ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা

কারফিউয়ের প্রভাবে কুয়াকাটা সৈকতে নীরবতা

  • আপলোড সময় : ২৬-০৭-২০২৪ ১২:৩২:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৪ ১২:৩২:১৩ পূর্বাহ্ন
কারফিউয়ের প্রভাবে কুয়াকাটা সৈকতে নীরবতা
পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে এখন সুনসান-নিস্তব্ধতা বিরাজ করছেকয়েকদিন আগেও যে সৈকতে পর্যটকদের আনাগোনায় মুখরিত হয়ে থাকতো আজ সেখানে নিস্তব্ধতা বিরাজমানকোথাও কোনো পর্যটকদের আনাগোনা নেইস্থানীয় কিছু লোকজন সৈকতের অবস্থা দেখতে বেরিয়েছেবিগত কয়েকদিন ধরে সারা দেশে কোটা সংস্কার নিয়ে চলমান আন্দোলনে স্থবির হয়ে পড়ে সব কার্যক্রমঅলস সময় পার করেন পর্যটনশিল্পের সঙ্গে যুক্ত সব ব্যবসায়ীরাপুরো সৈকতে নীরবতাপর্যটন নির্ভর ব্যবসায়ীদের মধ্যে বিরাজ করছে হতাশাপর্যটক না থাকায় অলস সময় পার করছেন হোটেল কর্মচারীরাঅধিকাংশ হোটেল কর্তৃপক্ষ ছুটি দিয়েছে কর্মচারীদেরএদিকে কারফিউ জারির ষষ্ঠ দিনে পটুয়াখালীতে বর্ধিত করা হয়েছে সান্ধ্যকালীন আইন শিথিলের সময়সীমাজেলায় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বর্ধিত করে জেলা প্রশাসকএতে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে কুয়াকাটা, কলাপাড়া ও পটুয়াখালী বাসস্ট্যান্ড থেকে গণপরিবহন চলাচল শুরু হয়খোলে দোকানপাট, বাড়ে মানুষের আনাগোনাএছাড়া অভ্যন্তরীণ রুটে বাস, সিএনজি, অটো ও অন্যান্য পরিবহন স্বাভাবিক গতিতে চলেএদিকে কারফিউ শিথিল করায় স্বাভাবিক হতে শুরু করেছে জীবন যাত্রাসকাল থেকে খুলেছে দোকানপাটবাজারগুলোতে মানুষের আনাগোনা বাড়তে শুরু করেছেতবে এখনও সব স্থানে স্বাভাবিক গতিতে ফেরেনি ব্রডব্যান্ড ওয়াইফাই সেবাউপজেলার শহরগুলোতে লক্ষ্য করা গেছে সেনাবাহিনী ও পুলিশের টহলতবে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে সেনাবাহিনী ও পুলিশ সদস্য মোতায়েন রয়েছেসি গোল্ড রিসোর্টের কর্মচারী মো. সিজান বলেন, অলস সময় কাটাচ্ছিকারফিউর কারণে পর্যটকদের আনাগোনা নেইকানসাই ইনের ম্যানেজার মো. জুয়েল ফরাজি বলেন, কারফিউর কারণে হোটেলে ১৫ জন পর্যটক আটকা পড়েছিলতাদের সেনাবাহিনীর তত্ত্বাবধানে গন্তব্যে পৌঁছে দিয়েছিএখন হোটেলের সব রুম ফাঁকাকবে নাগাদ আবার পর্যটক আসবে সেটা বলা মুশকিলহোটেল গোল্ডেন ইনের ব্যবস্থাপনা পরিচালক কে এম জহির বলেন, পর্যটন ক্ষেত্রে সবার আগে ধাক্কা লাগেএ ধাক্কা কাটতে সময় লাগে অনেকদিনরাজনৈতিকসহ নানা সমস্যা তৈরি হলেই হোটেল বন্ধ হয়ে যায়ফলে সংকটের মুখে আমরা পড়িখরচ বাড়ে আয় আসে নাবর্তমান সংকট কাটিয়ে কবে উঠতে সক্ষম হবো তা জানা নেইক্যামেরা পারসন মো. আলমাস বলেন, প্রতিদিন ১ থেকে ১ হাজার ৫০০ টাকা আয় হতোগত কয়েকদিনে প্রতিদিন ১০০ টাকাও আয় হয় নাবৌ-বাচ্চা নিয়ে সংসার চালানো, মাস গেলে বাড়ি ভাড়া দেওয়া, টিকে থাকা এখন কষ্ট হচ্ছেএটা থেকে মুক্তি চাইনাহলে না খেয়ে মারা যেতে হবেসৈকতে চা বিক্রেতা আলামীন বলেন, মানুষ অস্থিরতা দেখে ভয় পাচ্ছে ঘর থেকে বের হতেকোটা আন্দোলন নিয়ে সমস্যা তৈরি হওয়ার পর থেকেই কোনো পর্যটকদের আনাগোনা নেইফলে চা বিক্রি হয় নাকষ্ট করে দিন পার করিহোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মোতালেব শরীফ বলেন, দেশের মধ্যে কোনো অস্থিরতা থাকলে মানুষ ঘর থেকে বের হয় নাগত কয়েকদিন ধরে চলমান কোটা আন্দোলনের অস্থিরতায় পর্যটকরা মুখ ফিরিয়ে নিয়েছেএ সংকট দূর না হলে আমরা পথে বসে যাবোআমাদের সংকট উত্তরণে সময় লেগে যায় অনেকআয় না হলেও কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিলসহ নানা খরচ কিন্তু কমে না
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য