ঢাকা , শনিবার, ১৫ মার্চ ২০২৫ , ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সরকার সংস্কার কমিশন করলেও নদীর ক্ষেত্রে প্রতিফলন নেই-আনু মুহাম্মদ বাড্ডায় কিশোর গ্যাংয়ের সংঘর্ষে নিহত ১ আইন-শৃঙ্খলা রক্ষায় বিপুল খরচেও কমানো যাচ্ছে না নানামুখী আতঙ্ক রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হওয়ার আশঙ্কা সেই শিশু আছিয়া না ফেরার দেশে ধর্ষণে আতঙ্ক -উদ্বেগ ভারতকে অযাচিত বিভ্রান্তিকর মন্তব্যের পুনরাবৃত্তি রোধ করতে বলল ঢাকা প্রধান উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন ২৬ মার্চ সালমান এফ রহমানসহ ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা খরায় পুড়ছে চা-বাগান উৎপাদন নিয়ে শঙ্কা ইফতারিতে দই-চিড়ার জাদু একরাতে দু’জনকে কুপিয়ে হত্যা এলাকায় আতঙ্ক স্বাভাবিক নিত্যপণ্যের বাজার, সংকট সয়াবিনে মামলা থেকে স্বামীর নাম বাদ দেয়ার কথা বলে স্ত্রীকে ধর্ষণ ছেঁউড়িয়ায় শুরু লালন স্মরণোৎসব দোহাজারীতে বাসচাপায় ৩ জন নিহত হেনস্তার পর ছাত্রীকে ফেলে দিলো দুর্বৃত্তরা ৫৬০ মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম ভ্যাট দেয় না বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান পরনের কাপড় টিভি ফ্রিজ খাট টাকা সব পুড়ে শেষ বস্তিতে আগুন

আইচের ফিফটি, রিপনের ২ উইকেট : অস্ট্রেলিয়ায় জয়

  • আপলোড সময় : ২৬-০৭-২০২৪ ০৭:০১:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৪ ০৭:০১:৫৩ অপরাহ্ন
আইচের ফিফটি, রিপনের ২ উইকেট : অস্ট্রেলিয়ায় জয়
স্পোর্টস ডেস্ক
ফিফটি পেরোলেও ইনিংস বড় করতে পারলেন না মাহমুদুল হাসান জয়আগের ম্যাচে ফিফটি করা আইচ মোল্লা আটকে গেলেন পঞ্চাশ পেরিয়েইউল্লেখযোগ্য কিছু করতে পারলেন না অন্যরাওঅস্ট্রেলিয়া সফরে তাই আবারও বড় স্কোর গড়তে ব্যর্থ বাংলাদেশ হাই পারফরম্যান্স দল (এইচপি)ডারউইনে দ্বিতীয় চার দিনের ম্যাচের প্রথম দিনে ২৫৮ রানে শেষ হয়েছে বাংলাদেশ এইচপি দলের প্রথম ইনিংস৯০ বলে ৬৯ রান করে আউট হয়েছেন অধিনায়ক জয়আইচের ব্যাট থেকে এসেছে ৮০ বলে ৫৫পাকিস্তান শাহিনস দিন শেষ করেছে ২ উইকেটে ৩৯ রান তুলেদুটি উইকেটই নিয়েছেন পেসার রিপন মন্ডলপাকিস্তান দলের কেতাবি নাম শাহিনসদুই দলের প্রথম চার দিনের ম্যাচটিতে পাকিস্তানিরা জিতেছিল ১৪৮ রানেডারউইনের মারারা ওভালে শুক্রবার টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের ইনিংস শুরু হয় প্রথম ওভারে পারভেজ হোসেন ইমনের বাউন্ডারিতেতিনি একপ্রান্তে শুরুটা ভালো করলেও আরেক প্রান্তে টিকতে পারেননি সাদমান ইসলাম১৩ টেস্ট খেলা ওপেনার আউট হয়ে যান ৪ রানেইআগের ম্যাচের প্রথম ইনিংসে তিনি করেছিলেন ৮৮১৬ রানে উদ্বোধনী জুটি থামার পর দলকে এগিয়ে নেন পারভেজ ও জয়ওভারপ্রতি চারের বেশি রান তুলে ৬০ রানের জুটি গড়েন তারামূলত জয়ের ব্যাটেই রানের গতি ছিল বেশিজুটি ভাঙে পারভেজের বিদায়েচারটি চারে ৭৫ বলে ৩০ রান করে ফেরেন বাঁহাতি ওপেনারলাঞ্চের পর দ্রুত আউট হয়ে যান অমিত হাসান ও শাহাদাত হোসেনওদলের রান তখন ৪ উইকেটে ১০৪পঞ্চম উইকেটে অর্ধশত রানের জুটি গড়েন জয় ও আইচ মোল্লাবাঁহাতি রিস্ট স্পিনার ফায়সাল আকরামের টানা দুই বলে ছক্কা ও চার মেরে জয় ফিফটি করেন ৫৯ বলেএই জুটি থামে ৫৪ রানে৮ চার ও ১ ছক্কার ইনিংস খেলে জয় ফিরতি ক্যাচ দেন কাশিফ আলিকেপেসার মুহাম্মাদ আলির এক ওভারে দুটি চার মেরে আইচ ফিফটিতে পা রাখেন ৬৭ বলেতবে একটু পরই তিনি বিদায় নেন কামরান গুলামের বাঁহাতি স্পিনেএর পরপরই শূন্যতে রান আউট হয়ে যান হাসান মুরাদএরপর রেজাউর রহমান রাজাকে নিয়ে কিছুট লড়াই করেন কিপার মাহিদুল ইসলাম অঙ্কনঅষ্টম উইকেটে দুজনে যোগ করেন ৪৬ রান৬ চারে ৪৪ বলে ৩১ রান করে বিদায় নেন মাহিদুল৫ চারে ৩৪ বলে ২৮ করেন রেজাউরদশে নেমে ১৭ রান করে দলকে আড়াইশ পার করান রিপন মন্ডলপাকিস্তানের হয়ে একটি টেস্ট খেলা পেসার খুররাম শাহজাদ তিন উইকেট নিয়ে দলের সফলতম বোলারআগের ম্যাচে রানের জোয়ার বইয়ে দেওয়া পাকিস্তান শাহিনস এ দিন শুরুটা ভালো করতে পারেনিঅধিনায়ক সাহিবজাদা ফারহান ও আরেক ওপেনার হাসিব উল্লাহকে দ্রুতই ফেরান রিপন মন্ডলএরপর নাইটওয়াচম্যান মুহাম্মদ আলিকে নিয়ে দিনটা পার করে দেন তিনে নামা ওমাইর বিন ইউসুফ
বাংলাদেশ এইচপি ১ম ইনিংস: ৬৭.১ ওভারে ২৫৮ (পারভেজ ৩০, সাদমান ৪, জয় ৬৯, অমিত ৭, শাহাদাত ১, আইচ ৫৫, মাহিদুল ৩১, মুরাদ ০, রেজাউর ২৮, রিপন ১৭, মারুফ ০*; শাহজাদ ১৭-১-৬৯-৩, কাশিফ ১০.১-৩-২১-২, আলি ১৩.৫-১-৬৩-০, আকরাম ২২-১-৮৭-২, গুলাম ৪.৩-২-৬-২)
পাকিস্তান শাহিনস ১ম ইনিংস: ১৬ ওভারে ৩৯/২ (সাহিবজাদা ৪, হাসিব ১৮, ওমাইর ৭*, আলি ১*; রিপন ৮-২-২২-২, মারুফ ৫-২-৬-০, রেজাউর ৩-২-৫-০)
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য