ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নাম তার মৈশানি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ছে ব্যাটারিচালিত রিকশায় জরুরি অবস্থা ঘোষণায় মন্ত্রিসভার অনুমোদন লাগবে তারাকান্দায় ব্যক্তি মালিকানায় জমির উপর দিয়ে সরকারি রাস্তার প্রকল্প মামলা প্রত্যাহার না হলে বিএনপির সংবাদ বর্জনের হুঁশিয়ারি সংবাদিকদের সরকার সর্বক্ষেত্রেই ধারাবাহিক ব্যর্থতার প্রমাণ দিচ্ছে যশোর ক্ষণিকা পিকনিক কর্নারে বছরে কোটি টাকা লুটপাট ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২০ দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করতে হবে- আমীর খসরু অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের বিরুদ্ধে চার্জশিট যশোরে দুই কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৩ বাউল সংগীতে হৃদয় ছোঁয়া কণ্ঠস্বর রফিক সরকারের সার মজুতে বাফার গোডাউন নির্মাণ প্রকল্প এখনো শেষ হয়নি ভাঙনের কবলে উপকূলবাসী লাল চাঁদ হত্যার বিচারে বিশ্বাসযোগ্য তদন্ত ও দৃষ্টান্তমূলক সাজার দাবি- মির্জা ফখরুল শ্যামলীতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই খুলে নিয়ে গেলো জামা-জুতাও অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে- তারেক রহমান দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ ডাকসুর প্যানেল নিয়ে ছাত্র সংগঠনগুলোর লুকোচুরি ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

আইচের ফিফটি, রিপনের ২ উইকেট : অস্ট্রেলিয়ায় জয়

  • আপলোড সময় : ২৬-০৭-২০২৪ ০৭:০১:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৪ ০৭:০১:৫৩ অপরাহ্ন
আইচের ফিফটি, রিপনের ২ উইকেট : অস্ট্রেলিয়ায় জয়
স্পোর্টস ডেস্ক
ফিফটি পেরোলেও ইনিংস বড় করতে পারলেন না মাহমুদুল হাসান জয়আগের ম্যাচে ফিফটি করা আইচ মোল্লা আটকে গেলেন পঞ্চাশ পেরিয়েইউল্লেখযোগ্য কিছু করতে পারলেন না অন্যরাওঅস্ট্রেলিয়া সফরে তাই আবারও বড় স্কোর গড়তে ব্যর্থ বাংলাদেশ হাই পারফরম্যান্স দল (এইচপি)ডারউইনে দ্বিতীয় চার দিনের ম্যাচের প্রথম দিনে ২৫৮ রানে শেষ হয়েছে বাংলাদেশ এইচপি দলের প্রথম ইনিংস৯০ বলে ৬৯ রান করে আউট হয়েছেন অধিনায়ক জয়আইচের ব্যাট থেকে এসেছে ৮০ বলে ৫৫পাকিস্তান শাহিনস দিন শেষ করেছে ২ উইকেটে ৩৯ রান তুলেদুটি উইকেটই নিয়েছেন পেসার রিপন মন্ডলপাকিস্তান দলের কেতাবি নাম শাহিনসদুই দলের প্রথম চার দিনের ম্যাচটিতে পাকিস্তানিরা জিতেছিল ১৪৮ রানেডারউইনের মারারা ওভালে শুক্রবার টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের ইনিংস শুরু হয় প্রথম ওভারে পারভেজ হোসেন ইমনের বাউন্ডারিতেতিনি একপ্রান্তে শুরুটা ভালো করলেও আরেক প্রান্তে টিকতে পারেননি সাদমান ইসলাম১৩ টেস্ট খেলা ওপেনার আউট হয়ে যান ৪ রানেইআগের ম্যাচের প্রথম ইনিংসে তিনি করেছিলেন ৮৮১৬ রানে উদ্বোধনী জুটি থামার পর দলকে এগিয়ে নেন পারভেজ ও জয়ওভারপ্রতি চারের বেশি রান তুলে ৬০ রানের জুটি গড়েন তারামূলত জয়ের ব্যাটেই রানের গতি ছিল বেশিজুটি ভাঙে পারভেজের বিদায়েচারটি চারে ৭৫ বলে ৩০ রান করে ফেরেন বাঁহাতি ওপেনারলাঞ্চের পর দ্রুত আউট হয়ে যান অমিত হাসান ও শাহাদাত হোসেনওদলের রান তখন ৪ উইকেটে ১০৪পঞ্চম উইকেটে অর্ধশত রানের জুটি গড়েন জয় ও আইচ মোল্লাবাঁহাতি রিস্ট স্পিনার ফায়সাল আকরামের টানা দুই বলে ছক্কা ও চার মেরে জয় ফিফটি করেন ৫৯ বলেএই জুটি থামে ৫৪ রানে৮ চার ও ১ ছক্কার ইনিংস খেলে জয় ফিরতি ক্যাচ দেন কাশিফ আলিকেপেসার মুহাম্মাদ আলির এক ওভারে দুটি চার মেরে আইচ ফিফটিতে পা রাখেন ৬৭ বলেতবে একটু পরই তিনি বিদায় নেন কামরান গুলামের বাঁহাতি স্পিনেএর পরপরই শূন্যতে রান আউট হয়ে যান হাসান মুরাদএরপর রেজাউর রহমান রাজাকে নিয়ে কিছুট লড়াই করেন কিপার মাহিদুল ইসলাম অঙ্কনঅষ্টম উইকেটে দুজনে যোগ করেন ৪৬ রান৬ চারে ৪৪ বলে ৩১ রান করে বিদায় নেন মাহিদুল৫ চারে ৩৪ বলে ২৮ করেন রেজাউরদশে নেমে ১৭ রান করে দলকে আড়াইশ পার করান রিপন মন্ডলপাকিস্তানের হয়ে একটি টেস্ট খেলা পেসার খুররাম শাহজাদ তিন উইকেট নিয়ে দলের সফলতম বোলারআগের ম্যাচে রানের জোয়ার বইয়ে দেওয়া পাকিস্তান শাহিনস এ দিন শুরুটা ভালো করতে পারেনিঅধিনায়ক সাহিবজাদা ফারহান ও আরেক ওপেনার হাসিব উল্লাহকে দ্রুতই ফেরান রিপন মন্ডলএরপর নাইটওয়াচম্যান মুহাম্মদ আলিকে নিয়ে দিনটা পার করে দেন তিনে নামা ওমাইর বিন ইউসুফ
বাংলাদেশ এইচপি ১ম ইনিংস: ৬৭.১ ওভারে ২৫৮ (পারভেজ ৩০, সাদমান ৪, জয় ৬৯, অমিত ৭, শাহাদাত ১, আইচ ৫৫, মাহিদুল ৩১, মুরাদ ০, রেজাউর ২৮, রিপন ১৭, মারুফ ০*; শাহজাদ ১৭-১-৬৯-৩, কাশিফ ১০.১-৩-২১-২, আলি ১৩.৫-১-৬৩-০, আকরাম ২২-১-৮৭-২, গুলাম ৪.৩-২-৬-২)
পাকিস্তান শাহিনস ১ম ইনিংস: ১৬ ওভারে ৩৯/২ (সাহিবজাদা ৪, হাসিব ১৮, ওমাইর ৭*, আলি ১*; রিপন ৮-২-২২-২, মারুফ ৫-২-৬-০, রেজাউর ৩-২-৫-০)
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ