রাজশাহীতে রিকশাচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার ভোরে দামকুড়া থানার মুরারীপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম নুরুল ইসলাম (৩২)। তিনি ওই এলাকার পাতান আলীর ছেলে। দামকুড়া থানার ওসি মাইনুল বাশার এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি আরও বলেন, ভোর সাড়ে ৫টার দিকে দুর্বৃত্তরা এসে নুরুল ইসলামের ডান পায়ে হাসুয়া দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যান তিনি। নুরুল ইসলামের লাশ রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

রাজশাহীতে রিকশাচালককে কুপিয়ে হত্যা
- আপলোড সময় : ১৭-০৭-২০২৪ ০৩:৪৫:৪৬ অপরাহ্ন
- আপডেট সময় : ১৭-০৭-২০২৪ ০৩:৪৫:৪৬ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ