ঢাকা , রবিবার, ১৮ মে ২০২৫ , ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
কোস্টগার্ডের আধুনিকায়নে হেলিকপ্টার সংযুক্ত করা হবে : স্বরাষ্ট উপদেষ্টা কোনো এক ব্যক্তি জুলাই অভ্যুত্থান ঘটায়নি-ফরহাদ মজহার সীমান্তে পুশইন ঠেকাতে জনগণের সহায়তা চাইলেন বিজিবি প্রধান ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যায় তিনজন রিমান্ডে এনবিআরে কলম বিরতি, রাজস্ব প্রশাসনে অচলাবস্থা পোশাক শিল্পের উদ্যোক্তারা জ্বালানির নিশ্চিয়তা চান এনবিআর বিলুপ্তিতে রাজস্ব ব্যবস্থা নির্বাহী বিভাগের করায়ত্ত হওয়ার ঝুঁকি -টিআইবি ঢাকার যেসব এলাকায় সভা সমাবেশ-মিছিল নিষিদ্ধ হলো-আইএসপিআর করিডোরের নামে আরেকটা ইসরায়েল গড়তে দেয়া যাবে না-ফজলুর রহমান জনগণের রোষানলে পড়ার আগে নির্বাচন দিন-ফারুক বাংলাদেশকে এড়িয়ে সমুদ্রপথে কলকাতার সঙ্গে যুক্ত হচ্ছে ভারতের উত্তর-পূর্বাঞ্চল যুক্তরাষ্ট্রের শুল্কে আতঙ্কিত হওয়ার কিছু নেই-দেবপ্রিয় ভট্টাচার্য মাইক্রোক্রেডিটকে এনজিওর ধারণা থেকে বেরিয়ে ব্যাংকিংয়ে আসতে হবে আজ বিক্ষোভের ডাক কারিগরি শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি ৭ কলেজের গাজীপুরে একটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ টেক্সটাইল নিয়ে কাজ করার সুযোগ রয়েছে-বুটেক্স উপাচার্য সিরাজগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যা অভিযুক্তের বাড়ি পোড়ালো বিক্ষুব্ধরা ইশরাককে মেয়র পদে না বসানোয় ক্ষোভ বাড়ছে ডেঙ্গুতে একজনের মৃত্যু হাসপাতালে ভর্তি ৭৯

সরকারকে আর সময় দেওয়া যাবে না Ñমির্জা ফখরুল

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৪ ০৩:৫৬:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৪ ০৩:৫৬:২৫ অপরাহ্ন
সরকারকে আর সময় দেওয়া যাবে না Ñমির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ এখন দেউলিয়া হয়ে গেছেআওয়ামী লীগ আমলা আর রাষ্ট্রীয় বাহিনীর ওপর নির্ভরশীল হয়ে পড়েছেতারা আমলানির্ভর ফ্যাসিবাদ কায়েম করেছেআমি গতকাল (সোমবার) সম্পূর্ণ ফ্যাসিবাদী চরিত্র দেখেছিতিনি বলেন, স্বাধীনতার ৫৩ বছরেও আমাদেরকে অধিকার নিয়ে লড়াই করতে হচ্ছেকোটাব্যবস্থা তো প্রধানমন্ত্রীই বাতিল করেছিলেনআবারও আদালতকে ব্যবহার করে একটা ইস্যু বানিয়েছেএটা আমাদের জন্য দুর্ভাগ্যতবে একটা কথা বলতে চাই, আমাদের সবাইকে ঘুরে দাঁড়াতে হবেএই সরকারকে আর সময় দেওয়া যাবে না
গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত ন্যাশনাল আওয়ামী পার্টির সাধারণ সম্পাদক এবং বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা মশিউর রহমান যাদু মিয়ার জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোচনাসভায় তিনি এসব কথা বলেন
বিএনপি মহাসচিব উল্লেখ করেন, স্বাধীনতার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের ছাত্রসংগঠন এনএসএফ পৈশাচিক নির্যাতন করতোবর্তমানে আওয়ামী লীগ সরকারের ছাত্র সংগঠন ছাত্রলীগ সেটিই করছেতারা অস্ত্র-শস্ত্র নিয়ে সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলন দমানোর চেষ্টা করছেঅথচ শিক্ষার্থীদের দাবি যৌক্তিক ও ন্যায়সঙ্গত
ফখরুল  বলেন, সোমবার একদিনে ছাত্রলীগ যা করেছে তা পাকিস্তানিদের চেয়ে কোন অংশে কম? তারা হাসপাতালে গিয়ে হামলা চালিয়েছেস্বাধীনতার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের ছাত্র সংগঠন এনএসএফ পৈশাচিক নির্যাতন করতোতার ভাষ্য, বর্তমানেও আওয়ামী লীগ সরকারের ছাত্র সংগঠন ছাত্রলীগ সেটিই করছেতারা অস্ত্র-শস্ত্র নিয়ে সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলন দমানোর চেষ্টা করছেঅথচ শিক্ষার্থীদের দাবি যৌক্তিক ও ন্যায়সঙ্গত
তিনি বলেন, সুতরাং আজকে ঘৃণা এবং ক্ষোভের সঙ্গে বলতে হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারদলীয় ছাত্রসংগঠন ছাত্রলীগ বর্বর হামলা চালিয়েছেআমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছিবাংলাদেশের অবস্থা ভয়াবহদেশে আইনের শাসন ও গণতন্ত্র নেইমানুষের কথা বলার স্বাধীনতা নেইসরকার অত্যন্ত পরিকল্পিতভাবে গণতন্ত্র নির্বাসিত করেছেদেশকে পরনির্ভরশীল অর্থনীতিতে পরিণত করেছে
বিএনপির মহাসচিব বলেন, শুধু ঢাকাতে নয় গোটা দেশে এই হামলা চালিয়েছেদেশের শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছেএখন সবার উচিত আন্দোলন করাআমাদের সন্তানদের ওপর আক্রমণ হয়েছেএই সময়ে রুখে দাঁড়াতে না পারলে দেশ ও জাতির অস্তিত্ব বিপন্ন হবে
তিনি বলেন, আমরা জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র ফেরত চাইএটাই মূল সমস্যাআমরা সুষ্ঠু ও জবাবদিহিমূলক সরকার চাই, ব্যবস্থা চাইকিন্তু সরকার একের পর এক ইস্যু তৈরি করে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে চেষ্টা করছে
সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকার তো প্রধানমন্ত্রীই বলেছেনযিনি রাগ করে কোটা বাতিল করেছিল তিনিই আবার সংবাদ সম্মেলনে বলেন, আবেগে নাকি কোটা বাতিল করেছেন! তাহলে বুঝেন কী অবস্থা?
আলোচনা সভার পর বিকাল চারটার দিকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্রদের সঙ্গে ক্ষমতাসীন দল, ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন আচরণের বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, ছাত্রলীগ গতকালকের মতো আজকেও বিভিন্ন জায়গায় ছাত্রদের ওপর হামলা করছেএসব বর্বরোচিত, অমানবিক, অসাংবিধানিক চর্চা
মির্জা ফখরুল বলেন, এসব করে দেশের কল্যাণ করা যেতে পারে নাআমরা ইতোমধ্যে সাধারণ শিক্ষার্থীদের আমাদের সমর্থন জানিয়েছিদেশের মানুষকে এসব বর্বরোচিত হামলার প্রতিবাদ করার আহ্বান জানিয়েছি
মির্জা ফখরুল বলেন, মশিউর রহমান যাদু মিয়ার সঙ্গে পারিবারিক সম্পর্ক ছিলতিনি আমার বাবার সহপাঠী ছিলেনঅনেকেই তাকে বিতর্কিত বলেনকিন্তু আমি যা দেখেছি তা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি গঠন করেছিলেনশহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে এসেছিলেন তখন তিনি একটা নতুন রাজনৈতিক দলগঠনের প্রয়োজনীয়তা অনুভব করেনসেসময় যে কয়েকজন রাজনীতিবিদ এসেছিলেন তাদের একজন মশিউর রহমান যাদু মিয়াএমনকি ন্যাশনাল আওয়ামী পার্টিকে বিলুপ্ত করে বিএনপিতে একীভূত করে দেনতিনি আমাদেরকে পথ দেখিয়েছিলেন
তিনি আরও বলেন, অনেকেই বিরোধিতা করলেও যাদু মিয়া ছিলেন অটলতিনি বিএনপির প্রতিষ্ঠাতাদের একজনকিন্তু তিনি বেশিদিন বেঁচে থাকতে পারেননিতিনি বাংলাদেশের কল্যাণের জন্য ভাবতেনতার মতো লোকদেরকে একীভূত করে জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন জিয়াউর রহমান
জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, মশিউর রহমান যাদু মিয়া ছিলেন সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিত্বডান-বাম সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করেছেন তিনি
ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, বরকত উল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু, রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. মাহবুবউল্লাহ, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাৎ, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিংকন, নূর মোহাম্মদ খান প্রমুখ
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ