স্পোর্টস ডেস্ক
ফিফটি পেরোলেও ইনিংস বড় করতে পারলেন না মাহমুদুল হাসান জয়। আগের ম্যাচে ফিফটি করা আইচ মোল্লা আটকে গেলেন পঞ্চাশ পেরিয়েই। উল্লেখযোগ্য কিছু করতে পারলেন না অন্যরাও। অস্ট্রেলিয়া সফরে তাই আবারও বড় স্কোর গড়তে ব্যর্থ বাংলাদেশ হাই পারফরম্যান্স দল (এইচপি)। ডারউইনে দ্বিতীয় চার দিনের ম্যাচের প্রথম দিনে ২৫৮ রানে শেষ হয়েছে বাংলাদেশ এইচপি দলের প্রথম ইনিংস। ৯০ বলে ৬৯ রান করে আউট হয়েছেন অধিনায়ক জয়। আইচের ব্যাট থেকে এসেছে ৮০ বলে ৫৫। পাকিস্তান শাহিনস দিন শেষ করেছে ২ উইকেটে ৩৯ রান তুলে। দুটি উইকেটই নিয়েছেন পেসার রিপন মন্ডল। পাকিস্তান ‘এ’ দলের কেতাবি নাম শাহিনস। দুই দলের প্রথম চার দিনের ম্যাচটিতে পাকিস্তানিরা জিতেছিল ১৪৮ রানে। ডারউইনের মারারা ওভালে শুক্রবার টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের ইনিংস শুরু হয় প্রথম ওভারে পারভেজ হোসেন ইমনের বাউন্ডারিতে। তিনি একপ্রান্তে শুরুটা ভালো করলেও আরেক প্রান্তে টিকতে পারেননি সাদমান ইসলাম। ১৩ টেস্ট খেলা ওপেনার আউট হয়ে যান ৪ রানেই। আগের ম্যাচের প্রথম ইনিংসে তিনি করেছিলেন ৮৮। ১৬ রানে উদ্বোধনী জুটি থামার পর দলকে এগিয়ে নেন পারভেজ ও জয়। ওভারপ্রতি চারের বেশি রান তুলে ৬০ রানের জুটি গড়েন তারা। মূলত জয়ের ব্যাটেই রানের গতি ছিল বেশি। জুটি ভাঙে পারভেজের বিদায়ে। চারটি চারে ৭৫ বলে ৩০ রান করে ফেরেন বাঁহাতি ওপেনার। লাঞ্চের পর দ্রুত আউট হয়ে যান অমিত হাসান ও শাহাদাত হোসেনও। দলের রান তখন ৪ উইকেটে ১০৪। পঞ্চম উইকেটে অর্ধশত রানের জুটি গড়েন জয় ও আইচ মোল্লা। বাঁহাতি রিস্ট স্পিনার ফায়সাল আকরামের টানা দুই বলে ছক্কা ও চার মেরে জয় ফিফটি করেন ৫৯ বলে। এই জুটি থামে ৫৪ রানে। ৮ চার ও ১ ছক্কার ইনিংস খেলে জয় ফিরতি ক্যাচ দেন কাশিফ আলিকে। পেসার মুহাম্মাদ আলির এক ওভারে দুটি চার মেরে আইচ ফিফটিতে পা রাখেন ৬৭ বলে। তবে একটু পরই তিনি বিদায় নেন কামরান গুলামের বাঁহাতি স্পিনে। এর পরপরই শূন্যতে রান আউট হয়ে যান হাসান মুরাদ। এরপর রেজাউর রহমান রাজাকে নিয়ে কিছুট লড়াই করেন কিপার মাহিদুল ইসলাম অঙ্কন। অষ্টম উইকেটে দুজনে যোগ করেন ৪৬ রান। ৬ চারে ৪৪ বলে ৩১ রান করে বিদায় নেন মাহিদুল। ৫ চারে ৩৪ বলে ২৮ করেন রেজাউর। দশে নেমে ১৭ রান করে দলকে আড়াইশ পার করান রিপন মন্ডল। পাকিস্তানের হয়ে একটি টেস্ট খেলা পেসার খুররাম শাহজাদ তিন উইকেট নিয়ে দলের সফলতম বোলার। আগের ম্যাচে রানের জোয়ার বইয়ে দেওয়া পাকিস্তান শাহিনস এ দিন শুরুটা ভালো করতে পারেনি। অধিনায়ক সাহিবজাদা ফারহান ও আরেক ওপেনার হাসিব উল্লাহকে দ্রুতই ফেরান রিপন মন্ডল। এরপর নাইটওয়াচম্যান মুহাম্মদ আলিকে নিয়ে দিনটা পার করে দেন তিনে নামা ওমাইর বিন ইউসুফ।
বাংলাদেশ এইচপি ১ম ইনিংস: ৬৭.১ ওভারে ২৫৮ (পারভেজ ৩০, সাদমান ৪, জয় ৬৯, অমিত ৭, শাহাদাত ১, আইচ ৫৫, মাহিদুল ৩১, মুরাদ ০, রেজাউর ২৮, রিপন ১৭, মারুফ ০*; শাহজাদ ১৭-১-৬৯-৩, কাশিফ ১০.১-৩-২১-২, আলি ১৩.৫-১-৬৩-০, আকরাম ২২-১-৮৭-২, গুলাম ৪.৩-২-৬-২)।
পাকিস্তান শাহিনস ১ম ইনিংস: ১৬ ওভারে ৩৯/২ (সাহিবজাদা ৪, হাসিব ১৮, ওমাইর ৭*, আলি ১*; রিপন ৮-২-২২-২, মারুফ ৫-২-৬-০, রেজাউর ৩-২-৫-০)
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
