ঢাকা , বুধবার, ০২ জুলাই ২০২৫ , ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মূল ফোকাস জাতীয় নির্বাচন টার্গেট ফেব্রুয়ারি এপ্রিল : সিইসি প্রতিবছর জুলাই অভ্যুত্থান স্মরণের অঙ্গীকার জুলাই শহীদ স্মৃতি বৃত্তি’ চালু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কার ইস্যুতে ঐকমত্যে অনিশ্চয়তা ইরান থেকে ঢাকায় পৌঁছালেন ২৮ বাংলাদেশি ২৩৯ কোটি টাকা ব্যয়ে হবে বিদ্যুতের ১০ সাবস্টেশন নির্মাণ হত্যাকাণ্ডে জড়িত খুনিদের দ্রুত বিচারের দাবি শেষবারের মতো পর্দায় ফিরছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ শুধু পুরুষদের বিনোদনের জন্য ভাবা হতো আমাকে : স্কারলেট মাফিয়া চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন আমির খান বিজয়ের সঙ্গে প্রেমের গুজব নিয়ে মুখ খুললেন ফাতিমা এবার পাইরেসির কবলে পড়লো ‘কান্নাপ্পা’ ব্যস্ততার মাঝেই জন্মদিন পালন করলেন জয়া শাকিব খানকে ‘মেগাস্টার’ বলতে নারাজ জাহিদ হাসান নিজের মৃত্যুর গুজব নিয়ে যা জানালেন মাহি আবারও ৪৮ ঘণ্টার আলটিমেটাম তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ আজ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস অভিযোগ আমলে নিয়ে পলাতক ২৬ জনকে গ্রেফতারের নির্দেশ ছয় মাসে কর্মস্থলে ঝরেছে ৪২২ শ্রমিকের প্রাণ

র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তিনে রুট

  • আপলোড সময় : ২৯-০২-২০২৪ ১০:১২:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০২-২০২৪ ১০:১২:৪১ পূর্বাহ্ন
র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তিনে রুট রুট
ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথম তিন ম্যাচে তেমন একটা রান না পাওয়া জো রুট জ্বলে ওঠেন সবশেষ ম্যাচে। দল জিততে না পারলেও ব্যাট হাতে নিজের কাজটা ঠিকঠাকই করেন ইংলিশ তারকা ব্যাটসম্যান। রাঁচিতে তার চমৎকার সেঞ্চুরির ছাপ পড়ল র?্যাঙ্কিংয়ে। আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষ তিনে ফিরলেন তিনি। পুরুষ ক্রিকেটারদের র?যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি বুধবার প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা। টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে দুই ধাপ এগিয়ে তিন নম্বরে রুট। ভারত সফরে প্রথম তিন টেস্টে কেবল ৭৭ রান করা রুট রাঁচির স্পিন মঞ্চে প্রথম ইনিংসে দলের বিপর্যয়ে ১২২ রানের অপরাজিত ইনিংস খেলেন। দ্বিতীয় ইনিংসে অবশ্য নিজেকে মেলে ধরতে পারেননি, করেন ১১ রান। ওই সেঞ্চুরির সুবাদে ৭৯৯ রেটিং পয়েন্ট নিয়ে তিনে তিনি। ম্যাচের দুই ইনিংসে ৪২ ও ৬০ রান করা রুটের সতীর্থ জ্যাক ক্রলি দিয়েছেন বড় লাফ। ১০ ধাপ এগিয়ে ১৭তম স্থানে উঠে এসেছেন ইংলিশ ওপেনার। উল্লেখযোগ্য উন্নতি করেছেন ভারতের ইয়াশাসভি জয়সওয়াল, শুবমান গিল, ধ্রুব জুরেল। তিনজনই জায়গা করে নিয়েছেন ক্যারিয়ার সেরা র?যাঙ্কিংয়ে। ওই টেস্টের প্রথম ইনিংসে ৭৩ রান করে তিন ধাপ এগিয়ে ১২তম স্থানে জয়সওয়াল। দলের বিপদে প্রথম ইনিংসে ৯০ রান করা জুরেল পরে রান তাড়ায় করেন অপরাজিত ৩৯ রান। এই পারফরম্যানসে ৩১ ধাপ এগিয়ে ৬৯ নম্বরে এই কিপার-ব্যাটসম্যান। আর লক্ষ্য তাড়ায় জুরেলের সঙ্গে ৭২ রানের অবিচ্ছিন্ন জুটিতে ভারতকে জয়ের বন্দরে পৌঁছে দেওয়া পথে ৫২ রান করেন গিল। চার ধাপ উন্নতি করে তার অবস্থান এখন ৩১তম। টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে আগের মতোই শীর্ষে নিউ জিল্যান্ডের কেন উইলিয়ামসন। দুই নম্বরে অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ।  বোলারদের মধ্যে যথারীতি চূড়ায় ভারতের জাসপ্রিত বুমরাহ। ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেওয়া রবিচন্দ্রন অশ্বিন আছেন দুই নম্বরে। ৪ উইকেট নিয়ে ১০ ধাপ এগিয়ে যৌথভাবে ৩২তম স্থানে কুলদিপ ইয়াদাভ। টেস্টের অলরাউন্ডারদের র?যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের রবীন্দ্র জাদেজা।

 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স