ঢাকা , শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার চীনের ব্যাপক আকারে চীনের বিনিয়োগ আসবে, আশা প্রেস সচিবের নদী ও পানি ব্যবস্থাপনায় বেইজিংয়ের কাছে ‘মাস্টারপ্ল্যান’ চায় ঢাকা ঢাকা-বেইজিংয়ের মধ্যে ৯ চুক্তি ও সমঝোতা স্মারক সই ডাকাতি বৃদ্ধিতে উদ্বেগ নিরাপত্তা দাবি স্বর্ণ ব্যবসায়ীদের সুনামগঞ্জে বালু উত্তোলন নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ আহত ৬ নব্বইয়ের গণঅভ্যুত্থান সংস্কারের কথা বলেও পরে কথা রাখেনি- নাহিদ ঈদে ফিরতি যাত্রায় ৮ এপ্রিলের টিকিট মিলবে আজ মিয়ানমারে দু’দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশও পানি সঙ্কটে উত্তরাঞ্চলের কৃষি বাংলাদেশে কারখানা স্থানান্তরে সহায়তা করবে চীনা এক্সিম ব্যাংক ভারত থেকে কেনা হবে আরও ৫০ হাজার টন চাল ঈদযাত্রা নির্বিঘ্নে তিন স্তরের নিরাপত্তা ২৬ দিনে রেমিট্যান্স এলো প্রায় ৩ বিলিয়ন ডলার ঈদের ছুটি দীর্ঘ হলেও অর্থনীতিতে স্থবিরতা আসবে না-অর্থ উপদেষ্টা মিয়ানমারে সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গারা নাড়ির টানে ছুটছে মানুষ রাজধানীতে তীব্র যানজট

স্বপ্ন পূরণের পথে ‘পরিচয়বিহীন’ ৩৭ অ্যাথলেট

  • আপলোড সময় : ২৬-০৭-২০২৪ ০৯:৪৬:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৪ ০৯:৪৬:১৮ অপরাহ্ন
স্বপ্ন পূরণের পথে ‘পরিচয়বিহীন’ ৩৭ অ্যাথলেট
স্পোর্টস ডেস্ক
যুদ্ধ-বিগ্রহ বেড়ে চলেছে বিশ্বেদেশ ছেড়ে পালাতে হচ্ছে অনেককেবাড়ছে উদ্বাস্তু মানুষের সংখ্যাকরুণার পাত্র হয়ে অন্য দেশে আশ্রয় পেলেও খেলাধুলাকে যারা ভালোবাসেন, তারা স্বপ্ন দেখেনআর তাদের স্বপ্ন পূরণের সযোগ করে দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)এনিয়ে টানা তৃতীয়বার গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশ নিচ্ছে রিফিউজি অলিম্পিক টিম১১ দেশের ৩৭ জন অ্যাথলেট ১২টি বিভিন্ন খেলায় অংশ নিচ্ছেনশুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে এই উদ্বাস্তু দলের পতাকা বহন করবেন সিন্ডি গাম্বাক্যামেরুনে জন্ম নেওয়া এই বক্সার বলেন, ‘আমাদের রিফিউজি অলিম্পিক টিম নামে ডাকা হলেও সারা বিশ্বের উদ্বাস্তুদের স্বীকৃতি আমরা পাবোআমাদেরকে দেখা হবে একটি দল, অ্যাথলেট, যোদ্ধা, ক্ষুধার্ত অ্যাথলেট হিসেবে, যারা একটি পরিবারের অংশআমরা শুধু উদ্বাস্তু নই, আমরা অ্যাথলেটলোকেরা আমাদের উদ্বাস্তু হিসেবে দেখবে, কিন্তু এখানে আসা অন্য দলগুলোর মতো আমরাও একই লক্ষ্য নিয়ে এসেছিআমরাও জিততে এসেছি একই শক্তি ও ক্ষুধা নিয়ে ২০১৫ সালে দৃশ্যপটে আসে রিফিউজি অলিম্পিক টিমতারা প্রথমবার অংশ নেয় ২০১৬ সালের রিও অলিম্পিক গেমসেপ্রথমবার অ্যাথলেট ছিলেন ১০ জন২০২০ সালের টোকিও অলিম্পিকে ২৯ জন অ্যাথলেট অংশ নেনএবার সর্বোচ্চ সংখ্যক উদ্বাস্তু খেলোয়াড় লড়বেন সাঁতার, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, বক্সিং, ব্রেকড্যান্সিং, ক্যানোয়িং, সাইক্লিং, জুডো, শুটিং, তায়কোয়ান্দো, ভারোত্তোলন ও কুস্তির মতো খেলায়এবারের অলিম্পিকের নতুন খেলা ব্রেকড্যান্সিংয়ে অংশ নেবেন মানিঝা তালাস২১ বছরের আফগান তরুণী রাস্তায় একজনকে নাচতে দেখে অনুপ্রাণিত হনকিন্তু ২০২১ সাল থেকে আফগানিস্তানের শাসক তালেবানসে দেশে তার থাকা হয়ে ওঠেনি, তিনি স্পেনে চলে যান উদ্বাস্তু হিসাবেএই দলের আরেকজন ফারজাদ মানসৌরিটোকিওতেও খেলেছিলেন তিনিতখন আফগানিস্তানের হয়ে খেলেছিলেনতালেবানদের শাসন ভার নেওয়ার পর তিনি চলে যান ব্রিটেনেএ বছর উদ্বাস্তু হিসাবে খেলতে নামবেনদ্বিতীয়বার অলিম্পিকে নামার সুযোগ পাচ্ছেন মানসৌরিতিনি বলেন, ‘আশা করবো আমাদের দেশে শান্তি ফিরবেসারা বিশ্বে শান্তি ফিরে আসবে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ