ঢাকা , বুধবার, ০৯ এপ্রিল ২০২৫ , ২৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
অপরাজেয় বায়ার্নকে রুখে দিলো ইন্টার মিলান আর্সেনালকে আনচেলত্তির হুমকি রিয়ালের সাথে জয় পেলো আর্সেনাল প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের সাথে বড়ো জয় পেলো বাঘিনীরা আইপিএল বাদ দিয়ে পিএসএল দেখবেন দর্শকরা-হাসান আলি পারিশ্রমিক বকেয়া ইস্যুেত অনুশীলন বয়কট করলো পারটেক্সের ক্রিকেটারা পাকিস্তানে উষ্ণ অভ্যর্থনা পেলেন লিটন ও রিশাদ টাইগারদের নতুন ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ পেলেন জেমস প্যামেন্ট নাসার সঙ্গে আর্টেমিস চুক্তি স্বাক্ষর বেড়েছে আদানির বকেয়া পরিশোধ ও বিদ্যুৎ আমদানির পরিমাণ জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে ৫৫ বিনিয়োগকারী ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা পেছাতে পিএসসিতে পরীক্ষার্থীদের অবস্থান এসএসসির পরীক্ষার প্রশ্নফাঁসের গুজব ছড়ালে শাস্তিমূলক ব্যবস্থা বাংলাদেশে আরও এক বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এনডিবি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে পাইলট প্রকল্প চালু করবে ইসি ক্রয়াদেশ স্থগিত করছেন মার্কিন ক্রেতারা নকল ঠেকাতে কঠোর নির্দেশনা মাউশির আবারও ফেসবুক লাইভে এলেন শেখ হাসিনা হাসিনাকে নিয়ে মোদির সঙ্গে চূড়ান্ত কথা হয়নি-পররাষ্ট্র উপদেষ্টা হাসিনাকে নিয়ে মোদির সঙ্গে চূড়ান্ত কথা হয়নি-পররাষ্ট্র উপদেষ্টা

সংগীতশিল্পী শাফিন আহমেদ আর নেই

  • আপলোড সময় : ২৬-০৭-২০২৪ ০৩:১২:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৪ ০৩:১২:৫০ অপরাহ্ন
সংগীতশিল্পী শাফিন আহমেদ আর নেই
দেশের সংগীতশিল্পী শাফিন আহমেদ মারা গেছেনতিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে মারাত্মক হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশ সময় গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা ৫০মিনিটে ইন্তেকাল করেনতার বয়স হয়েছিল ৬৩ বছরশাফিনের মৃত্যু খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ভাই হামীনশাফিন স্ত্রী, তিন সন্তান এবং বিপুল সংখ্যক আত্মীয়স্বজন ও লক্ষ লক্ষ ভক্ত-অনুরাগী রেখে গেছেনহারানো সুখ,’ ‘আজ জনমোদিন তোমার,’ ‘ফিরিয়ে দাও,’ এবং নীলাএর মতো নিরবধি হিট গান উপহার দেওয়া এই সংগীত শিল্পী, মার্কিন যুক্তরাষ্ট্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেনহামীন জানান, ভার্জিনিয়ায় ২০ জুলাই তার একটি কনসার্টের কথা ছিলঅনুষ্ঠানের আগে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তা বাতিল করতে হয়ওই দিন তাকে হাসপাতালে ভর্তি করা হয়তার অঙ্গ-প্রত্যঙ্গ অকেজো হয়ে পড়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিলকিন্তু, আমরা তাকে আর ফিরিয়ে আনতে পারিনিশাফিন আহমেদ ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেনতার মা ফিরোজা বেগম ছিলেন একজন কিংবদন্তি কণ্ঠশিল্পী এবং তার বাবা কমল দাশগুপ্ত ছিলেন একজন প্রখ্যাত সংগীতজ্ঞশাফিন তার বড় ভাই হামিনের সাথে যুক্তরাজ্যে অধ্যয়নকালে পাশ্চাত্য সঙ্গীতের সাথে পরিচিত হন এবং মাইলস গঠন করেনএই ব্যান্ডটি বাংলাদেশের শীর্ষ ব্যান্ডগুলোর মধ্যে একটিআর বাংলাদেশের ব্যান্ড জগতের কিংবদন্তিতুল্য শাফিন আহমেদলাকী আখান্দ, আইয়ুব বাচ্চুদের মতো কিংবদন্তিদের সঙ্গেই উচ্চারিত হয় তার নামমাইলসের হয়ে ভাই হামিমসহ শাফিন উপহার দিয়েছেন বাংলা ব্যান্ডের বেশ কয়েকটি কালজয়ী গানগানগুলোর মধ্যে চাঁদ তারা সূর্য নও তুমি’, ‘গুঞ্জন শুনি’, ‘সে কোন দরদিয়া’, ‘ধিকি ধিকি’, ‘পাহাড়ি মেয়ে’, ‘নীলা’, ‘প্রথম প্রেমের মতো’, ‘কতকাল খুঁজব তোমায়’, ‘হৃদয়হীনা’, ‘স্বপ্নভঙ্গ’, ‘শেষ ঠিকানা’, ‘পিয়াসী মন’, ‘বলব না তোমাকে’, ‘জাতীয় সংগীতের দ্বিতীয় লাইনপ্রিয়তমা মেঘঅন্যতমব্যান্ড সংগীতের এই কিংবদন্তির জন্ম সংগীতাঙ্গনের কিংবদন্তি দম্পতির ঘরেশাফিন আহমেদের মা ফিরোজা বেগম, যিনি প্রথিতযশা নজরুলসংগীতশিল্পী ছিলেনআর শাফিনের বাবা কমল দাশগুপ্ত, যিনি ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রথিতযশা সংগীতশিল্পী, প্রসিদ্ধ সুরকার ও সংগীত পরিচালক ছিলেনশাফিন ছাড়াও কমল-ফিরোজা দম্পতির আরও দুই সন্তান রয়েছেন, তারা হলেন - তাহসিন, হামিনএ কথা অনেকেরই অজানা যে, ছেলেবেলায় শাফিন আহমেদের নাম ছিল মনোজিৎ দাশগুপ্তএক সাক্ষাৎকারে সেই তথ্য শাফিন নিজেই জানিয়েছিলেনশাফিন আহমেদের জন্ম কলকাতায়, ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারিতার নাম রাখা হয় মনোজিৎ দাশগুপ্ততারপর স্কুলে ভর্তি হওয়ার সময় তার নাম পরিবর্তন করা হয়মনোজিৎ দাশগুপ্ত থেকে তিনি হয়ে যান শাফিন আহমেদএক সাক্ষাৎকারে সেই গল্প জানিয়ে শাফিন আহমেদ বলেছিলেন, ‘জন্ম যেহেতু কলকাতায়, আমরা জানি যে, ভারতবর্ষ যখন স্বাধীন হলো, তখন হিন্দু-মুসলিমের মাঝে যে দূরত্ব বা বিবাদ, সেই সময়ে তা প্রবল ছিলসেখান থেকেই কিন্তু দুটো দেশের জন্ম-ভারত ও পাকিস্তানেরতো ভারতে থাকাকালীন অবস্থায় কমল দাশগুপ্তের মতো একজন সংগীতব্যক্তিত্বের সন্তান তো দাশগুপ্ত নামেই পরিচিত হবেএটাই স্বাভাবিকএটা দাশগুপ্তের কথা বললাম, আর প্রথম অংশ এসেছে বাবা-মায়ের দেওয়া নাম থেকেইসেভাবেই মনোজিৎ দাশগুপ্তপরে বদলে যাওয়ার বিষয়ে এই শিল্পী বলেন, আমাদের বাসার ব্যাপারটা ছিল কি, বাবা খুবই প্রগ্রেসিভ একজন মানুষ ছিলেনধর্ম নিয়ে তার মধ্যে কোনো বাড়াবাড়ি ছিল নাউনি গানের জগতের মানুষ, গান নিয়ে ব্যস্ত ছিলেনআমরা অবশ্য ছোটকাল থেকে বড় হয়েছি মায়ের ধর্ম ইসলামকে ঘিরেইমায়ের কারণেই ইসলাম ধর্মের চর্চাটা বাসায় ছিলএ ব্যাপারে আব্বার কোনো মন্তব্য ছিল নাওঁর কোনো দৃষ্টিভঙ্গি কখনোই তিনি চাপিয়ে দিতে চাননিফলে পরে পূর্ব পাকিস্তানে (বাংলাদেশ) এসে নাম শাফিন আহমেদ রাখা হয়অবশ্য পরিবার ও আত্মীয় স্বজনরা তাকে মনজিৎকে ছোট করে মুনানামে ডাকেন বলে জানান শাফিনতিনি বলেছিলেন, ‘আমার ডাকনাম মুনাপরিবারের অনেকে এ নামেই ডাকেএ ছাড়া সংগীতাঙ্গনের অনেকে যারা আমাকে ছোটবেলা থেকে চেনেন, তারাও মুনা নামটিই আগে বলেনআশি ও নব্বইয়ের দশকে বাংলাদেশে তুমুল জনপ্রিয় ছিল ব্যান্ড সংগীতসোলস, ফিলিংস (নগর বাউল) ও এল আর বির সঙ্গে যে ব্যান্ডটি সমানতালে পাল্লা দিত সেটি হলো মাইলসআর মাইলসের বেজ গিটারিস্ট ও প্রধান গায়ক ছিলেন শাফিনভাই হামিন আহমেদকে সঙ্গে নিয়ে মাইলসকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যান শাফিনশাফিন-হামিমের কণ্ঠে ব্যান্ডটি থেকে প্রকাশিত চাঁদ তারা সূর্য’, ‘¦ালা জ¦ালা’, ‘ফিরিয়ে দাওকি যাদুসহ অনেক গান সে সময় ছিল মানুষের মুখে মুখেশাফিন-হামিন ছাড়াও মাইলস ব্যান্ডের প্রাণ যারা- মানাম আহমেদ (ভোকাল ও কী-বোর্ড), ইকবাল আসিফ জুয়েল (ভোকাল ও গিটার), সৈয়দ জিয়াউর রহমান তূর্য (ড্রামস), ওয়াসিউন (গিটার), শাহিন (গিটার), সুমন (কী-বোর্ড), উজ্জ্বল (পার্কিশন), শামস (বেজ গিটার) ও রূমি (ড্রামস)
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স