ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা

প্রতি সপ্তাহেই বাড়ছে পেঁয়াজের দাম

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৪ ১২:০৫:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৪ ১২:০৫:৫৩ পূর্বাহ্ন
প্রতি সপ্তাহেই বাড়ছে পেঁয়াজের দাম
প্রতি সপ্তাহে পেঁয়াজের দাম বেড়েই চলছেআগের দুই সপ্তাহে ১০ টাকা করে বাড়লেও চলতি সপ্তাহে দেশি পেঁয়াজের দাম একলাফে বেড়েছে ২০ টাকাব্যাবসায়ীরা বলছেন, এই দাম বৃদ্ধির পেছনে সিন্ডিকেটের কারসাজি রয়েছেপেঁয়াজের দাম কমার কোনও সম্ভাবনা নেই, বরং আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন  তারা এদিকে বাজারে সব ধরনের সবজির দামেরও ঊর্ধ্বগতিসবজির দাম বেড়ে যাওয়ার কারণ হিসেবে রয়েছে বৃষ্টিবিক্রেতারাও দেখাচ্ছেন সেই বৃষ্টির অজুহাতনিত্যপ্রয়োজনীয় এসব পণ্যের দাম বৃদ্ধিতে প্রতিনিয়তই চাপ বাড়ছে সাধারণ মানুষের ওপরবাজার করতে আসা ক্রেতারা নিত্যকার মতো অসন্তোষ প্রকাশ করছেনগতকাল মঙ্গলবার রাজধানীর নয়াবাজার, মৌলভীবাজার, মিরপুর-১ নম্বরের কাঁচাবাজার ঘুরে দেখা গেলো বাজারের এমন চিত্রতিন সপ্তাহ ধরেই পেঁয়াজের দাম বাড়ছে ১০ থেকে ২০ টাকা করেএরমধ্যে গত ২৮ জুন (শুক্রবার) আকার ও মানভেদে ক্রসজাতের পেঁয়াজ ৯০-১০০ টাকায়; এরমধ্যে ছোট সাইজের পেঁয়াজ ৯০ টাকা এবং বড় সাইজের পেঁয়াজ ১০০ টাকা কেজিতে বিক্রি হয়েছেআর দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ১০০ টাকা করে
ক্রমান্বয়ে গত ৫ জুলাই (শুক্রবার) আকার ও মানভেদে ক্রসজাতের পেঁয়াজ ১০০-১১০ টাকায়; এরমধ্যে ছোট সাইজের পেঁয়াজ ১০০ টাকা এবং বড় সাইজের পেঁয়াজ ১১০ টাকা কেজিতে বিক্রি হচ্ছেআর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ টাকা করেগতকাল মঙ্গলবার আকার ও মানভেদে ক্রসজাতের পেঁয়াজ ১২০ টাকাএরমধ্যে ছোট ও বড় দুই সাইজের পেঁয়াজই বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজিতেইআর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৩০ টাকা করেএক্ষেত্রে দেখা যায় ক্রসজাতের পেঁয়াজের দাম প্রতিকেজিতে ১০ টাকা করে বাড়লেও দেশি পেঁয়াজের দাম বেড়েছে একলাফে ২০ টাকাপেঁয়াজের দাম বৃদ্ধি প্রসঙ্গে ব্যাবসায়ী মো. হোসেন বলেন, পেঁয়াজের দাম বাড়ায় সিন্ডিকেটতারা পেঁয়াজ কিনে স্টক করে রেখে দেয়তারপর বাজারে টান (সংকট) ফেলে বেশি দামে বিক্রি করেএ সময় আরেক বিক্রেতা হানিফ বলেন, ইন্ডিয়ান পেঁয়াজ দেশে আসছে বলে এখন ১০০ বা ১২০ টাকায় পেঁয়াজ কিনতে পারছে মানুষনা হলে এতদিনে ২০০ টাকা কেজিতে পেঁয়াজ খাওয়া লাগতোআর এই মুহূর্তে পেঁয়াজের কমবে না বলেই মনে হচ্ছেবরং আরও বাড়তে পারেএছাড়া আজকে লাল আলু ৬০ টাকা, সাদা আলু ৬০ টাকা, বগুড়ার আলু ৭০ টাকা, দেশি রসুন ২০০ টাকা, চায়না রসুন ১৮০ টাকা, চায়না আদা ৩২০ টাকা, ভারতীয় আদা মানভেদে ২৫০-৩০০ দরে বিক্রি হচ্ছে।  কেবল পেঁয়াজের দামই না, আজকের বাজারে প্রায় সব ধরনের সবজিই বিক্রি হচ্ছে আকাশচুম্বী দামেআজকের বাজারে ভারতীয় টমেটো ১৯০, দেশি টমেটো ২০০, দেশি গাজর ১০০, চায়না গাজর ১৮০, লম্বা বেগুন ১০০, সাদা গোল বেগুন ১০০, কালো গোল বেগুন ১২০, শসা ১২০, উচ্ছে ১২০, করলা ১৪০, কাঁকরোল ১০০, পেঁপে ৬০, ঢেঁড়স  ৮০, পটোল ৬০- ৮০চিচিঙ্গা ৮০, ধুন্দল  ৮০, ঝিঙা ৮০, বরবটি ১২০, কচুর লতি ১০০, কচুরমুখী  ১০০, মিষ্টি কুমড়া ৪০, কাঁচা মরিচ ৩০০, ধনেপাতা ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছেআর মানভেদে প্রতিটি লাউ ১০০, চাল কুমড়া ৭০, ফুলকপি ৭০, বাঁধাকপি ১৪০ টাকা করে বিক্রি হচ্ছে।  এছাড়া প্রতি হালি কাঁচা কলা ৪০, লেবু বিক্রি হচ্ছে ৩০ টাকা করে
এক্ষেত্রে দেখা যায়, এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ১০ টাকা থেকে ৮০ টাকা পর্যন্তএছাড়া উচ্চ দামে অপরিবর্তিত বেশ কিছু সবজির দামভারতীয় ও দেশি টমেটোর দাম বেড়েছে যথাক্রমে ১০ টাকা ও ৬০ টাকাচায়না গাজরের দাম বেড়েছে যথাক্রমে ১০ টাকাকাঁকরোল, উচ্ছে ও করল্লার দাম বেড়েছে যথাক্রমে ২০, ২০ ও ৪০ টাকাকাঁচা মরিচের দাম বেড়েছে ৪০ টাকালাউ ও চালকুমড়ার দাম বেড়েছে ৩০ টাকা ও ১০ টাকাএছাড়া গত সপ্তাহের ৬০ টাকা দামের একটি বাঁধাকপি আজকে বিক্রি হচ্ছে ১৪০ টাকায়সবজির দাম বেড়ে যাওয়ার কারণ জানতে চাইলে বিক্রেতা রুবেল বলেন, বৃষ্টিতে গাছের ক্ষতি হচ্ছেযেরকম সবজি আসার কথা সেটা আসছে নাতাই সবজির  দাম বাড়ছে
এ সময় বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী মাহফুজুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, সারা বছরই তো বেশি দামে সবকিছু কিনতে হচ্ছেআলাদা করে আর বর্ষাকালের কথা বলে লাভ কী! আর ব্যবসায়ীদের কথা শুনলে মনে হয় সারা বছরই তারা কোনও না কোনও ক্ষতির মুখে আছেনতো এত যখন তাদের সমস্যা তাহলে ব্যবসা ছেড়ে অন্য কাজ করে না কেন!
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স