ঢাকা , বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫ , ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় প্রতিদিন ১৯ জনের মৃত্যু মহালছড়িতে ভাইয়ের বিরুদ্ধে সম্পদ আত্মসাতের অভিযোগ শ্রীপুরে ঘুষ গ্রহণের অভিযোগে থানার এএসআই ক্লোজড সাঘাটার ভূমিদস্যু সুইট ও সহযোগীদের শাস্তির দাবি ফুলবাড়ীতে প্রতিপক্ষের গাড়ি ভাঙচুর ও মারপিট ৩১ শয্যার হাসপাতালে ২২ পদ শূন্য, ব্যাহত স্বাস্থ্যসেবা ভূমি কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেননি ডিসি আসামি ছিনিয়ে নিল জনতা আসামি ছিনিয়ে নিল জনতা আসামি ছিনিয়ে নিল জনতা বান্দরবানে হত্যা মামলা তুলে নিতে হুমকি আমতলীতে ৫০ শয্যা হাসপাতালে ২২জন স্টাফদের মধ্যে১৬ জনের শুন্যপদ থাকায় চিকিৎসাসেবা ঝুঁকে পরছে হেরা ফেরি ৩-তে ফিরছেন টাবু বাশার-তিশার নতুন রোমান্সের গল্প ‘বসন্ত বৌরি’ ওজন কমাতে সার্জারি, প্রাণ গেল মেক্সিকান ইনফ্লুয়েন্সারের ‘স্কুইড গেম’ অভিনেত্রী লি জু-শিল আর নেই বিচ্ছেদের পর ফের নতুন প্রেম খুঁজছেন মালাইকা অরোরা? দেশের প্রেক্ষাগৃহে ‘বলী’ আসছে ৭ ফেব্রুয়ারি হামলার পর প্রথমবার জনসমক্ষে সাইফ আলী খান অবশেষে প্রকাশ্যে এলো চিত্রনায়িকা পপির স্বামী-সন্তানসহ ছবি

অপরিপক্ব’ তরুণ প্রজন্ম ভুল করছে Ñস্বরাষ্ট্রমন্ত্রী

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৪ ০৩:৫৫:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৪ ০৩:৫৫:৩৮ অপরাহ্ন
অপরিপক্ব’ তরুণ প্রজন্ম ভুল করছে Ñস্বরাষ্ট্রমন্ত্রী
আমি মনে করি এরা আমাদের নতুন প্রজন্ম, এরা সঠিক পথে যাবেতারপরেও কোনো ধরনের ধ্বংসাত্মক কাজে তারা যদি নেমেই আসে আমরা আমাদের কাজটি করব
আদালতের প্রক্রিয়াধীন কোটা ব্যবস্থা নিয়ে অপরিপক্ব কিছু শিক্ষার্থী আন্দোলনে নেমে ভুল করেছেবলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের চলমান এই আন্দোলনে জানমালের ক্ষতি হলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের কাজ চালিয়ে যাবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন সরকারের এই মন্ত্রী
গতকাল মঙ্গলবার সচিবালয়ে নিজ দফতরে চলমান পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন তিনি
আন্দোলনের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ছে কী না প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা সঠিকভাবেই আছেতারা চলছে, আপনারা চলছেন, সবই চলছেতারা (আন্দোলনকারীরা) জায়গায় জায়গায় বিক্ষিপ্ত কিছু কাজ করতে গিয়ে ভুল করছেআমি সবসময় বলছি এরা ভুল করছেছাত্রদের মধ্যে অনেকে পরিপক্ব হয়েছে, অনেকে এখনো পরিপক্ব হয়নি
যারা ঘোলা পানিতে মাছ শিকার করে পারদর্শী তারা এদের পেছনে লেগে গেছেনবিএনপি ও জামায়াত যারা নির্বাচনে আসেনা তারাও এর পেছনে ইন্ধন দিতে পারেকিন্তু আমি মনে করি, এরা আমাদের নতুন প্রজন্ম, এরা সঠিক পথে যাবেতারপরেও কোনো ধরনের ধ্বংসাত্মক কাজে তারা যদি নেমেই আসে আমরা আমাদের কাজটি করব
আন্দোলনকারীদের উদ্দেশে আসাদুজ্জামান খান কামাল বলেন, তারা সরকারের সঙ্গে যোগাযোগ করতে পারেন, কোর্টে গিয়ে কথা বলতে পারেনএইসব খোলা রাস্তায় না হেঁটে রাস্তা অবরোধে যাওয়া তাদের জন্য ভালো হয়নিকোটা নিয়ে হাই কোর্টের রায়ের ব্যাপারে যারা সংক্ষুব্ধ বা যাদের আপত্তি রয়েছে তারা যেন কোর্টে এসে তাদের কথা জানান
কোর্টের রায়ে একদম স্পষ্ট করে যেখানে বলে দেয়া হয়েছে, সেখানে আমার মনে হয় আমাদের ছাত্রদের একটু অপেক্ষা করা উচিত ছিলকিন্তু সেটা না করে তারা নানান ধরনের প্রোগ্রাম দিচ্ছে রাস্তা অবরোধ করছেএগুলো করলে তো সবাই ভুক্তভোগী হয়ে যায় একজন চিকিৎসা সেবা নিতে আসা লোকও সেবা পান নাসেজন্য আমরা বলে আসছিলাম যা কিছু আবেদন নিবেদন এটা যেন নিয়মতান্ত্রিকতার মধ্যেই থাকে
আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ নিয়ে তিনি বলেন, আমি ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন এই ধরনের শব্দ বলতে চাই নাআমি মনে করি ছাত্ররা এসব করছেএকদল পক্ষে রয়েছে আরেক দল বিপক্ষে রয়েছে, এমনটি হতে পারেআমাদের পুলিশ বাহিনী অথবা কোন শান্তিরক্ষা বাহিনী কোথাও প্রবেশ করছে নাছাত্রদের মধ্যে মতবিরোধ সবসময় ছিল, এটা হতেই পারে থাকতেই পারে
ছাত্ররা কখনোই একমত হতে পারে না, তাদের মধ্যে মতবিরোধ হয় মতবিরোধ থেকে বাকবিতণ্ডা, মারামারি হয়আমাদের বলার বিষয় হচ্ছে তারা যেন নিয়মতান্ত্রিকভাবে কাউকে কষ্ট না দিয়ে তাদের কথাগুলো বলে
সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাই কোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে গত ১৪ জুলাইবিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ ২৭ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেতবে আপিল বিভাগের স্থিতাবস্থা থাকায় আগামী ৭ অগাস্ট পর্যন্ত হাই কোর্টের রায় কার্যকর হবে না
রায়ে বলা হয়েছে, “২০১২ সালে করা এক রিটের পরিপ্রেক্ষিতে হাই কোর্টের দেয়া রায় ও আদেশ, ২০১৩ সালের লিভ টু আপিলের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ কর্তৃক তা বহাল ও সংশোধিত আদেশ এবং ২০১১ সালের ১৬ জানুয়ারির অফিস আদেশের (মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনির কোটা) আলোকে মুক্তিযোদ্ধার সন্তান/নাতি-নাতনিদের জন্য কোটা পুনর্বহাল করতে সরকারকে নির্দেশ দেয়া হলো
একইসঙ্গে জেলা, নারী, প্রতিবন্ধী, উপজাতি-ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য কোটাসহ, যদি অন্যান্য থাকে, কোটা বজায় রাখতে নির্দেশ দেয়া হলোএ বিষয়ে যত দ্রুত সম্ভব, আদেশ পাওয়ার তিন মাসের মধ্যে পরিপত্র জারি করতে নির্দেশ দেয়া হলো
২০১৮ সালে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে কোটা বাতিল করে জারি করা পরিপত্র হাই কোর্ট অবৈধ ঘোষণার প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা দুই সপ্তাহ ধরে টানা আন্দোলন চালিয়ে আসছে
এর মধ্যে গত রোববার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এক বক্তব্য ঘিরে ব্যাপক প্রতিক্রিয়া দেখান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাপরদিন গত সোমবার ক্যাম্পাসে ব্যাপক সংঘর্ষ হয়এর প্রতিবাদে গতকাল মঙ্গলবারও কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা
এদিন ক্যাম্পাসে কর্মসূচি পালনের ঘোষণা থাকলেও দুপুর থেকে ঢাকার বিভিন্ন সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স