
দক্ষিণ কোরিয়ান আর্চারের প্রথম বিশ্ব রেকর্ড


স্পোর্টস ডেস্ক
নতুন করে ইতিহাস লিখলেন লিম সি-হিয়ন। এই দক্ষিণ কোরিয়ান আর্চার প্যারিস অলিম্পিক গেমসে প্রথম বিশ্ব রেকর্ড গড়লেন। মেয়েদের ব্যক্তিগত আর্চারিতে নতুন মাইলফলক তৈরি করেছেন তিনি। লেস ইনভালিদেসে বৃহস্পতিবার সম্ভাব্য ৭২০ স্কোরের মধ্যে ৬৯৪ স্কোর করেন লিম। ২১ বছর বয়সী আর্চারের ছিল এটাই প্রথম অলিম্পিক ইভেন্ট। আগের বিশ্ব রেকর্ডও ছিল দক্ষিণ কোরিয়ার দখলে। ২০২০ সালের স্বর্ণপদকজয়ী কাং চায়ে-ইয়াং আগের বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপসে ৬৯২ স্কোর করে ইতিহাস তৈরি করেছিলেন। অলিম্পিকে সর্বোচ্চ ৬৮০ স্কোর ছিল আন সানের, তার চেয়ে ১৪ পয়েন্ট বেশি পেয়েছেন লিম। প্রথম ৩৬টি তির মেরে মাত্র সাত পয়েন্ট খোঁয়ান লিম, আরেকটু হলে ৭০০ ছাড়াতেন। খেলা শেষে তিনি বলেন, ‘এটা আমার প্রথম অলিম্পিক, তাই আমি আমার সেরাটা দিতে চেয়েছিলাম। প্রস্তুত ছিলাম, চেষ্টা করেছি উপভোগ করতে। ফলও পেলাম।’ বিশ্ব রেকর্ড গড়ে ব্যক্তিগত ইভেন্টে সবার উপরে লিম। ৩০ জুলাই হবে নকআউট রাউন্ড। আরেক দক্ষিণ কোরিয়ান নাম সুহ-ইয়েওন র্যাঙ্কিং রাউন্ডে ৬৮৮ স্কোর করেছেন। ব্যক্তিগতর পাশাপাশি দলীয়ভাবেও অলিম্পিক রেকর্ড গড়েছেন লিম। র্যাঙ্কিং রাউন্ডে সতীর্থ নাম ও জিয়ন হুন-ইয়াংয়ের সঙ্গে ২০৪৬ স্কোর করেছেন তিনি।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ