ঢাকা , শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫ , ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সাঁথিয়ায় সোতি জালে বাধাগ্রস্ত পেঁয়াজের আবাদ ঐতিহাসিক ৭ নভেম্বর আজ নির্বাচনে আগে সহিংসতার শঙ্কা নিয়ে আইআরআই’র সঙ্গে একমত সরকার সংস্কার বাস্তবায়নে ব্যর্থ রাজনৈতিক দলগুলো ডেঙ্গু নিয়ন্ত্রণে বাসাবাড়িতে এডিস মশার লার্ভা তদারকিতে মাঠে নামছে ডিএসসিসি মিথ্যা মামলার বাদীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের উদ্যোগ কীটনাশক ও রাসায়নিক সারের মাত্রাতিরিক্ত নির্ভরশীলতায় হুমকিতে জনস্বাস্থ্য ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধনসহ সাত জন ১০ দিনের রিমান্ডে গাজীপুরে ৩৭ রোগাক্রান্ত ঘোড়াসহ বিপুল পরিমাণ ঘোড়ার মাংস জব্দ ব্রাহ্মণবাড়িয়া ৬-এ লড়বেন জোনায়েদ সাকি ভাড়া বেশি নিলে তিনগুণ ক্ষতিপূরণ টিকিট কারসাজিতে ৫ বছরের জেল এনা পরিবহনের বাস জব্দের দাবি নিরাপদ সড়ক আন্দোলনের ৭ নভেম্বরের বিপ্লবই দেশের অর্থনীতি ও গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেছিল-নজরুল গবেষণায় আগ্রহী হচ্ছে না বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো মেগা প্রকল্পের পরিবর্তে মানুষকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান পরিবেশ উপদেষ্টার দেশীয় গরুর জাত সংরক্ষণের মাধ্যমে উৎপাদন বাড়াতে হবে : প্রাণিসম্পদ উপদেষ্টা জ্বালানির অভাবে ১৩৫ বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১৫টির উৎপাদন বন্ধ কনটেইনার হ্যান্ডলিংয়ের পাশাপাশি উন্নত অবকাঠামো চায় বন্দর রাষ্ট্রপতির কাছে ফ্রান্সের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি
বৈষম্যবিরোধী আন্দোলন ও কারফিউর প্রভাব

কার্যাদেশ নিয়ে শঙ্কায় তৈরি পোশাক রফতানিকারকরা

  • আপলোড সময় : ২৬-০৭-২০২৪ ১২:০২:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৪ ১২:০২:৩৫ পূর্বাহ্ন
কার্যাদেশ নিয়ে শঙ্কায় তৈরি পোশাক রফতানিকারকরা
সাধারণ ছুটি ঘোষণার কারণে আমরা পাঁচ কর্মদিবস হারিয়েছিএটা আমাদের বড় ক্ষতিউৎপাদন ব্যাহত হওয়ায় যথাসময়ে শিপমেন্ট করতে পারবো নাএয়ার শিপমেন্টের কারণে আর্থিক ক্ষতি হবে



কোটা সংস্কার আন্দোলনের উদ্ভূত পরিস্থিতিতে সারা দেশে কারফিউ ও সাধারণ ছুটি ঘোষণা করে সরকারবন্ধ রাখা হয় ইন্টারনেটদেশে-বিদেশে ইন্টারনেটভিত্তিক সব ধরনের যোগাযোগে নামে স্থবিরতাকার্যত অচল হয়ে পড়ে দেশউৎপাদন ব্যাহত হয় রফতানিমুখী তৈরি পোশাকশিল্পেশঙ্কায় রয়েছে কার্যাদেশ ও শিপমেন্টরফতানিকারকরা বলছেন, কারখানা বন্ধ ও পোর্ট জটিলতায় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারাশিপমেন্টেও তাদের বাড়তি খরচ করতে হবেইন্টারনেট বন্ধ থাকায় কার্যাদেশ ধরার ক্ষেত্রে দেখা দেবে জটিলতা
আন্দোলন ঘিরে সহিংসতায় ছয়দিনের অচলাবস্থার পর কারফিউ শিথিল করায় ফের উৎপাদনে ফিরছে দেশের রফতানি আয়ের প্রধান খাত তৈরি পোশাকশিল্পগত বুধবার রাজধানী ও গাজীপুরসহ অন্য জেলার কারখানাগুলো খুলে যায়কারফিউ চললেও পোশাকখাতের কর্মীরা কর্মস্থলে যোগ দিয়েছেনএক্ষেত্রে শ্রমিক, মিড লেভেল ব্যবস্থাপনা কর্মী এবং ব্যবস্থাপনা পর্যায়ের কর্মকর্তাদের ক্ষেত্রে কারখানার পরিচয়পত্রই কারফিউ পাস হিসেবে গণ্য করা হচ্ছেএর আগে এ খাতের শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ নেতারা গত মঙ্গলবার (২৪ জুলাই) রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করে কারখানা খোলার সিদ্ধান্ত নেনখাত সংশ্লিষ্টরা জানান, সংঘাতময় পরিস্থিতে কারখানা দুর্ঘটনার স্বীকার না হলেও বায়ারদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় অর্ডার হারানোর শঙ্কা দেখা দিয়েছেপাশাপাশি পণ্য পাঠানোর ক্ষেত্রে পোর্টে জটিলতা আরও বাড়বেএতে রফতানিকারকরা মধ্য ও দীর্ঘমেয়াদি ক্ষতির মুখে পড়তে পারেনএ অবস্থা থেকে উত্তরণে ব্যবসার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার দাবি উদ্যোক্তাদের
বিজিএমইএ সহ-সভাপতি আবদুল্লাহিল রাকিব বলেন, সাধারণ ছুটি ঘোষণার কারণে আমরা পাঁচ কর্মদিবস হারিয়েছিএটা আমাদের বড় ক্ষতিউৎপাদন ব্যাহত হওয়ায় যথাসময়ে শিপমেন্ট করতে পারবো নাএয়ার শিপমেন্টের কারণে আর্থিক ক্ষতি হবেএই মুহূর্তে সরকারের উচিত পোর্টকে জরুরি সেবা হিসেবে ঘোষণা করে আটকে পড়া আমদানি-রফতানি পণ্য দ্রুত খালাস করার ব্যবস্থা করাস্নোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এসএম খালেদ বলেন, চারদিন আমাদের উৎপাদন বন্ধ ছিলএটা আমাদের পিক সিজনএখন যেটা প্রোডাকশন হচ্ছে সেটা সেপ্টেম্বর ও অক্টোবরে রফতানি করবোসে সময় শীতের পোশাকের চাহিদা থাকেযেটা আমরা উৎপাদন করতে পারলাম না সেটা আবার রিশিডিউল করতে হবেএটা একটু কঠিন কাজএই জায়গায় আমাদের সাফার করতে হবেতিনি বলেন, কাজ আজ থেকে কেবল শুরু হয়েছেআমরা বায়ারদের সঙ্গে কথা বলছিগতকাল বৃহস্পতিবার থেকে ইন্টারনেট সচল হয়েছেঅর্ডার নেগোসিয়েশন কীভাবে হবে, বায়ার আমাদের কী শাস্তি দেবে, আমাদের কতটুকু করতে হবে, এটা বুঝতেও আমাদের এক সপ্তাহ লাগবেপুরোনো বায়াররা এত সহজে ভীত হবে না উল্লেখ করে এই ব্যবসায়ী বলেন, এই পিক সিজন বায়ারদের ধরতে হবেসর্বোচ্চ উৎপাদন করে এ ক্ষতি কত দ্রুত কাটিয়ে নেয়া যায় সেটা নিয়ে কাজ করছিপোর্টে পণ্য খালাসে ১০-১২ দিন সময় লাগে জানিয়ে তিনি বলেন, এই চারদিনের অচলায়তনের কারণে এখন পণ্য খালাস প্রায় ১৫-২০ দিন গিয়ে ঠেকবেআমাদের ব্যবসার রেপুটেশন, ইমেজ সব কিছু খারাপ হয়ে গেলোপ্রোডাকশন লস, শিপমেন্ট ডিলে-কোনো কিছুই আর বাকি নেইপোর্টের মালামালগুলো দ্রুত খালাস করা গেলে আমরা কিছুটা ঘুরে দাঁড়াতে পারবো
বিকেএমইএর সহ-সভাপতি ফজলে শামীম এহসান বলেন, ‘ইন্টারনেট না থাকায় আমরা অনেক ডকুমেন্টস পাঠাতে পারিনিসময় মতো টাকা পাবো কিনা জানি নাস্যাম্পল পাঠাতে অনেক দেরি হবেএজন্য অনেক ব্যবসায়ী অর্ডার হারাবেদেখা যাবে বাংলাদেশের স্যাম্পল সময় মতো পৌঁছাবে নাভারত বা চায়নার পৌঁছাবেবায়ার তখন বাধ্য হয়ে অন্যদেরটাই নেবেএগুলো দীর্ঘমেয়াদি সমস্যাতিনি বলেন, ‘ব্যাংকিংয়ের কারণে আগামী কয়েকদিন আমরা কিছুটা আর্থিক সংকটে থাকবোশিপমেন্টে এখন যেহেতু বেশি দেরি হবে, বায়ার আমাদের উড়োজাহাজে পণ্য পাঠাতে বাধ্য করবেএতে আমাদের খরচ বাড়বেএ সমস্যা আগামীতে আমাদের ভোগাবেব্যবসায় সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়ে এই পোশাক ব্যবসায়ী বলেন, ‘শিপমেন্টে পণ্য পাঠানো সহজ করতে হবেবন্ধ করতে হবে পোর্টের অনিয়মআগামী এক-দিনের মাস ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবেতাহলে এ খাত আগের গতিতে ফিরবে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

নির্বাচনে আগে সহিংসতার শঙ্কা নিয়ে আইআরআই’র সঙ্গে একমত সরকার

নির্বাচনে আগে সহিংসতার শঙ্কা নিয়ে আইআরআই’র সঙ্গে একমত সরকার