স্পোর্টস ডেস্ক
প্যারিস অলিম্পিক ২০২৪ খেলতে গিয়ে ডাকাতির শিকার হয়েছেন আর্জেন্টাইন তারকা থিয়াগো আলমাদা। প্রথম ম্যাচ খেলতে নামার আগে ঘটনাটি ঘটেছে। মরক্কোর ম্যাচের পরে বিষয়টি নিশ্চিত করেছেন আর্জেন্টাইন অলিম্পিক দলের কোচ হাভিয়ের মাসচেরানো। মাসচেরানো বলেন, ‘গত বৃহস্পতিবার যখন তারা অনুশীলন করছিল, তখন আমরা ডাকাতির শিকার হয়েছি। এটি অলিম্পিক গেমস, কোনো প্রতিবেশি দেশের টুর্নামেন্ট নয়। এমনটা মানা যায় না। থিয়েগো আলমাদা তার ঘড়ি, আংটি সবকিছু হারিয়েছে। এটি অলিম্পিক গেমসেই ঘটেছে! অনুশীলনের পর আমরা কিছু বলতে চাইনি। এই ঘটনায় আর্জেন্টাইন প্রতিনিধিরা লিও পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। বৃহস্পতিবার সেইন্ট ইতিয়েনের নিকটবর্তী প্রসিকিউটরের কার্যালয় থেকে অভিযোগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অলিম্পিকে মরক্কোর বিপক্ষে খেলতে নেমে ২-১ গোলে হেরে গেছে আলবিসেলেস্তারা। বিতর্কিত এই ম্যাচের পর ফিফার কাছে অভিযোগও করেছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন।

সর্বশেষ সংবাদ