ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ , ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
জন্মসূত্রে নাগরিকত্বের নিয়ম উল্টে দিতে পারবেন ট্রাম্প? শেখ হাসিনাকে গ্রেফতারে রেড অ্যালার্ট জারি রোবট অলিম্পিয়াডে সোনাসহ ১০ পদক জিতলো বাংলাদেশ ভোমরা সীমান্তে যৌথ মাপ-জরিপ স্থগিত বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ, বিজিবির বাধা মালয়েশিয়া পাচারের সময় ১৭ রোহিঙ্গাসহ আটক ২০ শিশুখাদ্যে ভ্যাট, ক্ষুব্ধ অভিভাবকরা শ্রীলঙ্কায় টেনিস টুর্নামেন্টে বাংলাদেশের কাব্য সেমিতে জেলফেরত শীর্ষ সন্ত্রাসীরা জড়িয়ে পড়ছে অপরাধে বৈষম্যবিরোধীদের কেন্দ্রীয় কার্যালয়ে মারামারি নারীসহ আহত ৭ আরএফএলর ২০ হাজার পণ্যের সমাহার পুলিশের সব ইউনিটে একই পোশাক থাকবে- ডিএমপি কমিশনার ঢেলে সাজানো হচ্ছে বিচার বিভাগ টিকা না পেয়ে সড়কে অবস্থান প্রবাসীদের কেন ভ্যাট বাড়ানো হলো কিছুদিন পর জানা যাবে কোটাবিরোধী সমালোচনায় আওয়ামী লীগ কোটায় বেকায়দায় সরকার জব্দ অ্যাকাউন্ট থেকে টাকা উদ্ধারের প্রস্তুতি দুর্নীতি চুরি ব্যক্তিগত স্বার্থ ছাড়া আমলাদের কোনো চিন্তা নেই-মির্জা ফখরুল মঙ্গলে নভোচারী পাঠানো ও পানামা খাল দখলের ঘোষণা

ছাত্রলীগ নেতাদের পদত্যাগের হিড়িক

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৪ ০৩:৫৪:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৪ ০৩:৫৪:২৯ অপরাহ্ন
ছাত্রলীগ নেতাদের পদত্যাগের হিড়িক
কোটা সংস্কার ইস্যুতে প্রধানমন্ত্রীর বক্তব্যের পর এখন ছাত্রলীগ ও শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে রয়েছেগত সোমবার ও গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়সহ পুরো দেশের প্রায় সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষে ক্যাম্পাসগুলো ছিল কার্যত রণক্ষেত্রএরইমধ্যে বেশ কয়েকজন নিহত হয়েছেনবিশ্ববিদ্যালয়গুলোতে বহিরাগত ছাত্রলীগের হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানাচ্ছে সংগঠনটির অনেক নেতাকর্মীঢাকা বিশ্ববিদ্যালয়সহ অনেক বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে পড়েছে স্বেচ্ছায় পদত্যাগের হিড়িকইতোমধ্যে প্রায় শতাধিক নেতাকর্মী পদত্যাগ করার ঘটনা সামনে এসেছেবহিরাগত টোকাই শ্রেণীর ছাত্রলীগ কর্মীদের এনে নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আহত করার প্রতিবাদে এই পদত্যাগ বলে উল্লেখ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অনেক নেতাকর্মী
গত রোববার গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কোটা ইস্যুতে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের পর থেকে এই পদত্যাগের বিষয়টি সামনে আসেপ্রথমে এদিন রাতের মধ্যেই স্বেচ্ছায় পদত্যাগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ জন ছাত্রলীগ নেতাপরবর্তীতে গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত যুবকদের এনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার পর রাতেই পদত্যাগ করেন আরো অনেকেঢাকা বিশ্ববিদ্যালয় নারী শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলার প্রতিবাদ জানিয়ে পদত্যাগের ঘোষণা দেয় অনেকেঢাকা বিশ্ববিদ্যালয়ের পদত্যাগকারীদের মধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদ শাখা ছাত্রলীগের সহসভাপতি নুরুল ইসলাম হৃদয়, একই অনুষদের উপ-সম্পাদক জেবা সায়ীমা, সার্জেন্ট জহরুল হক হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ওয়াসিক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি হাসিবুল হাসান হাসিব, শামসুন নাহার হল ছাত্রলীগের উপ-পাঠাগার সম্পাদক ইসরাত জাহান সুমনা, বিজয় একাত্তর হল শাখার গ্রন্থনা ও প্রকাশনা উপ-সম্পাদক শাহ সাকিব সাদমান প্রান্ত, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের অর্থ সম্পাদক জুয়েনা আলম মুন, নাট্য ও সাহিত্য সম্পাদক মেহেরুন্নিসা মিম, একই হলের আইন সম্পাদক সিরাজাম মনিরা তিশাসহ বিভিন্ন হল এবং অনুষদের অর্ধ শতাধিক নেতাকর্মীএছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরেও অর্ধ শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেছেনএর আগে, গত রোববার রাতে প্রধানমন্ত্রীর বক্তব্যের পর এর প্রতিবাদে ও কোটা সংস্কারের দাবিতে ছাত্রলীগের ৩ জন নেতা পদত্যাগ করেনতারা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ শাখার গণযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক মাছুম শাহরিয়ার, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট শাখার মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক উপ-সম্পাদক রাতুল আহামেদ ওরফে শ্রাবণ এবং আইন অনুষদ শাখার গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আশিকুর রহমান ওরফে জিমঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সহ- সভাপতি পদ থেকে পদত্যাগ করা শিপন মাহমুদ ফেসবুকে লেখেন, আমি চলমান ছাত্র আন্দোলনের পক্ষে অবস্থান করছিন্যায়ের পক্ষে অবস্থান করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শোকজ খাওয়া এবং মুচলেকার মুখে পড়া ছাত্র আমিআমি আজীবন নজরুলপ্রতিবাদ করা আমার রক্তেআমি আজন্ম প্রতিবাদী পুরুষআমি মো. শিপন মিয়া, সহ-সভাপতি, বিজয় একাত্তর হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়চলমান যৌক্তিক ছাত্র আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন প্রদান করে, বাংলাদেশ ছাত্রলীগ, বিজয় একাত্তর হল-এর সহ- সভাপতির পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলামঅন্যায় আর শিপন এক লাইনে থাকে নাজুয়েনা আলম মুন বলেন, ছাত্রলীগকে ন্যায়ের কাণ্ডারি ভেবে ছাত্রলীগ করতামকিন্তু এখন এই সংগঠনের সাথে নিজের সম্পৃক্ততা ছিলো এটাও মনে করলে আমার রক্তাক্ত বন্ধু-বান্ধবী, সিনিয়র, জুনিয়রদের চেহারা মনে পড়বেতাই স্বেচ্ছায়, সজ্ঞানে পদত্যাগ করছিহাসিবুল হাসান হাসিব বলেন, ছাত্রলীগের সাথে আমার পূর্বের সকল সম্পর্ক ত্যাগ করলাম, আমার ছোটভাই বন্ধুদের অনেককে নির্মমভাবে পেটানো হয়েছেঘৃণা হচ্ছে ছাত্রলীগের একজন কর্মী হিসাবে এতদিন কাজ করায়বিদায় বাংলাদেশ ছাত্রলীগশাহ সাকিব সাদমান প্রান্ত বলেন, আজকের পর থেকে শুরু করে ভবিষ্যতে বাকী জীবনে বাংলাদেশ ছাত্রলীগের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নাইপুলিশ ভেরিফিকেশন, তদবির, কিংবা সরকারের পক্ষ থেকে অন্য যেকোনো ধরনের অসহযোগিতা ও সকল ধরনের কনসিকোয়েন্স মাথায় রেখে, কারো প্ররোচণায় না বরং বিবেকের তাড়নায় ও সজ্ঞানে আমি বিজয় একাত্তর হলের ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটি থেকে পদত্যাগ করলামএকদিকে পদত্যাগের হিড়িক অন্যদিকে ত্যাগী নেতাদের চলছে পরীক্ষাবিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিভিন্ন গ্রুপে নেতারা লিখছেন, এখন আপনাদের পরীক্ষার সময়এখনকার অবস্থানের ওপর নির্ভর করবে আপনাদের পদ-পদবিহাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রলীগে শীর্ষ পদপ্রত্যাশী রাহাত ইসলাম বলেন, যারা এই ক্রান্তিলগ্নে পদত্যাগ করছেন তারা আসলে ছাত্রলীগের মধ্যে লুকিয়ে থাকা সুবিধাবাদীতারা এতদিন ছাত্রলীগের এই পদ-পদবিকে হলে শান্তিতে থাকার হাতিয়ার হিসেবে কাজে লাগিয়েছেনেতাকর্মীদের এমন পদত্যাগের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, মূলত প্রতিটি রুমে রুমে গিয়ে কোটাবিরোধী আন্দোলনকারীরা তাদেরকে জোরপূর্বক পদত্যাগের স্ট্যাটাস দেয়াচ্ছে
কুবিতে ছাত্রলীগ নেতাকর্মীদের পদত্যাগের হিড়িক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্রলীগ নেতাকর্মীরা পদত্যাগ করছেনএখন পর্যন্ত অন্তত ৫০ জন নেতাকর্মী পদত্যাগ করেছেনগত সোমবার রাত ১০টার পর থেকে বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রলীগ কর্মী তাদের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দেয়ার মাধ্যমে এ পদত্যাগের ঘোষণা দেনএই প্রতিবেদন লেখা পর্যন্ত ছাত্রলীগকে অবাঞ্ছিত ও পদত্যাগ করার ঘোষণা অব্যাহত আছেতবে পদত্যাগকারী নেতাকর্মীরা জানান, সারা দেশের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়েও কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে জড়িত শিক্ষার্থীদের ওপর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ অতর্কিত হামলা চালায়এই ঘটনায় তারা নিন্দা জানিয়ে ছাত্রলীগ থেকে পদত্যাগ করেনপোস্টে এক পদত্যাগকারী লেখেন, অতীতে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলাম এটা জেনে যে, ছাত্রলীগ ছাত্রদের অধিকারের জন্য আন্দোলন করেতবে বর্তমান ছাত্রলীগ যা বোঝাল, এতে এই মুহূর্ত থেকে আমি আর কোনোভাবেই ছাত্রলীগের কোনো কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত নাবিশ্ববিদ্যালয়ের নবাব ফয়জুন্নেছা চৌধুরানী হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে প্রথম পদত্যাগকারী নুসরাত জাহান সুরভী বলেন, আপনিও মানুষ, আমিও মানুষআপনিও জানেন দেশে কী হচ্ছেসেই মানবিক দিক বিবেচনা করে আমি হল শাখা ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছি
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স