টি ফ্লাইট বাতিল করা হয়। মহারাষ্ট্রের পশ্চিমাঞ্চল, কোঙ্কন ও বিদর্ভে প্রবল বৃষ্টি হয়েছে। থানে, পালঘর, কল্যাণ, কোলাপুর, পুনে, রায়গড়সহ অনেক শহরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata